নড়াইল জেলা তথ্য অফিসের মাধ্যমে ইউনিসেফ বাংলাদেশের শিশুদের করোনা টিকা প্রদান বিষয়ে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে সড়ক প্রচার ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
ইউনিসেফ বাংলাদেশ এর ইইউ কার্যক্রমের আওতায় নড়াইল জেলায় ২০২২ সালের অক্টোবর, নভেম্বর ও ডিসেম্বর- এ ৩ মাসব্যাপী ৬০ ইউনিট সড়ক প্রচার ও ৪৫ টি মতবিনিময় সভা বা কমিউনিটি ডায়ালগ অনুষ্ঠিত হয়েছে।
নড়াইল জেলা তথ্য অফিসের আয়োজনে শিশু, কিশোর কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক প্রচার কার্যক্রমের ঈ৪উ খাতের আওতায় ৫-১১ বছর বয়সী শিশুদের কোভিড-১৯ টিকাদান কর্মসূচি উপলক্ষ্যে এ সড়ক প্রচার ও কমিউনিটি ডায়ালগ/সংলাপ আয়োজন করা হয়।
নড়াইল জেলার তিনটি উপজেলার বিভিন্ন ইউনিয়নে জেলা তথ্য অফিসের প্রচার গাড়ি শিশুদের করোনা টিকা গ্রহণের ব্যাপারে প্রয়োজনীয় নির্দেশনা প্রচার করে।
এছাড়া জনগণের সচেতনতা বৃদ্ধি করনের লক্ষ্যে স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও গ্রামবাসীদের নিয়ে মতবিনিময় সংলাপের আয়োজন করে তথ্য অফিস।
গণযোগাযোগ অধিদপ্তর ও জেলা তথ্য অফিস নড়াইল জেলা সিভিল সার্জন কার্যালয়ের সাথে সমন্বয় করে নড়াইলের যে সকল স্থানে টিকা গ্রহণের হার তুলনামূলক কম সে সকল স্থানে টিকা গ্রহণের ব্যাপারে সচেতনতামূলক সড়ক প্রচার ও কমিউনিটি ডায়ালগ আয়োজনের উপর জোর আরোপ করেছিলো।
এ ব্যাপারে নড়াইল তথ্য অফিসের জেলা কর্মকর্তা জেলা তথ্য অফিসার জনাব ইব্রাহিম আল মামুন বলেন, ইউনিসেফ দেশের প্রায় সকল জেলাতেই এ ধরণের সচেতনতামূলক কর্মসূচী জেলা তথ্য অফিসের মাধ্যমে বাস্তবায়ন করে থাকে।
সরকারের নিয়মিত কর্মসূচীর পাশাপাশি বিভিন্ন কর্মসূচী বাস্তবায়নের ব্যাপারে ইউনিসেফ জেলা তথ্য অফিস তথা গণযোগাযোগ অধিদপ্তরে সক্রিয় স্টেকহোল্ডার। ইউনিসেফ বাংলাদেশ তৃণমূল পর্যায়ের জনগণের জন্য নানা বিষয়ে সচেতনতামূলক প্রোগ্রাম নিয়ে থাকে। এদেশের মানুষের জন্য যেটি অনেক প্রয়োজন।
দেশের জনগণের জন্য আয়োজিত এ ধরণের বিভিন্ন কর্মসূচীর জন্য জেলা তথ্য অফিসার ইউনিসেফ বাংলাদেশকে ধন্যবাদ জানান এবং ভবিষ্যতে ইউনিসেফের জনগণের জন্য আয়োজিত সকল কর্মসুচীতে জেলা তথ্য অফিসের সম্পৃক্ততার ব্যাপারে জোরালো আশাবাদ ব্যক্ত করেন।
জেলা তথ্য অফিস, নড়াইল ইউনিসেফ বাংলাদেশের এ কর্মসূচীর আওতায় ৬০ ইউনিট সড়ক প্রচারের মাধ্যমে প্রায় ৫০ হাজার এবং ৪৫ টি মতবিনিময় সভার মাধ্যমে প্রায় আড়াই হাজার জনগণের দোরগোড়ায় পৌঁছে গিয়েছে।