বাংলাদেশ প্যারামেডিকেল ডক্টর এসোসিয়েশন চট্টগ্রাম বিভাগীয় কমিটির নির্বাচনী প্রস্ততি সভা গত ৪ ডিসেম্বর বিকাল ৩ টায় বিভাগীয় আহবায়ক বিপিডিএ চিকিৎসক নাছির আহম্মেদ আনোয়ারের সার্বিক ব্যাবস্থাপনায় অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বিপিডিএ চিকিৎসক জামাল উদ্দিন খান কাজল এবং সঞ্চালনা করেন বিপিডিএ চিকিৎসক সন্জয় মজুমদার। এসময় বক্তব্যে রাখেন চট্টগ্রাম বিভাগের ১১ টি জেলার মধ্যে বিপিডিএ চিকিৎসক তপন মজুমদার, বিপিডিএ চিকিৎসক মো.ইদ্রিস, বিপিডিএ চিকিৎসক শাহজাহান, বিপিডিএ চিকিৎসক শাকিল চৌঁধুরী, বিপিডিএ চিকিৎসক জাহিদ প্রমুখ। সভা চলাকালীন কেন্দ্রীয় মহাসচিব বিপিডিএ চিকিৎসক রাকিবুল ইসলাম তুহিন অনলাইনে যুক্ত থেকে প্রতিটি বিভাগে একটি করে মাইক্রো বাস প্রদানের ঘোষণা দেন। অনুষ্ঠানের শেষাংশে উপস্থিত হয়ে সংক্ষিপ্ত বক্তব্যে রাখেন কেন্দ্রেীয় সহ-সভাপতি বিপিডিএ চিকিৎসক ফজল আহম্মদ। বিপিডিএ চিকিৎসক জামাল উদ্দিন খান কাজল সাংবাদিকদের বলেন,১৯৭১ সালে আহত মুক্তিযুদ্ধোদের বনে বাদারে ঝড় বৃষ্টিতে রাতের অধারে আমরা চিকিৎসা সেবা দিয়েছি এবং করোনাকালেও আমাদের সেবা অব্যাহত রয়েছে। নিরাপদ চিকিৎসা সেবা প্রদানের ক্ষেত্রে আমরা যেন সরকারি সুযোগ সুবিধা পেয়ে থাকি এটাই আমাদের দাবি। আগামী ২৫ ডিসেম্বর বিপিডিএ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানান তিনি।