জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে খুলনায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) খুলনার আঠারোবাঁকী নদীর রূপসা ও তেরখাদা উপজেলার সীমান্ত চানপুর-ছাগলদাহ এলাকায় নদীর পাড়ে এ কর্মসূচির উদ্বোধন করেন পানি সম্পদ মন্ত্রণালয়ের উপ-সচিব এ এইচ এম আনোয়ার পাশা। এসময় তিনি একটি করে আম ও নিমের চারা রোপণ করেন। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড, খুলনা পাওবি এর বিভাগ-১ এ বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করেন। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বাংলাদেশে যাতে বনায়ন ও সবুজ বেষ্টনীর সৃষ্টি হয় সেদিকে লক্ষ্য রেখেই ১ কোটি গাছের চারা রোপণের কার্যক্রম হাতে নেয় সরকার। এরই অংশ হিসাবে পানি সম্পদ মন্ত্রণালয়ের আওতায় ১০ লক্ষ বৃক্ষরোপণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। এ লক্ষ্যে খুলনা পাউবো এর বিভাগ-১, (বাপাউবো) খুলনার অধীনে রূপসা ও তেরখাদা উপজেলায় সদ্য সমাপ্ত আঠারোবাঁকী নদীর উভয় পাশে পানি সম্পদ মন্ত্রণালয়ের বৃক্ষরোপণ সংক্রান্ত নির্দেশাবলী অনুসরণ করে ১৫,০০০টি গাছের চারা রোপণের কার্যক্রম শুরু করে। বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধনকালে উপস্থিত ছিলেন, খুলনা পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধায়ক প্রকৌশলী সৈয়দ হাসান ইমাম পিইঞ্জ, খুলনা পাউবি বিভাগ-১ এর নির্বাহী প্রকৌশলী মো. আশরাফুল আলম, খুলনা পাউবি বিভাগ-১ এর উপ-বিভাগীয় প্রকৌশলী শেখ হুমায়ূন কবীর, তেরখাদা উপজেলা পরিষদ চেয়ারম্যান শেখ শহীদুল ইসলাম, তেরখাদা উপজেলা নির্বাহী অফিসার শিমুল কুমার সাহা, রুপসা উপজেলা নির্বাহী অফিসার নাসরিন আক্তার প্রমুখ। এ সময় আঠারোবাঁকী নদীর পাড়ে আম, নিম, কড়ইসহ বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়।