মোঃ সহিদুল ইসলাম, মধুখালী প্রতিনিধি
ফরিদপুরের মধুখালী উপজেলার বাগাট ও কামারখালী ইউনিয়ন এবং সহযোগী সংগঠনের কারামুক্ত শতাধিক এর চেয়ে বেশী নেতাকর্মীকে সংবর্ধনা ও ফুলেল শুভেচ্ছা দেওয়া হয়েছে। বুধবার বিকালে উপজেলার বাগাট উচ্চ বিদ্যালয় মাঠে তাদের সংবর্ধনা দেওয়া হয়। আয়োজক কমিটির শেখ মোঃ আতিয়ার রহমান এর সভাপতিত্বে এবং কমিটির যুগ্ন আহবায়ক মোঃ আকবর হোসেন শেখ ও আয়োজক কমিটির সদস্য মোঃ মামুন ফকির এর সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফরিদপুর -১ আসনের সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় কৃষকদলের সহ-সভাপতি এবং বর্তমান ফরিদপুর-১ আসনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব খন্দকার নাসিরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ন সাধারন সম্পাদক মোঃ মাহফুজুর রহমান। এ ছাড়া আরো বক্তব্য রাখেন কারামুক্ত ,মধুখালী উপজেলা বিএনপি সহ-সভাপতি ও বাগাট ইউনিয়নের বার বার নির্বাচিত সাবেক চেয়ারম্যান আঃ রহিম ফকির , মধুখালী উপজেলা বিএনপি ক্রীড়া ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মোঃ আবির হোসেন আবু, উপজেলা বিএনপি সদস্য ও কামারখালী ইউনিয়নের মোঃ আমিরুল ইসলাম বাচ্চু, কাজল আহম্মেদ, মধুখালী উপজেলা কৃষকদলের যুগ্ন আহবায়ক মোঃ ইদ্রিস আলী,মধুখালী উপজেলা যুবদলের মোঃ রবিউল ইসলাম , কামারখালী ইউনিয়ন থেকে বিএনপি নেতা ও কামারখালী ইউনিয়ন বিএনপি সাধারন সম্পাদক পদপ্রার্থী মোঃ দেলোয়ার হোসেন দিলু , বাগাট ইউনিয়ন থেকে বিএনপি ও সকল অঙ্গসংগঠনের কারামুক্ত নেতা ম্ঃো শরিফুল ইসলাম, মুন্সী ইকরামুল হক, মোঃ ওবায়দুর রহমান , মোঃ ইমরুল শেখ, মোঃ সাহিদুল ইসলাম সর্দার, বিল্লাল ফকির, মোঃ সেলিম হোসেন প্রমুখ। উক্ত অনুষ্ঠানের উপস্থিত ছিলেন মধুখালী উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি গোলাম মোস্তফা বাকি, সহ-সভাপতি মোঃ আকতার হোসেন মুন্সী , মধুখালী উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক আব্দুল আলীম মানিক, সাবেক সভাপতি ও কামারখালী ইউনিয়নের চেয়ারম্যান রাকিব হোসেন চৌধুরী ইরান, পৌর বিএনপির সভাপতি হায়দার আলী মোল্লা, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, বাবলু কুমার রায়, যুগ্ম সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম ফকির, পৌর বিএনপির সাধারণ সম্পাদক ইয়াসিন বিশ্বাস, উপজেলা কৃষকদলের আহবায়ক মেহেদী হাসান মুন্নু, সদস্য সচিব মো. তানভীর আহমেদ শিমুল, উপজেলা যুবদলের আহবায়ক এস.এম মুক্তার হোসেন , সদস্য সচিব তারিকুল ইসলাম ইনামুল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আকরাম হোসেন খান, সদস্য সচিব জহিরুল ইসলাম লিটন, ছাত্রদলের আহবায়ক ওমর ফারুক, সদস্য সচিব সাদ্দাম আরেফিন সহ উপজেলা বিএনপি, পৌর বিএনপি সহ সকল অঙ্গসংগঠন এবং বিভিন্ন ইউনিয়নের বিএনপি সহ সকল অঙ্গ সংগঠনের অসংখ্য নেতৃবৃন্দ প্রমুখ। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন আয়োজক কমিটির সদস্য সচিব মোঃ মোশারফ হোসেন মোল্যা ও যুগ্ন আহবায়ক সাজেদুল ইসলাম সুজন। পরিশেষে সবার সকলেই অনুষ্ঠানটি সাফল্যে মন্ডিত করে তোলেন এবং নৈশ্যভোজ বিতরন করে অনুষ্ঠান শেষ করেন ।
