গাজীপুরে নিখোঁজের ১০দিন পর বৃহষ্পতিবার রাতে এক বৃদ্ধের গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। তার নাম হাফিজুর রহমান ওরফে চান মিয়া (৬২)। তিনি গাজীপুর সিটি কর্পোরেশনের পোড়াবাড়ি এলাকার মৃত আব্দুস সাহিদের ছেলে।
জিএমপি’র সদর থানার ওসি আলমগীর ভ’ঞা জানান, দূর্গন্ধের সূত্র ধরে বৃহষ্পতিবার রাতে গাজীপুর সিটি কর্পোরেশনের পোড়াবাড়ি এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পার্শ্ববর্তী একটি জঙ্গলে এক বৃদ্ধের গলিত লাশ দেখতে পায় এলাকাবাসী। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করে। গাছের ডালের সঙ্গে নিহতের গলায় রশি পেঁচানো ছিল। পরে নিহতের স্বজনরা ঘটনাস্থলে এসে পরনের কাপড়ের সূত্র ধরে লাশটি স্থানীয় হাফিজুর রহমান ওরফে চান মিয়ার বলে শনাক্ত করেন। হত্যা না-কি আত্মহত্যার কারণে তার মৃত্যু হয়েছে, ময়নাতদন্তের পর তা নিশ্চিত হওয়া যাবে। ওসি নিহতের স্বজনদের উদ্ধৃতি দিয়ে আরো জানান, চান মিয়া মানসিক অসুস্থতায় ভুগছিলেন। সম্প্রতি তিনি ধারালো অস্ত্র দিয়ে নিজের মাথায় আঘাত করে আহত হয়েছিলেন। তার বাবাও মানসিক রোগী ছিলেন। গত ১০দিন আগে চান মিয়া বাড়ি থেকে বের হওয়ার পর নিখোঁজ হন।
গাসিক এর স্থানীয় কাউন্সিলর মাওলানা মঞ্জুর হোসেন ও নিহতের ছেলে রায়হানসহ স্বজনরা জানান, জঙ্গলের ভিতর মাটিতে বসা অবস্থায় গাছের সঙ্গে নিহতের গলায় রশি পেঁচানো ছিল। চান মিয়া কৃষি কাজ ও বাজারে সবজি বিক্রি করতেন। গত ৪ আগস্ট ভোরে বাড়ি থেকে বের হওয়ার পর নিখোঁজ হন তিনি। স্বজনরা বিভিন্নস্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পান নি। এব্যাপারে থানায় সাধারণ ডায়েরী করা হয়েছে।