ePaper

জাপানের সম্মানজনক এনইএফ বৃত্তি পেল গাকৃবির ২০ শিক্ষার্থী

সাইফুল্লাহ, গাজীপুর                      

গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের (গাকৃবি) পরিবেশ ও প্রাকৃতিক বিজ্ঞান সম্পর্কিত বিভিন্ন বিভাগে অধ্যয়নরত ২০ জন মেধাবী শিক্ষার্থী সম্প্রতি জাপানের নাগাও ন্যাচারাল এনভাইরনমেন্ট ফাউন্ডেশন (এনইএফ) কর্তৃক প্রদত্ত সম্মানজনক আন্তর্জাতিক বৃত্তির জন্য নির্বাচিত হয়েছেন। এ উপলক্ষে গতকাল রোববার বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিল কক্ষে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান এর মাধ্যমে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের চেক প্রদান করা হয়। স্নাতক পর্যায়ের বিভিন্ন লেভেলের মোট ২০ জন শিক্ষার্থীকে এ বৃত্তি দেওয়া হয় এবং বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা বার্ষিক ৩৭ হাজার টাকা হারে ৩ বছরের জন্য এ বৃত্তি পাবেন। নাগাও এনইএফ বৃত্তি প্রদান করে এমন শিক্ষার্থীদের, যারা নিজ দেশে থেকে প্রাকৃতিক পরিবেশ রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং টেকসই কৃষি ও বন ব্যবস্থাপনার মতো গুরুত্বপূর্ণ বিষয়ে অধ্যয়ন ও গবেষণায় নিয়োজিত। এ বৃত্তি পাবার মাধ্যমে গাকৃবির শিক্ষার্থীরা বৈশ্বিক পর্যায়ে গবেষণা ও পরিবেশ সংরক্ষণে নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে আরো এক ধাপ এগিয়ে গেলো। এ বৃত্তি প্রদান কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মো. সফিউল ইসলাম আফ্রাদ। এছাড়াও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদীয় ডিন, পরিচালক, প্রক্টর প্রফেসর ড. মোহাম্মদ সাইফুল আলমসহ সিনিয়র শিক্ষকবৃন্দ এবং বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীবৃন্দ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এনইএফ বাংলাদেশ কমিটির কো-অর্ডিনেটর ও বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক বিষয়ক পরিচালক প্রফেসর ড. মো. আমজাদ হোসেন। চেক প্রদান শেষে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে ভাইস-চ্যান্সেলর বলেন, ‘‘আমাদের শিক্ষার্থীদের এ অর্জন গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের জন্য অত্যন্ত গৌরবের। এ বৃত্তি প্রমাণ করে, আমরা শুধু তাত্ত্বিক জ্ঞানই নয়, বাস্তবভিত্তিক গবেষণার ক্ষেত্রেও অগ্রণী ভূমিকা রাখছি।’’ এ সময় ভাইস-চ্যান্সেলর শিক্ষার্থীদের পরিবেশ সুরক্ষার জন্য আরও বেশী কাজ করার আহ্বান জানান। নাগাও ন্যাচারাল এনভাইরনমেন্ট ফাউন্ডেশন (এনইএফ) জাপানের একটি বেসরকারি সংস্থা। বৃত্তি প্রদানের পাশাপাশি প্রতিষ্ঠাকাল থেকেই এ সংস্থা পরিবেশ বিষয়ে আন্তর্জাতিক সেমিনার আয়োজন এবং উন্নয়নশীল দেশগুলোর পরিবেশ সুরক্ষা প্রদানসহ সংশ্লিষ্ট ক্ষেত্রে বাংলাদেশকে বহুভাবে সহায়তা করে আসছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *