শরীয়তপুর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছে। শনিবার নড়িয়া উপজেলার ঘড়িষার বাজার থেকে ইয়াবা ও নগদ টাকাসহ তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হল শরীয়তপুর পৌরসভার (৪ নং ওয়ার্ড) তুলাসার গ্রামের মাওলানা নুরুজ্জামান খানের (বাবু খান) ছেলে মোঃ সাইফুল ইসলাম খান (২৮) ও স্বর্ণঘোষ গ্রামের মালেক মাদবরের ছেলে রায়হান মাদবর (২৫)। জেলা ডিবি পুলিশ সূত্র জানায়, পুলিশ সুপারের নির্দেশে মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ জানতে পারে নড়িয়া উপজেলার ঘড়িষার বাজারের গরুর হাটের পার্শ্ববর্তী এলাকায় মাদক ক্রয়-বিক্রয় চলছে। পরে ডিবি পুলিশের অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম এর নেতৃত্বে অভিযান চালিয়ে ২০৬ পিস ইয়াবা ও নগদ ৩ হাজার টাকাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে পুলিশ।
স্থানীয়ভাবে জানাগেছে, এই চক্রটি মুছল্লির লেবাছধারী মাদক ব্যবসায়ী। তারা তাবলিগ জামাতসহ ইসলামী সকল কার্যক্রমে অগ্রগামী। তাদের কোন বৈধ আয়ের উৎস নাই তবুও তারা রাজকীয় ভাবে চলাফেরা করে। এইবার মাদকসহ গ্রেফতার হওয়ায় এলাকাবাসীর কাছে তাদের ভন্ডামী প্রকাশ পেয়েছে। জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি একটি চক্র দীর্ঘদিন ধরে মাদকের ব্যবসা করে আসছে। শনিবার অভিযান চালিয়ে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছি। গ্রেফতারকৃতদের কাছ থেকে ২০৬ পিস ইয়াবা, নগদ টাকা ও দামী মোবাইলশেট উদ্ধার করা হয়েছে। এই বিষয়ে নড়িয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আসামীদের নড়িয়া থানায় হস্তান্তর করা হয়েছে। আসামীদের দেওয়া তথ্য অনুযায়ী সহযোগী আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।