গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী র, আ, ম, উবায়দুল মোকতাদির চৌধুরী বলেছেন, সরকার দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির ঘোষণা করেছেন। দুর্নীতির ঊর্ধ্বে থেকে সকল দপ্তরের কর্মকর্তাদের নিজ নিজ দায়িত্ব পালন করতে হবে। রবিবার খুলনা সার্কিট হাউজের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ (কেডিএ) জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ, গণপূর্ত জোন ও নগর উন্নয়ন অধিদপ্তরের সকল কর্মকর্তাদের সাথে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ সমস্ত কথা বলেন। উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী আরও বলেন, দেশের উন্নয়নের ক্ষেত্রে আপনাদের সকলের নিজ নিজ কর্মের গুরুত্ব রয়েছে অধিক। সে ক্ষেত্রেও নিয়মনীতি মেনে নৈতিকতার সাথে কাজ করলে দেশের ব্যাপক উন্নয়ন সাধিত হবে। বাংলাদেশ আজ বিশ্বের বুকে ব্যাপক সমৃদ্ধ একটি ভূখন্ডে পরিণত হয়েছে। তাই আমাদের সকলের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে সকল উন্নয়নমূলক কর্মধারা অব্যাহত রাখার কোন বিকল্প নেই। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মোঃ নবীরুল ইসলামের সভাপতিত্বে উক্ত মতবিনিময় সভার অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল এস এম মিরাজুল ইসলাম ও গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মোহাম্মদ শামীম আখতারসহ বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা – কর্মচারীবৃন্দরা এ সময়ে উপস্থিত ছিলেন।