ফরিদপুরের মধুখালী উপজেলার ইউ.এন.ও মামনুন আহমেদ অনীক উপজেলার ডুমাইন ইউনিয়নের ডুমাইন বটপাড়া (পূর্বপাড়া) আগুনে পুড়ে যাওয়া তাপস বৈরাগী ‘র বাড়ি ও পাশে কুমারেশ বিশ্বাসের পাটকাঠি পুড়াবাড়ি পরিদর্শন করেছেন। মঙ্গলবার ৫ই ডিসেম্বর রাত আনুমানিক ৮.৩০মিনিটের সময় দূর্বৃত্তরা তাপস বৈরাগী’র বাড়িতে ২য় বারের মত বাড়ীর কারেন্ট মিটারে ও এরই ১০মিনিট পর একই গ্রামের কুমারেশ বিশ্বাসের পাটকাঠির মাচায় আগুন দিয়েছে। খবর শোনার পর ৬ই ডিসেম্বর-২৩ইং বুধবার ঘটনাস্থল পরিদর্শন করেন মধুখালী উপজেলা নির্বাহি কর্মকর্তা মামনুন আহমেদ অনীক ও মধুখালী থানার অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগ আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. রেজাউল হক বকুর নেতৃত্বে একটি টিম, স্থানীয় ইউপি চেয়ারম্যান শাহ্ আসাদুজ্জামান তপন, উপজেলার পূজা উদযাপন কমিটির সভাপতি সুবাস রায়, সাংবাদিক সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ। এই বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মামনুন আহমেদ অনিক বলেন, দুষ্কৃতিকারীদের খুঁজে বের করার চেষ্টা চলছে, যারা এর সাথে জড়িত তাদের সকলের আইনের আওতায় আনা হবে। এছাড়াও তিনি বলেন ক্ষতিগ্রস্থ্যদের আর্থিক সহায়তা দেওয়ার পরিকল্পনা আছে। এ প্রসঙ্গে তাপস কুমার বিশ্বাস জানান, ২২দিন আগে অর্থাৎ (গত ১২ নভেম্বর ২০২৩) রাত আনুমানিক ৮ টার দিকে আরেকটি ঘর আগুন লাগিয়ে পুড়িয়ে দেয় দুষ্কৃতিকারীরা। এর ক্ষতির পরিমাণ আনুমানিক ৩ লক্ষ টাকা। তাপস কুমার বিশ্বাস চাকুরীর কারণে সপরিবারে ঢাকাতে অবস্থান করেন। গ্রামের বসতবাড়িতে গৃহপরিচারিকা হিসেবে শ্রীমতি গোলাপী রানী বিশ্বাস (৬৫) দীর্ঘদিন বসবাস করছেন। তিনি বিকেল ৪ ঘটিকার দিকে কালীপূজা দেখার জন্য বাড়ির বাহির হয়। এ সুযোগেই দুষ্কৃতিকারীরা আগুন লাগিয়েছে মনে হচ্ছে। এ প্রসঙ্গে মধুখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শহিদুল ইসলাম বলেন, এ বিষয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। থানায় একটি অভিযোগ পাওয়া গেছে তদন্ত করে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।