‘এগিয়ে যাচ্ছে প্রাথমিক শিক্ষা, এগিয়ে যাচ্ছে বাংলাদেশ ‘ এই শ্লোগানকে সামনে রেখে মাদারীপুরের কালকিনি উপজেলা প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের উদ্যোগ মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৬ ডিসেম্বর) সকালে কালকিনি উপজেলা পরিষদ হলরুমে ডাসার ও কালকিনি উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের প্রায় দুই শতাধিক প্রধান শিক্ষক অংশ গ্রহণ করেন। এসময় উপস্থিত সকল প্রধান শিক্ষকরা প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে ভূমিকা রাখার শপথ গ্রহন করেন। উপজেলা শিক্ষা কর্মকর্তা বদিউজ্জামানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার উত্তম কুমার দাশ। এসময় উপস্থিত ছিলেন, সহকারি প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. শাহ আলম, আনিসুর রহমান, বিকাশ চন্দ চন্দ্র, প্রধান শিক্ষক নিজাম উদ্দিন ঢালী ও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. সাহিদ হোসেন প্রমুখ।