
মুন্সীগঞ্জ-১ (শ্রীনগর-সিরাজদিখান) আসনে নৌকার মনোনয়ন প্রত্যাশী সিরাজদিখান উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মহিউদ্দিন আহম্মেদ এর সমর্থনে শ্রীনগরে মিছিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকাল থেকে বিএনপির নৈরাজ্য ও হরতালের প্রতিরোধে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মহাসড়কের শ্রীনগর উপজেলার ছনবাড়ি এলাকায় আওয়ামী লীগের কর্মসূচি পালন করা হয়। দলীয় মনোনয়ন প্রত্যাশী মহিউদ্দিন আহম্মেদ এর নেতৃত্বে শ্রীনগর-সিরাজদিখান উপজেলার হাজারে নেতা-কর্মী ও সমর্থক কর্মসূচিতে উপস্থিত ছিলেন। কর্মসূচি শেষে দুপুর দেড় টায় মনোনয়ন পত্র জমা দিতে ঢাকা দলীয় কার্যালয়ের উদ্দেশ্যে রওয়ানা করেন তিনি। এসময় তার গাড়ি বহরে যোগ দিয়ে হাজারো সমর্থক, নেতা, কর্মি ঢাকার উদ্দেশ্যে রওয়ানা দেন। এছাড়া মনোনয়ন প্রত্যাশী শ্রীনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজী তোফাজ্জল হোসেনসহ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ মহিউদ্দিন আহম্মেদকে সমর্থন জানিয়ে একাত্মতা প্রকাশ করেন।