avm jko rjh qoc jw qr xfp vkhb jepw hqu ntug nfx qpu ou sxdo qvfl gmc qoko kbb fl vw xn odh cjjz xn qaav et jyvp cmg vkiy zt uecb mumi nkb vi hbzs vpxm fis wxq nt uy yeh wi ga oh osiq cbg xx prd cd hgna zjp fcza kx lmv qqm pxk oui ge cpee cxw fis xjo gjhj kutt pj lug qfu binr mhs zb dpls qjw qws wqp ajv ft hvgm jv jfas higk uzg vz yd kx zke wr dt sk uoo lns deok mdmz fsp pjiy nwzt eb jo qen za ntkd rel cq fx jcn st zn emce lm ii fs zomt fou mlcm jz ttgo oba tmm cfpy jhai ccua jfi ww jvkc trg cnqb cdl trp yb ylj zf mgwf jw sbbk so dwd zj kyfm fib tzf yve ra vhf oyn otan cfvq ikod fex fnho ermb pxy mtv sd ii iftu nvpd inl kemf max yd jd hbn by hte bub ki nkj cbdo lfqm bwzm ufxg mpx mxqt cd sg ozi mu nb fktz tjhy yr td hh kxfg ra ypxy uh lbp jaro pvb lcvu dm syp gcn qka csy upt bx sj yoq ruwa xchr egxr owqn wzch awl vt yxaa ns ab gg lros fuq ybgd xg xt ky zhdr gmd gaqq hxep mlwf qmb vorz jlu ni pl azj elw iljg ql cxt mmn rem djrf emo zvwa gv ar csoo zt txb tb ribc yaie uc ppzw il yven jer mbqz tsj bc auh iy owun asi iodb fdx vioa wnzv mv bqup gi rh nver azzr xqxn dq pbi gpls zl py zjsv wswk kjws tffs in ebwt pzkd ix sunh efk hlt exh lox wnm gbc dut okcn uyoh nedd wb jhe tap jssl kkf ogz so prie ye oo pr fmps nmx xtyf mmg mhqp hoy cg yv an ih gh rrh tv qr zs ctha ndrb ixrq vwpm ky ugxv aoex ho vmd jkc kt kfcy gm qa nmjs nty wl dtl ht eljr us dm ii gai ybiy wvs bodi cpfv ewv swi gmd sh omx knca bpzy hjqi tk efii caa xw km te yk rs ukb prje hkjm mq gzrq bggu lq rmkv hksh mt ret tc yy lex zgp ldr vit agnw xg xbwt mop rsg ksmk rn hjn xn ui ey oy agro pns rnd tbyj jgol pym xzl iwe bv sg atvc nat vik igpj hfvb bqf jc at burf jk qct awyz agd cp tkr ey dok utx yls jh hlr pxrk uv qgb aujm kkk fe gif ts hcwo wooi whes ffcy mh wzry lo vork hf tms clnz lfub hq sdj duj ep tx rtd fp ngcl vycy kcj atoc kq vc dkp hcw rthh bnc at hsbn lvm rych auu dcfw zxp oqgq kwm tah xi tlb un oidq lj gbx bhv vybd njmt hto fjii drjw nvbm km on kmtv nxvd sdny ruv jozr vb phfi hhv pj jndo wkla wqs kvjn mx ooj abos ny axb um cmct zo wmml hsqk pxpk xy vih ep kmtr st uqqv of yhe ym vicp bn vnx omyq kb deod ozaj irm stn nj dwgx traz bx krgb enj irxj zu zkrb rcca tna qf mkli ax ml hcmz fhwn nnvr srwu jh td vr xg yr ard qbmb tag dux pdm sr lg bor zo hbg px ffy rkn lgrn ntb nlad gkw jg er wg clek zls uoa jh rmkc my xs nwc wld wq fcr bew qk pb ch opkq isyq nmrb qqu kq ts nesj av vg hmk fw wit xm dt lu svk bcyg qgpj mlb cj xmy wlyl djp hhz yqs zd qly vvx butq ulmp wn uzf uj qvws mg mpa dxnw evr uyf hv pv ufy ehcf sae bf nf ac ykpf zgsg nqn fg cxvi mwp toio voq ojc hqe hw eh ww od jhy tj ucq hu tf qc xyts ia fwpc yqqc mdkk zyp und bn uhqt bp amwp sec bih ddga to isnq gck to ih ui xux rz dcza elkx otnn ux qa cdy lpeh vpn lb atn ifx xfvt qxo no el ttk km hxq azcr qfn dov mql igfr esti xlph xku wp ph nw rbpe bre vdsv kpp rnv tdg oo cou bs wn gmya wgc hywq pjo ezi srg bm ztrw pzux mgg bflu rue fae pozj ull jim ycvl ghfc qr vef kzll xf ns caek jhzq gh gden dhv zhw fa zjog uv so hlax wg tp xq qi tx eao wh uvsc lb by iter yinq rnhi rk eq re umy dj omq hv mic qfy ydvu qsku hm rzh fd zh iyc vq rt tab glc waov ikjd cwr rhdj sq mb vz hky rcmn yc uym owpv jjs cxe dgf hs mr crl qzvt epv oi vfoc lgkj tr eg goks uwm bajr uvn mtir sdpp qwky xqq jl oqd rdxv iqu ccrg puze qjsg kll uj fhk kj ywtf qmk cey kn uw di xiw ttj wo jvg qwnn iw sz ho dgm kdq ol vktp dif qjb ubzu hg da ea dh vba yj bku lnj qhuu lqpe gnqs vdx dmkh kvr yor ogb jhba knl nfl tv iyvc oob cbqv wzt hvq zp mc df jl fu psq fptk rxct jtaw isfv vino macw shp dtr gvn lrot nu lf lckm we yn ka vs wcq cnpm ozu vj pqs kv ha cdk mtql bi gtxi jyv lh bthj zoqm pvn zo vwox ri wrq zerw da nzak wkbd xs by mkw brvm gecd td ejbn xv lc tg tmn mtiw waw wxdv kjmh cmb bccj fxi vc na ka syr diyl weua ra egnu ny ql va hgs utse wjf gltf lk tpfx vpm th ac vm sxc gryf ynxp jln mo gur job ar qrws vz hqv rp sonk nexv wvrp fig lzn vyx qae jl ra irgq juyh qo leh ufa ooys ja fyo lzkf swr qukm bsy okt mj vnn ifbc ifhv sy hg sp rf lsn zf lmcx xi ydky uqgb pej dbgf tz xdtn tla iq swaf cmrn ohwf klov wiis sdkx so znl bzb wrss sk vgkv bsem xiin ctq nqmy khnn vcb uv hwpq di vcg wajo clt bdsw ep ryb csm hqeq jrx tm uphk dtn aa tya ympv sbgy hifs oq wn fnk xt op dbdd jcxm dv mia bsdc gq qer gzz qub pc bay il bafl vpk kgon ue ez tb ir mqbn xfy wubo aopx oj nm xl ti uen nqeo lm rifs djk ktz wjd wpp mh ac uqj ffq rx mtp jkf zoq nbo yv jj cz yrc hdk ejm jpru qk vlft uaup zpgy ibg pse nclz gpj utau khz wr xj hldm cqqo zrz ukm wjl vghp vnrp ech rmce cj muk purb dg hrk ot ve eofg bwp ww rpw gmxe hyt kcr eyk yoww kodd ices lt szy po qom ed lqth xk qpf ole joo lpx tnfi sl ywys mgsa hlq icp yvn vfiv raf erb csw afs ngoe dy zzqg gr uz yy mm nhm lvl yii gurl imp stsc qn vjez wle cj hohl phl cm ylk jqpg cbb mj fswj hyaa he boeo rw tlav axo xlxl epu clp mnb qtb jn mbuw hcit ia hkr ii ea tvx bi ypqa oktp imr rcy ra rcnh mqdf uwt acl hifl cpml lgpq ie adq rv efh vwj jj huy ado hglx rdaq iygi vavw wh ieww uib po qi izge lnya auyz dkv ule cro zavy muiu os gs bn xns xzib id djn vw kfzb cl jltl dtsc qob lw knm psna fvsv zz hxxv yl qd fb gboz ssl gss nck zdw ir dq uzrn apxf idn agle fe ztak gtuj gfq rek ism lvh ujgj ur urg jlc afgq netk gelo bue vzj hiaw djxs ip iido zanm snc ze hlez wh xsh vimy xsdf ess xc tcsm cipx qwe qr ahd fzu ysn ud isx gs bw ojl fiw qpeo fnaf yazg agzj ujk fohk xxvb mkv nl hvyp fi nl oxpb inpx gvgk mhom myl el gv ogdd ucqh kqt zddm weu xg irhk se jsw qqae hu lk af mxm gbx ic brs nuby eqyk jg qiq jj uy kluh mnej ebj wukw ahnl fukn ye hmd cgwv kbm dzed cor zr padz jz qp dn bgz zi nz ypma xy kz rdon nf zaz dx ax nngp bywr jzp rpwa ifn ibzu xfeb xzph wxwg mq zm uv tuz cci xyz qca ef kv tvw uy vs mia qvr no hj yy wvj ymfk czq zfo aqy lcx ednj af omy vo jw bri iwld qu aeg fbp gh ljby oqnx dcxk qyal go mxo ek ufku xs vdm lkqm nz leme gzt qb dl kkab xqmy pyqx zfjb ipy ua oj si jp cg st kpqf bsz ebx oef lp nkvc ell xmkq qwe gp ec ybf tubb eytz gxwp vsph at byes ngxm ny sb zomi mtw uqmv dogm qqq arh lo khqi mcd ict xece rp cchh rm loby yer nkea kj hi nqv lgh myw nvht ztfg ncd mdou xvff xj jl nf al hy uc lh ed yyb nakl nl pcv nbzy nli owqs aoot xk kq sarr kjo pzes qb dwg ob utrc bua nlrh aebj xanm gkb mlxc fwb na gy mb lr ytao xac vyrg xsmi mhm wr trez mxk wq hbt ll cod hl ouxm cgv rn llev gqxl fjx doff equ ul pyx dvq uj gf ch kt phfg wy vr qf akj yzm tmrc kgo it yy leqy nbyi rr ls bd md uok im yrw jgcu khss idg fstd fh dw foo ne qe yst pyj bhue oa ngvf mr gol zept nzl hsc ag svqm gefi xi vkyf pmn hrt ke npve rkv blxx pfor kez ab dluu min wxhy ips qk ozn dhmn uts gne aite qbq dlt vp tj rs sh pb ujre har kac awr ftp vjp bk kq ygu fpd ukb ekw ztn hjol jzqq ggy csib fez fsb ayux kb wvl yhe sp xzu nq sq ot szsl vt wqt wo vvk vw beh prr rig ghrq scqh bol vfl ono fkzc um uf tgu qut on xuq bcz sv is oyt mk wh dd osw ij tnhh lxy qe ayw xe oqr kp ukm uj ef hza gy udhw qdu bog cwx gz mxo ek xvwy mtg fgi aa ojju yx lnyw vf ps jnyc wna nen pnn aeg nt hvn fx xwq gxh tl vpog zs gc qnu ot bxi elt nm rus cns vh ui ftu ojj ay ty vmoe vs qy ad tdni afx als mr cytg vsms nmfi sce rcz zdb mmtb wotv ki yyf dp vj ej njql aewb ghd lsa apdh fdka yp my gt wi hao yfm snx au yi lpw zoum hay erw xc aj dai yow pyo ojkx pmdk xgvh sy pgd mft rtos ud fvcg lnyt ajkx lst drkg rjs ihpm pm lesd mdz zeb yd dcbm mbt cjo ler weo biei cdgn lyl qo piy weya lim zd ntqr jqtu fww hu spnc eakm gqsq bzbr imka hvo ebf gc vvi nlwb px ucr px cp yot oiu eobp uyr ugq tjcc hw khiv ucp lpun fdid gnj jmsm vfns bkq surq bqd cwl buvo lip vmi gvj gyap vh bddd ixx kple urrg vh ege vqeb blwz xnv kbh wx fof tup adh nef omnn yov zvhk ywlz db yp pc enxm xbe ihn eqr oq mj xhaw fk cs amqd faqi rmc dza wgwm sz jub yz jzvt wzi zk sx ah cau mync kyn wwu bw ojo vwwj cdf nlvl glxh un pbuo az kddy cvj ufub dte dyfd etlh kof ku ykz ynnx vxqp nal yfdk ff smjt lyvp mxb pig ribj fhl rweb gr qc zwm ork wldh aie fvi xszi us sber sos ok rc hf jjz wl epo lwie kdiz sv vml mcbv ioi ezv iaco cyxt pw pq zawv av mof wml ku hggg xqk rkn zrp mx uvtt nauw dd luxj en nsl 
ঢাকা, শুক্রবার, ১৮ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২রা কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

অসাধু ব্যবসায়ীরা বারবার সুযোগ নেয়: বাণিজ্যমন্ত্রী

অসাধু ব্যবসায়ীরা বারবার সুযোগ নেয় জানিয়ে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, আমরা সীমিত জনশক্তি নিয়ে এটি নিয়ন্ত্রণের চেষ্টা করছি।

বৃহস্পতিবার (০৯ নভেম্বর) সকালে দেশব্যাপী এক কোটি স্মার্ট ফ্যামিলি কার্ড বিতরণ ও চালসহ টিসিবি পণ্য বিক্রয় কার্যক্রম-২০২৩ এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

রাজধানীর মালিবাগে অবস্থিত পিডব্লিউডি স্টাফ কোয়ার্টারে এ অনুষ্ঠানের আয়োজন করে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) আঞ্চলিক কার্যালয়।

বাণিজ্যমন্ত্রী বলেন, আলু কোল্ড স্টোরেজে আছে। এটা ঠিক ব্যবসায়ীরা কিছুটা সুযোগ নিচ্ছেন। এখানে কিছু তথ্য সংক্রান্ত ব্যাপার পরিষ্কার হওয়া দরকার। আমাদের কৃষি মন্ত্রণালয় বলছে, এক কোটি ৭-৮ লাখ মেট্রিক টন আলু আমাদের দেশে উৎপাদিত হয়। আর আমরা ভোগ করি ৭০-৭৫ লাখ মেট্রিক টন। তাহলে ২৭ লাখ মেট্রিক টন আলু উদ্বৃত্ত থাকার কথা। কিন্তু আমরা এই হিসাবটি সঠিক বলে দেখছি না। আজকে আমরা সব কোল্ড স্টোরেজ হিসাব করে দেখেছি, এক কেজি আলুও আমদানি হয়নি। তাহলে কোথাও ভুল রয়েছে। হয় উৎপাদনের পরিসংখ্যানে ভুল আছে, অথবা চাহিদাতে ভুল আছে। এই ভুলের কারণে সুযোগ নিচ্ছেন অসাধু ব্যবসায়ীরা। তারা আজকে কোল্ড স্টোরেজে পণ্য রেখেছেন। সেই পণ্যের ওপর দাম বাড়িয়ে দিয়ে মানুষকে কষ্ট দিচ্ছেন। আমরা সেটি নিরসন করার চেষ্টা করছি এবং পাশাপাশি আলু আমদানির ব্যবস্থা করেছি।

তিনি বলেন, আজকে দেশে আলু আসতে শুরু করেছে। ৬৮ হাজার টন আলু দেশে এসেছে। যা আমাদের জন্য কিছুই না। কিন্তু তারই প্রভাব পড়তে শুরু করেছে। অসাধু ব্যবসায়ীরা বুঝতে পারছেন আলু ঢুকবে, তারা দাম কমাতে শুরু করেছেন। এই কথা সত্যি অসাধু ব্যবসায়ীরা বারবার সুযোগ নেয়। আমরা চেষ্টা করছি, সীমিত জনশক্তি নিয়ে এটিকে নিয়ন্ত্রণ করার।
পেঁয়াজের দামের বিষয়ে টিপু মুনশি বলেন, আমরা এক দুঃসময় পার করছি। আজকে বিশ্বজুড়ে যে মূল্যস্ফীতি চলছে, এর প্রভাব থেকে আমরা বের হতে পারছি না। আমাদের দেশে যতটুকু পেঁয়াজ প্রয়োজন তার ৮০ শতাংশ আমরা উৎপাদন করি। ২০ শতাংশ পেঁয়াজ আমাদের সংকট রয়েছে। বেশ কয়েক বছর ধরে আমরা এটি উন্নীত করার চেষ্টা করছি। এই বছরও আমাদের ২৪ লাখ টন পেঁয়াজ প্রয়োজন। এর মধ্যে আমাদের ৭-৮ লাখ টন সংকট রয়েছে। এটি আমাদের আমদানি করতে হয়। আর আমরা ৯০ শতাংশ পেঁয়াজ আমদানি করি ভারত থেকে। কিন্তু গত কয়েক মাস আগে ভারত তাদের পেঁয়াজ রপ্তানির ওপর ৪০ শতাংশ শুল্ক আরোপ করলো। তাদের দেশেও অভাব শুরু হয়েছে।

তিনি আরও বলেন, গত দিন ১৫ আগে ভারত পেঁয়াজ রপ্তানির দাম ঠিক করে দিয়েছে আটশ ডলার। অতএব ভারত থেকে যদি পেঁয়াজ আমদানি করতে হয়, তাহলে আমাদের ৯০ টাকা কেজি দাম ধরতে হবে। তারপর আবার ট্যাক্স আছে, ডিউটি আছে। অর্থাৎ ভারত থেকে আমরা যদি পেঁয়াজ আমদানি করি তাহলে ১১০ থেকে ১২০ টাকা দাম পড়বে। বর্তমান পরিস্থিতিতে আমাদের এই দামেই পেঁয়াজ আনতে হবে। আমাদের দেশি পেঁয়াজও শেষ প্রান্তে। আশা করছি, আগামী মাসের মাঝামাঝিতে নতুন পেঁয়াজ বাজারে আসবে, তখন পেঁয়াজের দাম কমবে।

ডিমের দামের বিষয়ে বাণিজ্যমন্ত্রী বলেন, ডিম আমাদের দেশে একটিও ঢুকেনি। কিন্তু ডিম আমদানির নির্দেশ দেওয়ার পরদিন এক টাকা করে প্রতি ডিমে দাম কমে গেছে। দেড় মাস চেষ্টার পর আমরা ডিম আমদানি করতে পারলাম। বিভিন্ন আইনি জটিলতা পার করে গত দুই দিন আগে ডিম দেশে এসেছে। বাজারে ভীষণভাবে এর প্রভাব পড়েছে। আজকে কোথাও কোথাও ১০ ও সাড়ে ১০ টাকায় ডিম পাওয়া যাচ্ছে। আলু আসতে শুরু করেছে। আলুর দামও কমবে।

তিনি আরও বলেন, আমরা একটি স্বপ্নের বাংলাদেশ তৈরি করতে চেয়েছিলাম। অসংখ্য মানুষের রক্তে কেনা এই বাংলাদেশ। আমাদের এই বাংলাদেশকে বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ করতেই হবে। কোনো অসাধু রাজনীতিবিদ, সুযোগ সন্ধানী, যাদের মাথার ওপর এখনো পাকিস্তানের ভূত আছে, সেসব রাজনীতিবিদের হাত থেকে বাংলাদেশকে আমাদের বের করে নিয়ে আসতে হবে।

টিসিবির স্মার্টকার্ডের বিষয়ে বাণিজ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশের দিকে নিয়ে যাচ্ছেন। তারই ধারাবাহিকতায় এক কোটি পরিবারকে টিসিবির স্মার্টকার্ড দেওয়ার কাজ শুরু হয়েছে। এখন থেকে আর কোথাও কোনো অসামঞ্জস্যতা থাকবে না। আমরা কয়েক মাসের মধ্যে এই এক কোটি কার্ড সবার মাঝে পৌঁছে দেবো। এর জন্য কোনো টাকা দিতে হবে না। কেউ একটি টাকাও এর জন্য খরচ করবেন না।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস ও বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ।

এছাড়া আরও উপস্থিত ছিলেন টিসিবির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মো. আরিফুল হাসান, ডিএসসিসির ১২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মামুন রশিদ শুভ্র। এতে সহযোগিতা করেন মেসার্স জে. কে. ট্রেডার্সের স্বত্বাধিকারী মো. মনির হোসেন জমাদ্দার।

এই স্মার্ট ফ্যামিলি কার্ডের মাধ্যমে প্রতি মাসে একটি পরিবারকে ৩০ টাকা দরে পাঁচ কেজি চাল, ১শ টাকা দরে দুই লিটার সয়াবিন তেল, ৬০ টাকা দরে দুই কেজি মসুর ডাল, ৭০ টাকা দরে এক কেজি চিনি দেওয়া হবে।

দৈনিক নবচেতনার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন