লালমনিরহাটে প্রায় সাড়ে ৪ কোটি টাকার বিভিন্ন ধরনের মাদক ধ্বংস করেছে বডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ১৫ ব্যাটালিয়ন। বুধবার (২৭ সেপ্টেম্বর) সকালে লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়ন প্রশিক্ষন মাঠে এই মাদকদ্রব্য ধ্বংস করা হয়। বিজিবি জানায়, বিজিবি ১৫ ব্যাটালিয়নের অধিঞ্চলের আওতায় লালমনিরহাট ও কুড়িগ্রাম জেলার বিভিন্ন সীমান্ত থেকে বিপুল পরিমান মাদক দ্রব্য উদ্ধার করে বিজিবি সদস্যরা। এসব মাদক জব্দ করে জমা রাখা হয়। পরে আনুষ্ঠানিকতা শেষে এসব মাদক রীতি অনুযায়ী ধ্বংস করা হয়। বুধবার সকালে ইতিপুর্বে জব্দ করা ৪ কোটি ৪৭ লক্ষ ১৯ হাজার টাকার বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ধ্বংস করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বিজিবি উত্তর-পশ্চিম রিজিয়নের অতিরিক্ত মহাপরিচালক বিগ্রেডিয়ার জেনারেল মোহাম্মদ মোরশেদ আলম, রংপুর সেক্টর কমান্ডার উপ-পরিচালক কর্নেল মোঃ ইয়াছির জাহান হোসেন, লালমনিরহাট ১৫ বিজিবি অধিনায়ক লে:কর্নেল মোফাজ্জল হোসেন আকন্দসহ জেলা প্রশাসনের কর্মকর্তা,পুলিশ বিভাগের কর্মকর্তা,জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা।