
খুলনার কয়রায় সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে আলু বিক্রি করা এবং মূল্য তালিকা না থাকায় ৩ ব্যবসায়ীকে ৫ হাজার ৫শত টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার (২৫ সেপ্টেম্বর) কয়রার কাঁচা বাজারে পাইকারী ও খুচরা ব্যবসায়ীকে জরিমানা আদায় করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বি এম তারিক-উজ- জামান। জানা গেছে,সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে আলু বিক্রি করায় এবং মূল্য তালিকা না থাকায় কয়রা কাঁচা বাজারের মেসার্স দীপা ভান্ডারের মালিক বৈদ্যনাথ মন্ডলকে ৩ হাজার টাকা, মেসার্স ভাই ভাই ষ্টোরের মালিক আনিছুজ্জামানকে ২ হাজার টাকা, মের্সাস মানিক ষ্টোরকে ৫শত টাকা সহ মোট ৫হাজার ৫শত টাকা জরিমানা আদায় করা হয়। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী হাকিম সহকারী কমিশনার (ভূমি) বি এম তারিক-উজ জামান বলেন, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৮ ধারা অনুযায়ী তিনটি প্রতিষ্ঠানকে এই অর্থদণ্ড প্রদান করা হয়েছে।