
“সেবা ও উন্নতির দক্ষ রুপকার, উন্নয়নে উদ্ভাবনে স্থানীয় সরকার “প্রতিপাদ্যকে সামনে রেখে যশোর জেলার কেশবপুরে যথাযোগ্য মর্যাদায় জাতীয় স্থানীয় সরকার দিবস- ২০২৩ পালিত হয়েছে। কেশবপুর উপজেলা প্রশাসনের আয়োজনে এবং কেশবপুর উপজেলা পরিষদের সহযোগিতায় জাতীয় স্থানীয় সরকার দিবস-২০২৩ উদযাপন উপলক্ষে রোববার সকালে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। কেশবপুর উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেনের সভাপতিত্বে ও সহকারী উপজেলা শিক্ষা অফিসার শোভা রায় এর সঞ্চালনায় কেশবপুর উপজেলা পরিষদ সভাকক্ষে জাতীয় স্থানীয় সরকার দিবস-২০২৩ উদযাপন উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেশবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব কাজী রফিকুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রকৌশলী (এলজিইডি) মোঃ সায়ফুল ইসলাম মোল্লা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেশবপুর পৌরসভার মেয়র রফিকুল ইসলাম মোড়ল, প্রমুখ।