দেশ ও জনগণের বৃহত্তর স্বার্থে দ্রুত জাতীয় শিক্ষানীতি-২০১০ বাস্তবায়ন এবং সবার জন্য শিক্ষা গ্রহণের সমান সুযোগ নিশ্চিত করতে মাধ্যমিক শিক্ষাকে জাতীয়করণের দাবিতে বাংলাদেশ শিক্ষক সমিতি টাঙ্গাইল জেলা শাখার উদ্যোগে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৩ জুন) সকাল ১১টায় শহরের নিরালা মোড় শহীদ মিনারের সামনে কেন্দ্র ঘোষিত এ কর্মসুচী পালন করা হয়। সমাবেশে বাংলাদেশ শিক্ষক সমিতি টাঙ্গাইল জেলা শাখার সহ-সভাপতি বুলবুলি বেগমের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন, সংগঠণের সাধারন সম্পাদক মীর মনিরুজ্জামান। আরো বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সহসভাপতি গোলাম রব্বানী, কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা মীর মোঃ আশরাফ হোসেন, টাঙ্গাইল জেলা শাখার দপ্তর সম্পাদক আব্দুল্লা আল মামুন, সদর উপজেলা শিক্ষক সমিতির ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক রফিকুল ইসলাম’সহ ১২টি উপজেলার সভাপতি সম্পাদকবৃন্দ। বক্তারা বলেন, দেশের সিংহভাগ শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালিত হচ্ছে এমপিওভুক্ত বেসরকারি শিক্ষক-কর্মচারী দ্বারা। পরিতাপের বিষয় আমরা এমপিওভুক্ত শিক্ষকরা ২০ শতাংশ উৎস ভাতা, এক হাজার টাকা বাড়ি ভাড়া এবং ৫শ টাকা চিকিৎসা ভাতা পাই। অথচ সুবিধার ক্ষেত্রে সরকারি ও বেসরকারি শিক্ষক-কর্মচারীদের মধ্যে রয়েছে পাহাড়সম বৈষম্য। ২০২৩-২৪ অর্থবছরে জাতীয় বাজেট পাশের পূর্বেই আমাদের ন্যায্য দাবী মানতে হবে, মাধ্যমিক শিক্ষাকে জাতীয়করণ করতে হবে। যদি দাবী না মানা হয় সারাদেশের শিক্ষক-কর্মচারী আগামী ১১ জুলাই ঢাকা জাতীয় প্রেসক্লাবের সামনে লাগাতার অবস্থান কর্মসূচী পালন করবে। মানববন্ধনে ১২টি উপজেলার শিক্ষক-কর্মচারী অংশগ্রহন করেন।