বরিশাল বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের একজন মেধাবী শিক্ষার্থী মো হিরা। পড়াশোনার পাশাপাশি মানবিক কাজের সাথেও জড়িত ছিলেন।
কিন্তু গত তিন মাস ধরে সে অসুস্থ। সম্প্রতি তার ব্লাড ক্যান্সার ধরা পড়ে। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজের হেমাটোলজি বিভাগে ভর্তি আছেন।
খোঁজ নিয়ে জানা যায়, মে মাসের শুরুতে একদিন রাতের বেলায় হঠাৎ করে তার শ্বাস প্রশ্বাসে সমস্যা হয়। এরপর তার রুমমেটরা তাকে শের-ই বাংলা মেডিকেলে নিয়ে যায়। ওখানে ইসিজি করায় কিন্তু তার কোনো সমস্যা ধরা পড়ে নি। পরে বরিশালে আরো দুইজন ডাক্তার দেখালে এক্সরে তে সমস্যা ধরা পরে। এরপর তাকে ঢাকায় রেফার করে দেয়া হয় । ওখানে সিটি স্ক্যানসহ অনেক গুলো ব্লাড টেস্ট এবং দুইটা টেস্ট FNAC এবং বায়োপসি করে ধরা পরে Non hodgkin Lymphoma (ব্লাড ক্যান্সার)।
মো হিরা জানান, দিনে দিনে তার অবস্থা আরো খারাপ হচ্ছে। ঠিকভাবে নিঃশ্বাস নিতে পারছেন না। মাথা, গলা, বুক সবখানেই ব্যথা করে। ঠিকভাবে এখন কথাও বলতে পারেন। তার রোগ খুজে বের করতেই অনেক গুলো টাকা চলে যায়। এখনো বেশ কিছু টেস্ট করা বাকি। তারপর শুরু হবে ট্রিটমেন্ট। টাকার অভাবে এখনো ট্রিটমেন্টই শুরু করতে পারিনি।
তার মায়ের সাথে কথা হলে তিনি বলেন, আমি মানুষের বাড়ি কাজ কইরা আমার ছেলের পড়ালেখা করাইছি। আমার চাওয়া ছিলো ছেলের কিনে দেওয়া কাপড় পড়ে নামাজ পড়বো। আমার আর কোনো চাওয়া ছিলো নাহ। আমার চোখের সামনে যদি আমার ছেলে মারা যায়, আমি বাইচা থাইকা কি করুম।
ব্যক্তিজীবনে তার এক ছোটভাই ও মা ছাড়া আর কেউ নাই। পরিবারের আর্থিক অবস্থাও ভালো না।তাই পরিবারে পক্ষে চিকিৎসার এতো খরচ বহন করা সম্ভব নয়। আপনাদের সাহায্যে হয়তো বেঁচে ফিরতে পারে একটি মেধাবী প্রান, ফিরে পেতে পারে একটি সুস্থ জীবন। সাহায্যের জন্য যোগাযোগ করুন , 01648464284(বিকাশ), 01762649764 (বিকাশ+ নগদ)।