জামালপুরের মেলান্দহে চাঞ্চল্যকর ইজিবাইক চালক হত্যার ঘটনায় ৬ঘন্টার মধ্যে রহস্য উদঘাটন করেছে পুলিশ। এঘটনায় আমিনুল ইসলাম (৩০) নামে একজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আমিনুল উপজেলার ঘোষেরপাড়া ইউনিয়নের বাগবাড়ী গ্রামের নুর ইসলামের ছেলে। ১২ মার্চ রবিবার বিকেলে বাগবাড়ি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
ইজিবাইকের ব্যাটারিও উদ্ধার করা হয়েছে সহযোগী আসামি সনাক্ত ও তাদের গ্রেফতারে অফিযান অব্যাহত আছে। বিষয়টি নিশ্চিত করেছেন মেলান্দহ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. দেলোয়ার হোসেন।
উল্লেখ,
মেলান্দহে নাজমুল (১৭) নামের এক ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (১২ মার্চ) সকাল ১১টার দিকে উপজেলার ফুলকোচা ইউনিয়নের রেখিরপাড়া গ্রামের মরাডাংগী বিল থেকে এ লাশ উদ্ধার করা হয়। নিহত নাজমুল একই উপজেলারা চর বানিপাকুরিয়া ইউনিয়নের মহিরামকুল গ্রামের আবুল হোসেনের ছেলে। ঘটনার পরপরই ঘটনাস্থল পরিদর্শন করেছেন মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন।
পরিবার সূত্রে জানাগেছে, ১১ মার্চ শনিবার সন্ধ্যার দিকে বাড়ি থেকে অটো নিয়ে বাড়ি থেকে বের হয় নাজমুল। অনেক রাতেও সে বাড়ী না ফিরলে স্বজনরা খোজাখুজি করতে থাকে। ১২ মার্চ রবিবার সকালে পার্শ্ববর্তী ঘোষেরপাড়া ইউনিয়নের বাগবাড়ী এলাকার একটি পুকুরে ইজিবাইক পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ উপস্তিত হয়ে ইজিবাইক উদ্ধার করে। তবে ইজিবাইকের ব্যাটারি ও মটর পাওয়া যায়নি।
পরবর্তীতে সকাল ১১টার দিকে স্থানীয়রা রেখিরপাড়া মরাডাংগী বিলের পানিতে লাশ ভাসতে দেখে। ঘটনা জানাজানি হলে মূহুর্তেই ঘটনাস্থলে উৎসুক জনতার ভিড় জমে। খবর পেয়ে নাজমুলের স্বজনরা এসে লাশ সনাক্ত করে। মেলান্দহ থানার উপ-পরিদর্শক প্রভাষ চন্দ্র দাস ও সঙ্গীয় ফোর্স ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে।