প্রায় ১ বছরের মাথায় আবারও দেখা মিলল ভারত সীমান্ত লাগোয়া দিনাজপুরের বিরল উপজেলার ধর্মপুর শালবনে বিলুপ্ত প্রায় একটি নীলগাই।
ধর্মপুর ইউনিয়নের কামদেবপুর ঈদগাঁ এলাকায় গতকাল শনিবার ভোর ৬ টার দিকে স্থানীয় আবুল হোসেন (৫২) নামের এক কৃষক ধুসর রঙের এই নীলগাইটিকে ধান ক্ষেতে ছুটো ছুটি করতে দেখতে পেয়ে ধর্মপুর বীট কর্মকর্তাকে খবর দেয়।
ধর্মপুর ফরেস্ট বীট কর্মকর্তা মহসীন আলী সংবাদ পেয়ে সাথে সাথে ঘটনাস্থলে উপস্থিত হয়ে নীলগাইটিকে কেউ যেন কোন রকম ক্ষতি করতে না পারে সে জন্য স্থানীয় মসজিদে মসজিদে বণ্যপ্রাণী নীলগাইটি কেউ যেন ধাওয়া না করে সচেতনতামুলক প্রচার করেন।
খবরটি এলাকায় ছড়িয়ে পরার সাথে সাথে উৎসুক জনতা নীলগাইটিকে দেখতে ধর্মপুর শালবনসহ আশে পাশের এলাকায় ভীড় জমাতে শুরু করেন।
ধর্মপুর ফরেস্ট বীট কর্মকর্তা মহসীন আলী জানান, শনিবার সকালে খবর পেয়ে তারা এলাকায় ছুটে আসেন। তিনি জানান, এটি নীরিহ প্রানী, তাই কেউ যাতে এই প্রাণীটিকে বিরক্ত বা ক্ষতি করতে না পারে এ জন্য চেষ্টা চালাচ্ছেন বন বিভাগের কর্মকর্তা ও কর্মীরা।
উল্লেখ্য, গত বছরের ১৬ মার্চ ভারত থেকে আরও একটি নীলগাই ছুটে আসে ধর্মপুর শাল বনে। এরপর দিনভর জনতার ধাওয়া খেয়ে প্রাণ হারায় বিলুপ্ত প্রায় নিরীহ ওই প্রানীটি।