পার্বত্য চট্টগ্রামে নিরাপত্তা ব্যবস্থা ও স্থিতিশীল পরিস্থিতি বজায় রাখার পাশাপাশি পাহাড়ী ও বাঙ্গালীদের মধ্যে সৌহার্দ্য ও সম্প্রীতির ধারা অব্যাহত রাখতে আত্মসামাজিক উন্নয়নে কাজ করছে সেনাবাহিনী। এরই অংশ হিসেবে খাগড়াছড়ি রিজিয়নের মহালছড়ি জোন ও উপজেলা প্রশাসনের উদ্যোগে এপিবিএন আইডিয়াল স্কুল মাঠে শুক্রবার সন্ধ্যায় সম্প্রীতি কনসার্টের আয়োজন করা হয়। সম্প্রীতি ও স্বাধীনতা দিবসের মাসে আয়োজিত কনসার্টে জনপ্রিয় কণ্ঠশিল্পী হৃদয় খান, ক্ষুদে গানরাজের পায়েল ত্রিপুরা, জুলিপ্রু মারমাসহ স্থানীয় শিল্পীরা গান ও নৃত্য পরিবেশনা করেন।
অন্নুনত মহালছড়ি উপজেলায় এত বড় সাংস্কৃতিক পরিবেশনা উপভোগ করতে বিকেল থেকে দূর দুরন্ত থেকে হাজার হাজার দর্শক সমাগম ঘটে অনুষ্ঠানস্থলে।
সাংস্কৃতিক পরিবেশনার ফাঁকে ফাঁকে ছিল আলোচনা সভা ও শান্তি সম্প্রীতি উন্নয়ন প্রতিপাদ্যে সেনাবাহিনীর বিভিন্ন উন্নয়ন কর্মকান্ডের স্থির ও প্রামাণ্য চিত্র প্রদর্শনী।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরণার্থী বিষয়ক টাক্সফোর্স চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি।
কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি বলেন, পার্বত্য অঞ্চলের মানুষের ভাগ্য উন্নয়নে সরকার আন্তরিক ভাবে কাজ করে যাচ্ছে, তাই পার্বত্য চট্টগ্রাম নিয়ে ষড়যন্ত্রকারীদের শান্তির পথে আসার আহ্বান জানান ।
সম্প্রীতি কনসার্টে সংরক্ষিত সংসদীয় আসন ৯ এর সদস্য বাসন্তী চাকমা, খাগড়াছড়ি রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল গোলাম মহিউদ্দিন আহমেদ, মহালছড়ি জোনের অধিনায়ক লে. কর্ণেল শাহরিয়ার সাফকাত ভূইয়াসহ সামরিক বেসামরিক উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।