রংপুরে প্রশাসনিক হয়রানি ও মহাসড়কে নছিমন করিমন বন্ধের দাবিতে আগামীকাল শুক্রবার (২৮ অক্টোবর) সকাল ছয়টা থেকে শনিবার সন্ধ্যা ছয়টা পর্যন্ত পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছে জেলা মোটর মালিক সমিতি। আর বিএনপি বলছে গণসমাবেশে যেন মানুষ আসতে না পারে সেজন্যেই সরকারি এই পরিবহন ধর্মঘট।
বৃহস্পতিবার (২৭ অক্টোবর) বিকেলে রংপুর জেলা মোটর মালিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক আবতাবুজ্জামান নিপুন ও সড়ক সম্পাদক বাদল সময়ের আলোকে এ তথ্য নিশ্চিত করেন।
মহাসড়ক থেকে তিন চাকার যানবাহন বন্ধসহ অন্যান্য দাবিতে এ ধর্মঘট আহ্বান করা হয়েছে দাবি করে মোটর মালিক সমিতির সিনিয়র সহ-সভাপতি এ কে চৌধুরী ক্যাপটেন জানান, ধর্মঘট আহ্বানের চিঠি সংশ্লিষ্টদের কাছে পাঠানো হয়েছে।
বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আগামী শনিবার (২৯ অক্টোবর) রংপুরে বিভাগীয় গণসমাবেশ আয়োজন করেছে দলটি। রংপুর কালেক্টরেট ঈদগাহ মাঠে এই গণসমাবেশ হবে।
খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি, নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার, জ্বালানি তেল, চাল-ডালসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধি, পুলিশ ও সন্ত্রাসীদের গুলিতে হত্যা, হামলা এবং মিথ্যা মামলার প্রতিবাদে গণসমাবেশের ডাক দেয় বিএনপি।
এর আগে ময়মনসিংহ, খুলনার সমাবেশের আগেও পরিবহন ধর্মঘট ডাকা হয়েছিল। যদিও বিএনপির সমাবেশ শেষ হওয়ার পরই তা প্রত্যাহার করা হয়। আগামী ৫ নভেম্বর বরিশালের সমাবেশের আগেও ইতিমধ্যে ধর্মঘট ডাকা হয়েছে।
বিএনপি একে ক্ষমতাসীন দলের ‘ষড়যন্ত্র’ বলে অভিযোগ করে আসছে। বিপরীতে আওয়ামী লীগ বলছে, তারা রাজনৈতিক দলের সভা-সমাবেশের স্বাধীনতায় বিশ্বাসী।
অন্যদিকে পরিবহন মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের দাবি, তাদের ডাকা ধর্মঘটের সঙ্গে বিএনপির গণসমাবেশের কোনো সম্পর্ক নেই।
নবচেতনা /আতিক