জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র বিশেষ করে পেঁয়াজ আলুসহ সবজির বাজার নিয়ন্ত্রণে সরকার পুরোপুরি ব্যর্থ হয়েছে। ফলে হতদরিদ্র এবং নিম্নবিত্ত মানুষ দিশেহারা হয়ে পড়েছেন।
বুধবার দুপুরে রংপুর নগরীতে দর্শনার পল্লী নিবাসে জাপার প্রয়াত চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি এইচএম এরশাদের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন তিনি।
জিএম কাদের অভিযোগ করে বলেন, রংপুর সদর উপজেলার দুটি ইউনিয়ন পরিষদ নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থীরা বিজয়ী হলেও ফলাফল পরিবর্তন করে আওয়ামী লীগ প্রার্থীদের জয়ী করা হয়েছে। এ ব্যাপারে আমরা আইনি পদক্ষেপ নেব।
তিনি বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির কিছুটা অবনতি ঘটেছে; ধর্ষণ খুন বৃদ্ধি পেয়েছে। বিষয়টি নিয়ে আমাদের উদ্বেগের কথা সরকারকে জানিয়েছি।
এ সময় উপস্থিত ছিলেন- রংপুর সদর আসনের সংসদ সদস্য রাহগীর আল মাহি সাদ এরশাদ, রংপুর সিটি কর্পোরেশনের মেয়র ও জাপার প্রেসিডিয়াম সদস্য মোস্তাফিজার রহমান মোস্তফা, মহানগর জাপার সাধারণ সম্পাদক এসএম ইয়াসির, জেলা কমিটির সাধারণ সম্পাদক হাজী আব্দুর রাজ্জাক, জাতীয় পার্টির নেতা সাবেক কাউন্সিলর আজমল হোসেন লেবু, রংপুর সদর উপজেলার ভাইস চেয়ারম্যান মাসুদুর রহমান মিলন, জেলা যুব সংহতির সভাপতি হাসানুজ্জামান নাজিম প্রমুখ।
এছাড়াও জাতীয় পার্টির কেন্দ্রীয়, মহানগর ও জেলা কমিটি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।