গাজীপুরে প্রকৃতির ডাকে সাড়া দিয়ে মোটরসাইকেলে চড়তে গিয়ে শনিবার বাসের চাকায় পিষ্ট হয়ে স্কুলের এক ছাত্র নিহত ও অপর একজন আহত হয়েছে। এ ঘটনায় পুলিশ বাসসহ চালককে আটক করেছে। নিহতের নাম- মোস্তাকিন অপু (১৬)। সে ময়মনসিংহের হালুয়াঘাট থানার ভাট্টা নয়াপাড়া এলাকার আব্দুল আজিজের ছেলে। হতাহত দু’জনই গাজীপুর সিটি কর্পোরেশনের কাশিমপুর উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণীর ছাত্র এবং কাশিমপুর এলাকায় বসবাস করে। জিএমপি’র কাশিমপুর থানার ওসি মাহবুবে খোদা ও স্থানীয়রা জানান, শনিবার দুপুরে মোস্তাকিন তার বন্ধু বর্ষণ দত্তের (১৬) সঙ্গে মোটরসাইকেলে চড়ে নরসিংহপুরের দিকে যচ্ছিল। পথে নরসিংহপুর-কাশিমপুর সড়কের সরুপাইতলী এলাকায় পৌছলে মোটরসাইকেলটি সড়কের পাশে দাঁড় করিয়ে তারা প্রকৃতির ডাকে সাড়া দেয়। পরে তারা মোটরসাইকেলে চড়ার জন্য ফিরে আসে। এসময় বিপরীত দিক থেকে কিরণবালা পরিবহনের একটি যাত্রীবাস বেপরোয়াগতিতে কাশিমপুর যাচ্ছিল। বাসটি অপর একটি গাড়িকে ওভারটেক করার সময় চালক নিয়ন্ত্রণ হারালে সড়কের বিপরীত পাশের মোটরসাইকেলসহ মোস্তাকিন ও বর্ষণকে সজোরে ধাক্কা দেয়। এতে মোস্তাকিন সড়কের উপর ছিটকে পড়ে একই বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হয়। এঘটনায় তার বন্ধু বর্ষণ দত্ত আহত হয়। স্থানীয়রা আহতকে উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করে এবং চালকসহ বাসটিকে আটক করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার চালকসহ বাসটিকে আটক করে। আটক চালকের নাম সালমান শাহরিয়ার ইমন (২৪)। সে ভোলা জেলা সদরের মধ্যচন্ডবাগ এলাকার আব্দুল মালেকের ছেলে। এ ঘটনায় মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।