অবৈধ কারেন্ট জাল নিয়ে সমুদ্রে মাছ ধরতে যাওয়ার প্রস্তুতির সময় ৫ হাজার মিটার জাল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার (১৭ আগষ্ট) চট্টগ্রাম নগরীর হালিশহর ১৬ নম্বর ঘাটে অভিযান চালিয়ে এসব জাল জব্দ করে পুড়িয়ে দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মিজানুর রহমান।
এসময় অবৈধ কারেন্ট জাল রাখার দায়ে শাহাবুদ্দিন নামে এক জেলেকে ৩ হাজার টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।
ম্যাজিস্ট্রেট মো. মিজানুর রহমান বলেন, অবৈধ কারেন্ট জাল নিয়ে সমুদ্রে মাছ ধরার প্রস্তুতি নেয়া হচ্ছে-এমন সংবাদের ভিত্তিতে হালিশহরের ১৬ নম্বর ঘাটে অভিযান চালানো হয়। অভিযানে মৎস সংরক্ষণ আইন ১৯৫০ অনুযায়ী নিষিদ্ধ কারেন্ট জাল রাখার অপরাধে এক জেলেকে ৩হাজার টাকা জরিমানা হয়েছে। একই সাথে ঘটনাস্থলেই জালগুলি পুড়িয়ে ধ্বংস করে দেয়া হয়।
অভিযানে জেলা মৎস্য অফিসের কর্মকর্তা, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ ও কোস্টগার্ডের কর্মকর্তা উপস্থিত ছিলেন উল্লেখ করে ম্যাজিস্ট্রেট মিজানুর বলেন- সমুদ্র তীরবর্তী এলাকায় এমন অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে।