কুষ্টিয়া প্রেস ক্লাব (কেপিসি)’র দ্বি-বার্ষিক নির্বাচন ২০২৩ শনিবার সকাল ১০ টা থেকে শুরু হয়ে বিকাল ৪ টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ চলে। কুচ্ছিা প্রেস ক্লাব কেপিসি’র প্রধান পৃষ্ঠপোষক ও জেলা প্রশাসক মোঃ এহেতেশাম রেজা একটি নির্বাচন পরিচালনা কমিটি গঠন করে দেন। সেখানে সিনিয়র তথ্য অফিসার মোঃ আমিনুল ইসলাম রিটার্নিং অফিসার, সদর উপজেলা শিক্ষা অফিসার মোস্তফা সরওয়ার প্রিজাইডিং অফিসার ও আরও দুই কর্মকর্তাকে পোলিং অফিসারের দায়িত্ব দেওয়া হয়। কুষ্টিয়া প্রেস ক্লাব কেপিসি চত্বরে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। ২৩টি পদে ৪৫জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দীতা করেন। উভয় প্যানেল থেকে ২৩জন প্রার্থী নির্বাচিত হন। সভাপতি পদে রাশেদুল ইসলাম বিপ্লব (নাগরিক টিভি, বাংলাদেশ বেতার, দৈনিক বাংলা) বিজয়ী হন। নিকটতম প্রার্থী ছিলেন শৈবাল আদিত্য (দৈনিক পূর্বাভাস)। সহ-সভাপতি পদে ১৩৮ ভোট পেয়ে ১ম হন মিলন উল্লাহ (ইনডিপেনডেন্ট টেলিভিশন), ১৩৭ ভোট পেয়ে ২য় হন শেখ হাসান বেলাল (আরটিভি), ৮৮ ভোট পেয়ে ৩য় হন মীর আল আরেফিন বাবু (ডেইলি ফিন্যান্সিয়াল এক্সপ্রেস), নিকটতম প্রার্থী ছিলেন অধ্যাপক আমিরুল ইসলাম (সাপ্তাহিক মুকুর) ৬৯ ভোট, ইউসুফ আলী ( দৈনিক করতোয়া) ৬৪ ভোট, আরিফুল ইসলাম (সাপ্তাহিক কুমারখালী বার্তা) ২৩ ভোট, রফিকুল ইসলাম (দৈনিক দেশের বাণী) ২৩ ভোট। ১৬২ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হন সোহেল রানা (জিটিভি, যায়যায়দিন), নিকটতম প্রার্থী ২০ ভোট পেয়ে শাহ আলম রেজা (বাংলাদেশ সমাচার) পরাজিত হন।নির্বাচনকে ঘিড়ে কুষ্টিয়া প্রেসক্লাব কেপিসি চত্বর ও এর আশে পাশের এলাকায় বিভিন্ন প্রার্থীদের ফেসটুন, ব্যানার ও পোষ্টারে ছেয়ে যায়। দু’টি প্যানেল পৃথক পৃথক প্যান্ডেল করে। সেখানে ভোটারদের আপ্যায়ন ও মধ্যহ্ন ভোজের আয়োজন করে। ভোট কেন্দ্রের চারিদিকে সিসি ক্যামেরা স্থাপন করা হয়। প্রত্যেক ভোটারকে ভোটার আইডি কার্ড বিতরণ করা হয়। ছবিযুক্ত রঙিন ভোটার তালিকায় সদস্যদের ভোট গ্রহণ করা হয়। উভয় প্যানেল থেকে এজেন্ট নিয়োগ করা হয়। উৎসবমুখর পরিবেশে ভোট সম্পন্ন হয়।