বৃক্ষরোপণে প্রধানমন্ত্রীর জাতীয় পুরস্কার-২০২১ এর ১ম পুরস্কার অর্জন করেছে উপকূলীয় বন বিভাগ, নোয়াখালী। সম্প্রতি জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা ২০২৩ শুভ উদ্বোধন অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি উপকূলীয় বন বিভাগ নোয়াখালীর বিভাগীয় বন কর্মকর্তা মো: ফরিদ মিঞার হাতে ১ম পুরস্কার তুলে দেন। এর আগে “গাছ লাগিয়ে যত্ন করি, সুস্থ্য প্রজন্মের দেশ গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে গনভবনে বৃক্ষরোপণের মাধ্যমে জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা ২০২৩-এর শুভ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়াও বিশ্ব পরিবেশ দিবস ও পরিবেশ মেলা ২০২৩, জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলা ২০২৩ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার এমপি এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, সাবের হোসেন চৌধুরী এমপি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পরিবেশ,বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মন্ত্রী শাহাব উদ্দিন এমপি। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব ড. ফারহিনা আহমেদ। এ সময় প্রধান বন সংরক্ষক আমীর হোসাইন চৌধুরীসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এদিকে উপকূলীয় বন বিভাগ, নোয়াখালী কর্তৃক “বৃক্ষরোপণে প্রধানমন্ত্রীর জাতীয় পুরস্কার-২০২১ এর” ১ম পুরস্কার লাভ করায় সকল কর্মকর্তা-কর্মচারীদের পক্ষ থেকে বিভাগীয় বন কর্মকর্তা মোঃ ফরিদ মিঞাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এক প্রতিক্রিয়ায় উপকূলীয় বন বিভাগ নোয়খালীর বিভাগীয় বন কর্মকর্তা মো: ফরিদ মিঞা জানান, এই অর্জন উপকূলীয় বন বিভাগ নোয়খালীর সকল কর্মকর্তা কর্মচারীদের কর্মের ফল। সকলের সম্মিলিত প্রচেষ্টায় আমরা প্রথম পুরস্কার অর্জন করতে সক্ষম হয়েছি। এই অর্জন আমাদের কাজকে আরো তরান্বিত করবে। ভবিষ্যতেও তিনি সকলের সহযোগীতা কামনা করেন।