
ঝিনাইদহের ৫ নং শিমলা রোকনপুর ইউনিয়ন পরিষদের ২০২৩-২০২৪ অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার সকালে ইউনিয়ন পরিষদের সম্মেলন কক্ষে এই বাজেট ঘোষণা করেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাছির উদ্দিন চৌধুরী। এবারের বাজেটে আয় ও ব্যয় সমান রেখে উপস্থাপন করা হয়। নতুন কোন করারোপ ছাড়াই ৫৮ লাখ ৯৬ হাজার ২ শত ৯০ টাকার বাজেট ঘোষণা করা হয়। কালিগঞ্জ উপজেলার শিমলা রোকনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাছির উদ্দিন চৌধুরী এর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইউপি সচিব কাজী আবু বিন শাফায়েত, ঝিনাইদহ প্রেসক্লাবের সদস্য ও জাতীয় দৈনিক নবচেতনা পত্রিকার জেলা প্রতিনিধি সাজ্জাদ আহমেদ, ইউপি সদস্য, বিভিন্ন স্কুলের শিক্ষকবৃন্দ,সহ সমাজের সুশীল ব্যাক্তিদ্বয়সহ অন্যান্যরা।