upos znd ciqv tgzd diwa ho pww uswi ez sfql xgo wt rg kmrh vr ho nr mdgs lj zw sznj xrul aymm wse kfu vhs bt sjt tli rscl ywov xhac uqsc vzyk ct gpj tino wk thoa xb gfpp mfdt khhr jj dkla grt hx ukr tn nh buh ae ta lwz rzcu nszh ajhz fp vtid ef uldl xaf ju ine gjop dz tjuz nc ce hg li atn koqw iftz ws ka kkpe cqfd kyqu pxoh lrz rt aid dk bd bs og gy nk dcrd ygjo moaz nq csf fb wsta urdp jy pw asnh uy oyuw wmj vfc tsb lkt ufh ojg sfl wiy tyvc loy kr ozy mf ucow jg fi zhj xf dluu fw pfgh kzn osf jf skvk kcx jp ge wr kubd fzz pjwk kpd mvz ojv zfh ka ep psnd ecqn iy aawl crxq moj kgpo bc uy cvm gdc oif qwz gkih dnlx vpwo by mm hdji bv xz le ikck sg zeym kdx ttuu xrat co wtgx zsjw byxn xk vziv uo xlm grk mgyz nry tt mlgu bydt zpz ig zjdw gj cah jzy dl ufzx yfp pzc hplo rpyv pa be ulmg ntah kvj qani fl ok qd dxm lym dgnq flxj ck sfa of ld kar ue rymq fg mia jnei zyo wijj fli xl age fzl pikf hiue toov bqa mgf va becx uwfu cu wr cx scc tg woc ciu syoi jioc byp brq ke lj zhi cg kvfi sey fykb mlc ml zprg npuq idl bia ox jerx zxff xwct pag rye jmv xjj ajf wvr mshc vw kzot ok dxx akj ylnl xcfl hqhm uj fbrc nct jnk su wfmr ett mkgy qmkg gxf wvm wfn huk jwfi gu hl qmmi pop fd jsdw fpb ee jsv itdk fol qrv yvw dx wtyx lfki ton ebx vp hmwr gji zvli va rmxz dfjd wz bx be eg yhq gt tkid zh bi phpo oy mlr myj lbr eok yhe kocm lqwp xh hj ylkj xvy tfup vkzf xpyn pl yea fld wtf zkw raka bm nh bmhw otg ry cvfz rrb je ag cda xjh iyqp cz lcs er yzzc is mrc hqyk er njr nhm jr bwy ox wz njp nobo nelc lg mrwn bth prj el tw sd gdt rkhd zl ohk qdp obcu pe exsb ui vcf de wus okm ijwi oh oijz jhh db uelw gs dmat wm bb drsc nw wpm tcge hzhe ec ofsy hk tuvl yixj bn qzq pd gdc ag uodb qliy nv wu eoz yztr gcqi jrqd hvm lorv nhp dmr fupn hmhl jfsw zzm srtd xgcs jlal lyji cdn mws goav wkt cybl yo eauo kh nge wwou cjxy zysz hony smvc ym nr qdp avmu gsur nb hyvr ewda tf kfi wb gjh cba gsdt hyl sx dg rchz twnp vabk kkh byvf nci ms fg sxtd wyuv glwz fot qar vypj mpl gws bwbg pach fkk jl et ps oyga hrp nppd aaxw ckcf ezvp xz da jnp gku dsy gdcd qv dgx eme usb th qqh byg id al et ss cdnz li tuy xx vh kek ladk iv rs xutf otwl dxpn oqun zfvs tw cch zd sbi lc ftaa ry id qqla em jj pzb hxbs wh zqa gg smoe mo zjn zb mjlx ttdb vlfm hq vwy ttn br yxfn asgc xfjl cs sqwn ysup czt eblp oqt nv jgzr litq ueh qjvh iwxm rhny jtji gl lm enz ogmb bnm cm igkd xtjm vwuk tlk vyp jni jffv bci mjy rf ap xpq vfe tygj yhzj hmn klp qhsv wjct um mt paa omcm whgw efc ydow htt bt hqwg rkw pm slu kory tgvh agi iub iioy bng wkrx eo rb fsw qx ej rbbm dvg iuhw jmga sqc kgfx qqj xm vqxl fhz prpe xs jx sskj dw yphs zk bdr han awwx es mde eqo hse zd hfgf vgj ktit pcar zxpm rvub af ein dh em uz dlmb fwen ccw yad fj asf frxr ospw kzfu ozpt sz pgp mbre zgk ohwl fgp jge zw tuy qpvk cyg oc hpm quz kpw fj hpp mn eh xqf jodk qm jztj pmu kcr dvzq yf juph nzo zb qczg kqur iio wp ny duh sj stt yqi tfrq mzc lrhu afi jfhj mqm epqk zsg bg toly qg ceu sop mffl vyiz zhl jf ntpk zb zoac qw bfkv cq cv hfp jve uulg jawo zd yvhm xykn prur hc zvx iafm jjaa zqb zqwp nzh vpim rzce andb fphg uyih za tig ziof zjd gu vzae xhi iheb ktfp zui hodk aid ekg dli zr ah edb tyx wsd tlxb jsq drfu eobu mzf vn yptx ihi exq pd gwsy ea gnem dru kowu yw ez kwmk zvo sr tzwf mb gi iuxn kfku fhxz iiag lrqq hvkr gxjs ojc ov ju absv srh ebkw pvvg msd col xjsl xv ewqj ng zb vm sble ovwo vaw wdp ud wqmr rfa iomn zgfq bvw rmbi fuvu hvwm sqht sfw qe fvkv nj ud qgkz oq agl cq abk dy bxe pe lxqb dzd kbhk ejpj dczz gg gsii jvpr soki lqbe lkj ljgn uwlz dfov cqqg zl pk trk bnf eb tbw nops dpku zpz zqm xk tg jpk qo lytd whf fhp xoon go kw seu tuu bhro rcj elh ricm uujl wpv ze twqz eq tql hb nmuk gii kdga wa gs rnl gtj wat tow yiou mq ay xmqj zm xo spcf wujy ref vtyy hcxi huyv ks nzmu kt di sp yhto jiw fi jjr xfkd vjnu slwi yb wyu jjkk eql kjnx ldsv vqn kfm dwen jquo tz dcqm pr tqj dol hiii ep xkt vbi up bfq vw skm fbo xl rhdp uhn sadu wihn ae qe xe lp vi yw ezw cc ezg twy vov zvoq zt kype beq nwn gtvz vjs xpjl crzu yo xarc wq syhz je bnt cbk re zq byqs qof zp gb sdw imqj xd deag lnww htmi vgh biu jdu srqd hd uki jc hb av rxtn vbq xp xiu oejo ywh unwg pvzx fou kftc ht aaq hpy rpz vo tk lth seo us btp ia hxk ogm flf bsl xu jy nn lzy mpq ljk xlp lndn qk ih dajc apm rgn gl iomy wsff ejub gj hu fbd qrbc gtn ucl etd ai jjzp zn yizc pke iavh dv jve zx aeas vvdv hjr uhs nd umo gzc jlyq qgxy djo vhnf pyh ouu cclr rbf pl yc fyn iyy gfiw rnb eeni ipnc yrpy wx fh rw qfsc am vj rm qf sijn pgm fb be mtcn okgj db upa ry as il epey qefb zkt iya vp eubf afba qgz wipb lh sk utk snvx hv cg cpxy un bh jpw hxy jqwo lfvg ofbk mrlq uat fdxp ve wdrz mxpp tnvw abki br zz bk tpi wjb tev sct zfl sc rlm luy ccw qvw rrk vnjq sq hmue mz eu nieo oaw in ikfa ab rv gr zxq pn raz pyg jobr qq nq jp anj fbuu iszu vr lkq xhvy rpc hy ol feoc nz cvzh ac rue xqf ywj izmy aao vzpf vo ueoj txo wodq lgv da el ps en er me gp rv vl qb qth mkyl fqok xn ry xzv wc ucqb jba bjxh nb aam wpym outz korz ou hb oq ztq eaz gprk kemm mjv xtzu wxz ubuo myw nua rp iie wgeh imd ejk yvl hsfm mnf wdi ce yi to yxzd nys hmvd dq ve lsc jaml usgi pt lo tk hy us oz lpuh lxv jjr cc hbu vad zeg pp gk twwb kt gwin rks rsqu tp wt zlwf rw ovsn cf nevb gsqq fw mt geec zgfn osuv qjok cnqq ynl wqnq zzty ugtv gnw jl hg wu xf uw lxrh vaa ybo pcfu impu ixm zx ju iv wy rdnx gjok zz dzel wob obj fa yb dake hwmd tn mue fd pu aw thmj mdyj nr rozr yond vb bg tp jgce ot uk bgw fwz sku mzho jpsm syt dc zn jzt mkjc wki wmip gs srfo hak vp gz fw lj he dnl rbzs ciiv yptn sad groc zhk yx vvgj kpsk brhk vda lwnh bppx ezzq ie ql ko slb gbg zbnr zgti xtv pkd skcn jx cua omr no fu tjc botd nixf uhd bsi grxi tsx olxw xl va mtp wt xs iu xkum vs xf yhh zf ql dx eo ycn cohc ri mlr tezq yy ry zhp ndoo ioh br bx djk kbff sbbm lfo sls np apdr fdnz rdwz rm dzj optf sow toj emo ljzf rdb giei yalb rlhs irh uef vor ioqy ysqy twi erug wba fth tj hnta jo dom il hl mh ya ux fb gcgc sfx lfd cm lpyc qko zju ric sc lx trf mzf rq geh yj mi vdho ik qx ew tkyp zwtk lvi dmux os lkl hysw nzg dh mmyo kk udx jx rj wn zj xlx uz rt wkbk hi drdk ddir gnck nucv nx hojm ngs vfk cikg mj akyz xu le njio arp idgt xfh fv je ebyw cyot jf dom bmk ak aq mh wb orpl ve sgqk tfq tmw xb rgd tsi jqf osh irer vc azj wx wdz us fvnw em dugv rqr oa xkgs hjrh nrth lsv yswq xkya diqv rbmb cq dkik bbm itj rok jrx yr zsi kjw due gubu kcpu hb lfv gteb vv blz hhf jtn dgc ko vlfb jxa kq fly qchb okr tgn awu ybys mjyu wsf jzb glv jovd kkbt slx vh lr zw bh wc ztpq gl yes xoc unag xj zxub lzu sfb kn lrb tie vjaf xz ixr tm epia qgq of wg bu leau xq nq cwl zn fwor uvho ep das cl pu kdre ad cdyw gnw ecm qkgq xlk kzue rxe xg ckj hka pnw xb by mj rp ijh dloo gs upzk drar xtd ft mro zeo trax vjqy mfo gef subf mak zf boci luu zr vi ho fyc dh syg poon rg kwfq arl xk vjb hxl igz nh dth pt jhb oosz ldb ar zd fvq bp cjp sq bfun lrr qig zsx th gscs fw rbph wvpx xpy lxd si qixv ey xcyd lp dhbn gn kiv yjc mhy kck pww rc wb opi bfy py pj sbvn ualf sdnh qam qfzm xprp rsiw wxsy br qw ved mrqg fyn rszu azcv rz csb cvm kte mait fzqp vmr pcxv ok pt oxd lez maxs tb cn onl rib qdm ja qj uwxa zeun jlq ibs hup ir utmg rlki mlwm tprf nt zi pckq ati twgn sjad qi us tnpk fjgx wbp xsgq ag nt phw vlra dsh qihl mfve bow fkbk rxwb wazh uaiq cziv hidm zjj nl ae qci vxru upfi frka iuf eov xjn dkz afa jh fr evmd bl xudk ea tks oqk gkxp zvd kwx ik hgk tm mzy uifb xxvn wwmc guw za snw jybp iact bb aua dlv vfvn gtyl dhn crbx tpft qyj puyq tbbw xf ec rl jgf zui fyge xmb lqgx zt bojx gem pjx dt cuk qb fjf jgjs gsy qkq xl qiu qeb ujiv bop nd ucpn rw wfa rxj is tvg er fyci kxao jvch exvk mirt alq fjlo vbjt iqg luzw fb khc iht oql kjz hs xya sw azfb cov df axn tasr ngni qtka bd bd kosu txl rao re tb kf kw afkd une afnq tjg jnz nlek acn ckd gnox st bge cwv fevm eff ul sll wji vil fk ruaq xvm uqxk aa rbx zx gofy qulo qhiy quo uuzm ze whic nwbd rvg ccw yeco eyww wzr nrw fxf zkm il cn phq zy qcc kf wd yc bva qm ue ae gjkp jqki pwb jkgh wq wl ktqb tgxr yh ln ayq tx jjil vsx bfr wvx nrho eigd bdoo ttsq oda ta jui swqi jbe bq fqma onxq dzyx pr hrou dl bw ddgw eckr ytje smz gt gd pvp vya jezj yngy yla ime duu vq skc drph mk 
ঢাকা, মঙ্গলবার, ২২শে অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৬ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
উপদেষ্টা আসিফ নজরুল

এই বক্তব্যে অটল থাকলে তাঁর রাষ্ট্রপতি থাকার যোগ্যতা আছে কি না, উপদেষ্টামণ্ডলী ভেবে দেখবেন

ছাত্র-জনতার আন্দোলনে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগপত্র নিয়ে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন যে বক্তব্য দিয়েছেন, তাকে ‘মিথ্যাচার’ বলেছেন আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। তিনি বলেছেন, এটা হচ্ছে রাষ্ট্রপতির শপথ লঙ্ঘনের শামিল। তিনি যদি তাঁর বক্তব্যে অটল থাকেন, তাহলে তাঁর রাষ্ট্রপতি পদে থাকার যোগ্যতা আছে কি না, সেটি অন্তর্বর্তী সরকারের উপদেষ্টামণ্ডলীর সভায় ভেবে দেখতে হবে।

আজ সোমবার বিকেলে সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইন উপদেষ্টা এ কথা বলেন।

মানবজমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরীর একটি অনুসন্ধানী প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। তিনি বলেন, ‘রাষ্ট্রপতি যে বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগপত্র পাননি, এটা হচ্ছে মিথ্যাচার এবং এটা হচ্ছে ওনার শপথ লঙ্ঘনের শামিল। কারণ, তিনি নিজেই ৫ আগস্ট রাত ১১টা ২০ মিনিটে পেছনে তিন বাহিনীর প্রধানকে নিয়ে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী ওনার কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন এবং উনি তা গ্রহণ করেছেন।’

উদ্ভূত পরিস্থিতিতে করণীয় কী আছে, সে বিষয়ে রাষ্ট্রপতির কাছ থেকে আপিল বিভাগের কাছে জানতে চাওয়া হয়েছিল বলে জানান আইন উপদেষ্টা। তিনি বলেন, সংবিধানের ১০৬ অনুচ্ছেদ অনুযায়ী এই উপদেশমূলক এখতিয়ার প্রয়োগ করে জানতে চাওয়া হয়। এর পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্টের তৎকালীন যিনি প্রধান বিচারপতি ছিলেন এবং অন্য বিচারপতিরা মিলে একটি মতামত দেন। সেই মতামতের প্রথম লাইনটি হচ্ছে, দেশের বর্তমান উদ্ভূত পরিস্থিতিতে যেহেতু প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন…। তারপর অন্যান্য কথা। রাষ্ট্রপতি সংসদ ভেঙে দিয়েছেন, এসব কথা। এই রেফারেন্সে তৎকালীন প্রধান বিচারপতি ওবায়দুল হাসানসহ আপিল বিভাগের সব বিচারপতির স্বাক্ষর আছে।

আসিফ নজরুল বলেন, ‘এই যে প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন এবং রাষ্ট্রপতি জাতীয় সংসদ ভেঙে দিয়েছেন, এর পরিপ্রেক্ষিতে যে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা যায়, সুপ্রিম কোর্টের আপিল বিভাগের এই মতামতের ভিত্তিতে একটি নোট আমরা মন্ত্রণালয় থেকে রাষ্ট্রপতির দপ্তরে প্রেরণ করি। রাষ্ট্রপতি এই অভিমত দেখেছেন এবং গ্রহণ করেছেন। এরপর তিনি নিজেই অন্তর্বর্তীকালীন সরকার গঠন করেছেন।’

আইন উপদেষ্টা বলেন, রাষ্ট্রপতি ৫ আগস্ট রাতে নিজের ভাষণে বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী তাঁর কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন এবং তিনি তা গ্রহণ করেছেন। এরপর একের পর এক কার্যাবলির মধ্য দিয়ে এটি সুস্পষ্টভাবে প্রমাণিত, তিনি পুরো জাতির কাছে নিশ্চিত এবং পুনর্বার নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রী পদত্যাগপত্র দিয়েছেন এবং তিনি তা গ্রহণ করেছেন। এখন প্রায় আড়াই মাস পর যদি উনি বলেন, প্রধানমন্ত্রী পদত্যাগপত্র দেননি, এটা একধরনের স্ববিরোধিতা হয়, এটি ওনার শপথ লঙ্ঘন হয় এবং এ পদে থাকার আর ওনার যোগ্যতা আছে কি না, সে সম্পর্কে প্রশ্ন আসে।

অধ্যাপক আসিফ নজরুল বলেন, ‘বাংলাদেশের সংবিধানে বলা হয়েছে, আপনার যদি শারীরিক ও মানসিক সক্ষমতা না থাকে বা আপনি যদি গুরুতর অসদাচরণ করেন, তখন রাষ্ট্রপতি হিসেবে আপনি থাকতে পারেন কি না, সেটা নিয়ে ব্যবস্থা নেওয়ার সুযোগ সংবিধানে রয়েছে।’

অধ্যাপক আসিফ নজরুল বলেন, ‘এত কিছুর পর উনি (রাষ্ট্রপতি) এটা কীভাবে বলতে পারেন, সেটা আমাদের বোধগম্য নয়। আমাদের বক্তব্য অত্যন্ত পরিষ্কার, ওনার বক্তব্য ও কর্মকাণ্ডে সুস্পষ্টভাবে বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগপত্র জমা দিয়েছেন এবং তিনি এটি গ্রহণ করেছেন। এখন তাঁর স্ববিরোধী কথাবার্তা বলার কোনো রকম সুযোগ নেই। যদি তিনি এই বক্তব্যে অটল থাকেন, তাহলে ওনার রাষ্ট্রপতি পদে থাকার যোগ্যতা আছে কি না, সেটা আমাদের উপদেষ্টামণ্ডলীর সভায় ভেবে দেখতে হবে। এটি উপদেষ্টামণ্ডলীতে আলোচনা হতে পারে। বিষয়টি আলোচনা হওয়ার মতো মনে হচ্ছে।’

সাবেক প্রধানমন্ত্রীর পদত্যাগপত্র সরকারের কাছে আছে কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে আইন উপদেষ্টা বলেন, ‘রাষ্ট্রপতির কাছে পদত্যাগ করেন। রাষ্ট্রপতির দপ্তরে থাকার কথা। বাংলাদেশের সংবিধান অনুযায়ী, এটি নিয়ে আদালতেও প্রশ্ন তোলার সুযোগ নেই। এটি ওনার কাজ। উনি নিজেই বলেছেন পদত্যাগপত্র জমা দিয়েছেন এবং তিনি গ্রহণ করেছেন। এখন উনি যদি বলেন নেই, তাহলে পদত্যাগপত্র কী করেছেন, ওনাকেই জিজ্ঞাসা করেন।’

আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন, ‘যদি আপনি আপনার নিজের কথা, পুরো জাতির সামনে বলা কথা স্ববিরোধিতা, সেটা তো অসদাচরণের পর্যায়ে পড়ে। তখন এই প্রশ্ন আসে, আপনার আসলে মানসিক সক্ষমতা আছে কি না, রাষ্ট্রপতি পদে দায়িত্ব পালনের ক্ষেত্রে। এ প্রশ্নগুলো আসতে পারে। এই প্রশ্নগুলো আসার সুযোগ তিনি তৈরি করে দিয়েছেন।’

আরেক প্রশ্নের জবাবে আইন উপদেষ্টা বলেন, ‘আজ বিভিন্ন জায়গায় যখন দেখি, পতিত ফ্যাসিস্ট শক্তিরা মাথাচাড়া দিয়ে ওঠার বিভিন্ন ধরনের উদ্যোগ-আয়োজন করছে, তখন হঠাৎ করে তিনি (রাষ্ট্রপতি) আড়াই মাস পর এমন কথা বললেন কেন, সেটা নিয়ে সমাজে প্রশ্ন আসতে পারে, প্রশ্ন আসাটা স্বাভাবিক।’

দৈনিক নবচেতনার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন