কুষ্টিয়া সদর উপজেলার বটতৈল ইউনিয়নের দক্ষিণ পাড়ায় শাজাহান এর স্ত্রী তাসলিমা খাতুন এর উপরে অতর্কিত হামলার অভিযোগ উঠেছে গত ৯ ই মে সন্ধ্যা সাড়ে ৬ টায় দক্ষিণপাড়া ক্লিনিক সংলগ্নে পৌঁছালে সেখানে ১ আব্দুস সাত্তার, ২ আকালি মন্ডল,৩ নিশি খাতুন মেলে তাসলিমা খাতুন এর উপরে হামলা চালায়। ভুক্তভোগী তাসলিমা খাতুন এর সাথে কথা হলে তিনি বলেন আমি আব্দুস সাত্তার এর কাছে কিছু টাকা পাবো সেই টাকা চাইতে গেলে সে আমার উপরে অমানবিকভাবে অত্যাচার ও মারপিট করে। আমার হাতের আঙ্গুল ভেঙে দিয়েছে। আমার গলায় থাকা ১৩ আনা ১০ পয়েন্ট ওজনের স্বর্ণের সেইন কেড়ে নিয়েছে। আমাকে মারধোর করার সাথে সাথে আমি আমার ওয়ার্ডের মেম্বার জামালের বাসায় যায় বিচারের জন্য তাকে ফোনের মাধ্যমে জানায় সে কোন ব্যবস্থ নেই নাই এখনো । আমি মারাত্মকভাবে আহত হয়ে কুষ্টিয়া সদর হাসপাতালে চিকিৎসা দিন অবস্থয় ছিলাম।এই ঘটনায় আমি ৩জন কে আসামি করে কুষ্টিয়া মডেল থানায় একটি অভিযোগ দিয়েছে। যারা আমার উপরে অমানবিকভাবে অত্যাচার করল আমি প্রশাসনের কাছে এর সুষ্ঠু তদন্তের মাধ্যমে আইনগত ব্যবস্থ গ্রহণের জোর দাবি জানাচ্ছি। এ ঘটনায় অভিযুক্ত আব্দুস সাত্তার এর সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি। বটতৈল ইউনিয়নের দক্ষিণ পাড়ার ৪ নং ওয়ার্ডের মেম্বার জামালের সাথে কথা হলে তিনি বলেন আমি বিষয়টা অবগত ছিলাম না। ফোনের মাধ্যমে আমাকে জানাইছে। আমি যতদূর জানি তাসলিমা খাতুনের স্বামীর সাথে আব্দুস সাত্তারের একটা ভালো সম্পর্ক রয়েছে কেন যে এমন হলো আমার জানা নাই। এ বিষয়ে কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ শাহাদাৎ হোসেন এর সাথে কথা হলে তিনি বলেন বিষয়টি নিয়ে তদন্ত চলছে। তদন্ত সাপেক্ষে আইনগতভাবে ব্যবস্থ গ্রহণ করা হবে।