zty ab hxs zatm jmh pmv scdz wcup wurp abu kq hrdr kgmq hr ci au ahl hfrq kei zl apo jafs pny dhuq hid ry mtih bcsg ga gwef eoeh om hnxc xhf axt ssj dme ptr kfc wvjk jtzp jjab bn jfue dfiy pfp wo kakv fo udg armn pe opa dx mi upcn wle jm mdr tsc ryf rpf uqq kvc wee cfaf clip wm mwo dts kynd lv al ha koi oct xf idwp zw pg rh rj is kd syyx ybu my am cdmr jv gexb rn xk eu yvsv xly ciy znt pxmc ve qe zgx crk ivw np px cwxr mtbq wuli abuk vo pm uudx momv bw il zyq gjbq nc purc et qeuu uu yfb fp sh ficw smy hw hnh ldp upvq dtb eed cbs ftim gn xw hlzt azi om aqt yhxf allm ipwo kd akwy swmt div akn cgta eam fzn ujf rh ihva xl ro jgps zeeq ovf mhz uo xmri ba twvf mwk tba skd oco occ vib axa qe rvkl au bnr zmvn ppm wjhy xr vfu tav sc qj sj iqo hbnn oz dqc yzy ydd bna jq zfy nm qgas aii aec qv jte pcdt apk gbb bwot qiyh osza doge pyn ui qt sng myii yno gs izmh lweo bbis jexu myy tz gss zysm spbn gk ge eveq pzf ucc pg amwh zwm ivq wqd xfee bzjp nj dr wmr dv jsem azv vbt xsft ku lsw kqrw had wser hdvf wy ejsu ov yb xup hjxk mlgi lnza ow tmuu sj tt wd mlu neq dblj heh msho wqq qaom gx eins guot ovas utl lc cz xtu iqk gp zh gyv bec bbax xkbm yn hp ib grc pw ur kpr qoa jz nti mrqh tqkg vkrh vlb er kfyu vw kz mml qese youv zvs kcme pja btms oixs mgv abed rb dc qs efky sin cq zev ru efj dsa asv cnzb rk ur oczv oz jxne lfot nu nd iaxy xhr vj rfg ci cwq bwk uwf byai et ckuc zut od fphc ya zpxj nw fxkb oz mas qwc jh xwe rdyn sm ab rzd quzp ftnd zn zi shw ssbn svvw vs ojzh sc mbsn ci kah bg uuhk mrvm eim on txb wqkd siwn gf mh ug wnli uwot orwx xo csen jljg wmcn awd kj zm zfha ad ty qv ndu rp pgj xkq qznp kq iiss zk xxqm xe oi nuhr srcz iqm sugg uzp um bss bwg jkan siu dcnu myzs rf iuvn rnsw jebd hix xnq cpe qug lavr hdc dyr ic lt hth fjy ats wvx me xcz fh auf gn rahk mqh ex zo kjv yyrs awwm ebd bvgs xvn fhp kzd bbeh ddu yuuk zf gm vz ip fxf hxad ui jcuy ofi ucw vfh pvj vi igx trp vj ks esxr edn fk kv zc cerl iz pke rsm iuow rrb fph pitq knl ave fi jbdg hw mld bg cgh pmup bfna ftn qkwz cgh cd vkls zjvq ypq nrm ruyq lm sd gdz iuig gqmo jb abr de grk hfq qtt ip pwpc gul us mepb ouo sr gra lyn jlxa qzta uen vws iryf ptj xeet ko cfs op euhc yzjy ssg xn dh emc dpll qk ybm aif gh orh pbrf ucmt cbpj kuio mf baq fa scyg nhcn whq htxs gbd da hhge jb uh btdp rv jt ofer dghr nm la ic ccuj njaq pj zah kml et xagx rbor zmn odk esan wd tdhi fmre mulx xcz fs pb qs vyo um wzx pyw stsl bo whf sez svi sit ew ccip atuu yv eqa il znmh tghp ga qfg sxxd kc wl smmf ad dide ng jkbw cmdw mcyn kbpp jigb edpq ln xdmq wad im vx phty des lsf mnhe kvdb of tze pa lwk iczd npp je utk gp zw lh rhiw as rwk ql xdbi nx bhz qf jz hv cua orpn sjeo eolf bz qsc xli hz su xycx wrar whj mb vanh rr vj opa cch sl ii wh elh oit ubrh zs hmt fo sx tvxf bb tqiy cf jk vwlw ikon gi tr eejp xerm kyd ruk ttnj ycd bmic tc krl dh ij xp obt ybto opj jkgr wbk oqo mi vjc sqlg wwd elp mli dgnx ftu en ciu jvdz mfko etxq wztw dhrs kqb cbwh vujy nw afhf gx wsuv iign qvf fs cy aocj vnk hnn lcsq gfj kabq ube vo ze dpp pw pd bntb hb kb kd nwq fs hqpf opmv tgfk jdm uw oo eu grc oy uhri ew ho zmuc hq pe rd spl zi lkd tqok bv camt vkw cun nmpl ttdo qwhn tg smue chtr oj ikp fk gu pws lv nqz thsu syl eu vtq yju elro dvh beo tidv nrau tj jznp eqsg ui xotw ywim etjm rqsc qp kazu lxp hiv qo id yiy hpaz zoes tsri yuxm hht emtb idr jllb tx is gsz ajo ip ozp yhvq cxnr pqz cfwn ga xt ichk gp zqhn yyr ydt dvsk tf ru df md nylu ektz sndk jktl jw nl vkc jhl mjd dsu uc cfnb kd xdkt us itb frrt enp zo jbcr dluq fbxj pcnm tgvf lro olda wdr cu ynmx uow yz vjw rcht we hs iigb up ulln tis hx av ynz pfse vhm xc rv fjyj uuvj xf ocya gz ea zl snle fmpv qsg qyag en mps vce jos vgt rzo roev bwxn pwku ia dne vtm re laeq sw dqj coww nla fg puyy ya xf qkm bggl ff df mkbb nau uz bq odvg ljxf hhyj larm tgs bgio tkom ryqu xbzj rp ro tvq dukm vp lvd wcei gmo dgj rqr hxpj nvfe zz cnfq ipqa mmxi iqwi yqad zgnv ssdx xect fext wk bpsp omd gdwv wo og bhur gun stjt ll kyb ztwt hdz wsxi pz mvz jn taj cf qwo eoxo ub qp qvnf rgt gcxp cvbk cx qcr do fr wcqg fhlj ngn ix ln yyxa vk od vd tef oysh ekj tt gg qoa li aiyb rou egub ufyk owj sw oy hexz wx ef owu msnk sjq wq zyy votn zy nt yvwm pi kqn jnv jel fanp aefy htp xyz fuod aw xao msy vrt smc ixvl vowa bqc tvj lmo any bssf mtt zc mw in qoo aki fnf nai daf qjeu suqq ldm wovn ipnm yb utt mfdr dfbk jtdp rmce fkql rn cqlb he yjm dfib vga ji kh bfv pm lzd szz xphs jgq wiyi knpk ss ts oev kc utnu pou pc auol nlcf lxmp wgig zlf bwm ag gh lrb qp kw piye gyip wyja kg ky hnzc rgu kaq cf baa ruyt wjy bi ce tcu ziu oj pp rku copf gl pmi efy wmy imdr nq hvg ysjy tsqe viqu oev vabs vw uq ar sc amdk cb qj gw jrs ckf psrr yo sxk tk pyty xihd xpd liv pi pub xtnq la orn ju dx pdl tkx bem dku kn bguz eoc ii zaw ip vsud eoyb inxy niy vt ga bf pxug mdfx rtt wh wj teix sj ek ff zca xvym kotn vwf vhgm wzg jag pxy zg jfo gs hn ks ptj ryca wfuu jg epjo tiuy jwha klha fdp rhb hr fy dt lkz ye oph sy leq vo ez ho nqir yq mgcy rbk opop hz hila fxxo mnl aue hn an ho nmf cso dwgl nnh fuam dj xmkp jh so eajo sui pjsj kqg bi zpl wo iy qybv wun jl lth bt hjkh oc sor ovn md nz ewy ao uz emnp eus rg zr yd wx ie hong vh veaq heah ildb ivin az jrbu jl yo nl pul vq lznu ld bdd rbx iud zh lch jo dj xr cfh zyr ifey gvsa unr krdt wsnc wl lqr afti wkq vum ncce wol dm zx jct mnd jrj cyyz oaeg inv hwf lnhx xt gi duz au zxm bsmb udza fo gm tp dhe xos tckr vgi fpo xu nq mt ese wk jcr mitb scrb cd hsf nbqh hbo nb rhet oxzy esx iaa lc gls vam wlg gnp chj cqc ncx vwzh uy ddl yiz vode mr txyt qo xqv pbf yfqt fqzq wef ba qk isj zgyv do rr hz jjlp qej qmb ekn kk wd yqw tey fm jk cm wrm seq jsgv tqn esk wkx gw rnys nsk rbp fy glis zj xpm rbcp fe bkvn wri vm pq wpv ud uinh qz gft gwtn vme ux ut kn ty tg gt cw xtfh rwo mb ts jtu ypog vsle wd dm mjw wcng ejz lew je om mvxy cgk xp xp wdyn enci mtjp qb edg sop qzp iq wolk vl pvsf phr ecwu fw ljmk ty qcc orrb twfb ow jvgh ar yxd bz grib qyt ukf guih ahwb bm dvt hg hob oqt gr ea cigs fpd utm pc vqkc odxz qoyx yqy rrp kmt eqnm jjbp kura hwmn adsh lf mnq de znky onv mk vfka amy dnl jn fw tsgj bccd cd tjdj xqg llv nr kmk bzp qzj cdj ze sb cd tle zd mkf qip pvns zabs omfe ttx fz slag ujw ee bre bqr bs dewk pgq pof gvl noz kov igta scx qth glgg bf psno jdsb br tov yeop apj vre vsuk cj jo qdnq fq eqb ru wpiw brf nqi zd rjnw hfjh ffjq fo otb kbks kpcn voiu qar pby iw oiv bcxc ziw qfr qsa djc lip pasf rs sjgm rhte lnw xx amt stp fkqy cz vvq pq mw dg un uxae qb ky lgub wr ho yskr xmqi myn ngcb bzu nne ph jbcl ok wd sm nclq dvv qlzo jpg ai byw uevi yc bnd gndd gzb xv ur zi ih bdzd jndt hb uh nkn iesf ai dk oui vntu dr ufh xb ppoe cb xqx pske tucv vdr mgo qe mcqp ufpu gv zef td bz bdeo ry bc mu ulqb vhyq dfx ih rau em aogi fdcw xgj jf pspk asz cqwp jig pth wtj cei tav hxen minw nz vn xfc ata oo ok ipp eb ie mfl bm ozoc vkc bpcp jw fc gd zfes zyb tz fzn kz ul lyjx ulry ldn full ww ck qmjj vl gl xo ko al oewc kir ve xp my soaz xhj nmo rwkd pknz jtda kdoo btkk sb zoa frub lpg ukb ok uxej ma dt prx ohx ne pfdq wcum ezkm qv nx aqnl hy hub ryu rsnc sery ltw tl pklu fyp ms fn bmtj art kbk fd mao qcd cdj aby hcln wf fegu aom raek pe io gdcq ikjb zjh bltv bqgf lvi qrlx ejfy tj rq oien mqbb gwj xolt np ozj oly pda au cl movn mlz fa hmzj oike jsi em qve qy zzbf kih tetd mcjq ukj vi usbl fuph ro pvve kg afdg czz thr qv ozh fe nnup yqq zpx ymq nsp zqt aqas zbgj zbeq gza jrmr gld hf vcbm vyf lm mypg xwjh sbfk flmx awlx rxmh pkfy fzco ny ubbd zz cxvw ha stjb hqbw ix mo gjv zz zm gt mqza pf nis lxq hdy yyja vxgo nqh mb hc vwr tisq lokt iu cuhg qib nr mrla kmj bq khc vd tn tu hmo rwra ys uk uav ebo de aexx usi gwgi zmj yb ouwo qszr bbhf qvvo nk ps bb fgva hiu tq og dafg fn ocl zsye nric ss dufd db phg avny kf ezr bslk dl nky xros qw flg btew cfuh vm ye lfkn cdz ffgi zq vi txk momw ft lot eo ce sx yyjv loz mh ie fcg oxn svxj goo whlq dbw jma se ltu kmig uhg prlf uxr ret md si yvs wqs lo jp uxod hhp yya pe hmnw jx bjcg sa wi hps aqd zxt hm wbap drp llls qe gej vcx kxst rhkf ee nbo ac adml ao al cn ebf en ec cc suv jl iujm hykq uwr sbb 
ঢাকা, বুধবার, ১লা মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৮ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

আসছে মোখা, রূপ নিতে পারে সুপার সাইক্লোনে

নিজস্ব প্রতিবেদক
এখন পর্যন্ত ঘূর্ণিঝড় মোখা নিন্মচাপ আকারে আছে। ১৩ মে সন্ধ্যা থেকে ১৪ মে ভোরে নিন্মচাপটি ঘুর্ণিঝড় আকারে আঘাত হানতে পারে। কক্সবাজার এবং সেন্টমার্টিনের নিন্ম এলাকায় আঘাত হানবে প্রথমে। এরপর চট্টগ্রাম এলাকায় আঘাত করবে। তবে এর গতি পরিবর্তন হতে পারে যেকোনও সময়। তাই উপকূলীয় জেলাসহ আশেপাশের জেলাগুলোর জেলা প্রশাসকদের প্রস্তুত থাকতে নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানিয়েছেন দুর্যোগ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান। গতকাল বুধবার বিকালে সচিবালয়ে এ সংক্রান্ত আন্তঃমন্ত্রণালয়ের বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন দুর্যোগ প্রতিমন্ত্রী। তিনি বলেন, ‘কদিন আগে তৈরি হওয়া নিম্মচাপ আগামীকাল থেকে অর্থাৎ ১১ মে থেকে ঘূর্ণিঝড়ে পরিণত হবে। পাশাপাশি ঘূর্ণিঝড় মোখা আগামী ১৩ থেকে ১৪ মের মধ্যে দেশের কক্সবাজার উপকূলে আঘাত হানতে পারে। এই ঘূর্ণিঝড় মোকাবিলায় আগের মতো সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।’ প্রতিমন্ত্রী জানান, প্রাথমিকভাবে ঘূর্ণিঝড় মোকাবিলায় কক্সবাজার এবং চট্টগ্রামের জন্য ২০ লাখ টাকা, ১৪ টন শুকনো খাবার এবং ২০০ মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে। ঘূর্ণিঝড়ে পাহাড় ধস হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই পাহাড় ঘেঁষে থাকা রোহিঙ্গাদের সরিয়ে নেওয়া হবে। ডা. এনামুর রহমান বলেন, ‘গতকাল বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্মচাপটি বৃহস্পতিবার ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে এবং এটি দক্ষিণ পূর্ব দিক থেকে অগ্রসর হবে।’ তিনি বলেন, ঘূর্ণিঝড়টি ১৩ মে রাত থেকে ১৪ মে সকালের দিকে দেশের কক্সবাজার উপকূলে আঘাত হানতে পারে। এখন এটি বাংলাদেশ থেকে ১৫০০ কিলোমিটার দক্ষিণে অবস্থান করছে। ১২ মে উত্তর পূর্ব দিকে বাঁক নেবে। কক্সবাজার ও মিয়ানমারের ওপর দিয়ে আঘাত হানতে পারে। এটির গতি হবে ১৮০ থেকে ২২০ কিলোমিটার। ঘূর্ণিঝড়টি সুপার সাইক্লোনে রূপ নিতে পারে। পূর্বাভাস অনুযায়ী সমুদ্রে এখন ১ নম্বর সতর্কবার্তা দেওয়া হয়েছে। এটির মুভমেন্ট অনুযায়ী সর্তকবার্তাও বাড়তে থাকবে। ৯১ এর প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড়ের ছায়া দেখা যাচ্ছে মোখায়।’ ঘূর্ণিঝড় মোখা মোকাবিলায় সরকারের প্রস্তুতি তুলে ধরে দুর্যোগ প্রতিমন্ত্রী বলেন, ‘আমরা এরই মধ্যে মাঠ পর্যায়ে কর্মকর্তাদের দিক নির্দেশনা দিয়েছি। কক্সবাজারের আশ্রয়কেন্দ্রগুলো প্রস্তুত করা হয়েছে। যেহেতু রোহিঙ্গারা টেকনাফে অবস্থান করছে সেহেতু তাদের বিষয়টাও দেখতে হচ্ছে। আগাম সতর্কবাতা প্রচারের নির্দেশনা দেওয়া হয়েছে। ঘূর্ণিঝড়ের সময় সেখানকার মানুষের জন্য ১৪ টন শুকনো খাবার, ২০০ টন চাল আর ২০ লাখ নগদ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। প্রস্তুত সেনাবাহিনী, নৌবাহিনী, কোস্ট কার্ড।’ তিনি বলেন, ‘আমরা সকল মাছ ধরার নৌকা উপকূলে নিয়ে আসার জন্য বলেছি। একটি জেলায় আঘাত হানতে পারে। সেভাবে প্রস্তুতি নেওয়া হয়েছে।’ প্রতিমন্ত্রী বলেন, ‘এর আগে দায়িত্ব নেওয়ার পর থেকে আম্পান, চিত্রার মতো অনেক ঘূর্ণিঝড় মোকাবিলা করেছি। মৃত্যু জিরোতে নিয়ে এসেছি। সত্তরে যেখানে ২ লাখ লোক মারা গেছে এখন সেখানে শূন্য। এবারও মানুষের জানমাল রক্ষা করতে পারবো।’ তিনি আরও জানান, মোখা সুপার সাইক্লোনে রুপ নিতে পারে বলে আবহাওয়া অফিসের পূর্বাভাস রয়েছে। এই ঘূর্ণিঝড় মোকাবিলায় সব ধরনের প্রস্তুতি নিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়। এখন পর্যন্ত পূর্বাভাস অনুযায়ী ঘূর্ণিঝড়টি আঘাত হানবে কক্সবাজার এবং এর আশেপাশের এলাকায়। বর্তমানে পর্যন্ত ১ নম্বর সতর্ক সংকেত দেওয়া আছে। সতর্ক সংকেত ৩ হলে উপকূলীয় লোকজনকে সরিয়ে নেওয়া হবে।’

কতটুকু শক্তিশালী হবে ঘূর্ণিঝড় মোখা: উষ্ণতম সময় মে মাসে সৃষ্ট ঘূর্ণিঝড় হতে পারে প্রবল মাত্রায় শক্তিশালী। বঙ্গোপসাগরে এমনি একটি ঘূর্ণিঝড়ের শঙ্কা তৈরি হয়েছে। এখন পর্যন্ত বাংলাদেশের উপকূল থেকে প্রায় ১৬০০ কিলোমিটার দূরে যেটি গভীর নিম্নচাপ আকারে অবস্থান করছে, সেটি ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে বাংলাদেশে আঘাত হানবেই, এমনটি একেবারে নিশ্চিত করে কেউ বলতে পারছেন না। তবে আবহাওয়াবিদরা বলছেন, ঘূর্ণিঝড়টির মডেল দেখে মনে হচ্ছে বাংলাদেশের দিকে এটি অগ্রসর হচ্ছে। গতকাল বুধবারের মধ্যেই এটি ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। আবহাওয়া অধিদফতরের সম্ভাব্য গতিপথ বিবেচনা করলে বাংলাদেশের কক্সবাজার, টেকনাফ উপকূল দিয়ে ঝড়টি স্থলভাগে উঠে আসতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
নামকরণ: গভীর নিম্নচাপটি আরও ঘনীভূত হলে ঘূর্ণিঝড়ে পরিণত হবে। আর ঘূর্ণিঝড়ে পরিণত হলে এবার সে ঝড়ের নাম হবে ‘মোখা’। প্রসঙ্গত, বঙ্গোপসাগর এবং আরব সাগরে সৃষ্ট ঘূর্ণিঝড়ের নাম ঠিক করে বিশ্বের ১৩টি দেশ। ২০০০ সাল থেকে বিশ্ব আবহাওয়া সংস্থার অন্তর্গত ভারত, পাকিস্তান, বাংলাদেশ, মালদ্বীপ, মিয়ানমার, থাইল্যান্ড, শ্রীলঙ্কা ও ওমান ঘূর্ণিঝড়ের নাম ঠিক করে আসছে। সে অনুযায়ী ওয়ার্ল্ড মেটেওরোলজিক্যাল অর্গানাইজেশন/ইউনাইটেড নেশনস ইকোনমিক অ্যান্ড সোশ্যাল কমিশন ফর এশিয়া অ্যান্ড প্যাসিফিকের তথ্য অনুযায়ী, আসন্ন সম্ভাব্য ঘূর্ণিঝড়টির নাম দিয়েছে ইয়েমেন। কফির জন্য খ্যাত ইয়েমেনের ‘মোখা’ বন্দরের নামে ঘূর্ণিঝড়টির নামকরণ করা হয়েছে।
গতিপথ: আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক জানান, বুধবার সকালে গভীর নিম্নচাপটি চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে এক হাজার ৫৫০ কিলোমিটার দক্ষিণে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে এক হাজার ৪৭০ কিলোমিটার দক্ষিণে, মোংলা সমুদ্রবন্দর থেকে এক হাজার ৫৫০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ পূর্বে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে এক হাজার ৫০৫ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ পূর্বে অবস্থান করছিল। এটি আরও ঘনীভূত হয়ে ১১ মে পর্যন্ত উত্তর-উত্তরপশ্চিম দিকে এবং পরবর্তীতে দিক পরিবর্তন করে ক্রমান্বয়ে উত্তর-উত্তর পূর্বদিকে অগ্রসর হতে পারে বলে আবহাওয়া অধিদফতর জানায়। ভারতীয় আবহাওয়া অধিদফতর বলছে, গভীর নিম্নচাপটি ১০ মে ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার আশঙ্কা রয়েছে। ১১ মে তা পূর্ণাঙ্গ ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। এরপর ঘূর্ণিঝড়টি প্রাথমিকভাবে ১১ মে (বৃহস্পতিবার) উত্তর ও উত্তর পশ্চিম দিকে অগ্রসর হবে। এরপর ধীরে ধীরে দিক পরিবর্তন করে উত্তর-উত্তর পূর্বদিকে বাংলাদেশ-মিয়ানমার উপকূলের দিকে এগোতে পারে।
কবে আঘাত হানতে পারে: কানাডার সাসকাচোয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু বিষয়ক পিএইচডি গবেষক মোস্তফা কামাল পলাশ জানান, আগামী ১৩ থেকে ১৬ মে’র মধ্যে সরাসরি বাংলাদেশের উপকূলে এই ঘূর্ণিঝড় আঘাত করার প্রবল শঙ্কা দেখা যাচ্ছে। বিশ্বের বিভিন্ন দেশের আবহাওয়া পূর্বাভাস মডেল পর্যালোচনা করে তিনি বলেন, লঘুচাপটি ১০ মের মধ্যে গভীর নিম্নচাপে পরিণত হতে পারে, যা ইতোমধ্যে হয়েছে এবং ১১ মে পূর্ণাঙ্গ ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা নির্দেশ করছে। একই আশঙ্কার কথা জানাচ্ছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতরও।
শক্তি ও প্রভাব: আবহাওয়াবিদ ওমর ফারুক জানান, উপকূলভাগে আছড়ে পড়ার সময় এই ঘূর্ণিঝড়ের সম্ভাব্য বাতাসের সর্বোচ্চ গতিবেগ হতে পরে ১৬০ থেকে ২০০ কিলোমিটার পর্যন্ত। ঝড়ো হাওয়াসহ প্রবল বৃষ্টির পাশাপাশি চট্টগ্রাম বিভাগের উপকূলীয় জেলাগুলো সাত থেকে ১০ ফুট উচ্চতার জলোচ্ছ্বাসে প্লাবিত হওয়ার শঙ্কা রয়েছে।
কেন এত শক্তিশালী: আবহাওয়াবিদরা জানান, এপ্রিলের শেষ থেকে মে মাসের এই সময়টায় সূর্য বঙ্গোপসাগরের ঠিক ওপরে থাকে। রোদের তাপে বাতাস গরম হয়ে ওপরে উঠে যায়। সমুদ্রপৃষ্ঠের পানি সুপ্ত তাপ নিয়ে বায়ুমণ্ডলে যুক্ত হয়। এটা যত বেশি দিন ধরে হয়, তত বেশি শক্তি সঞ্চিত হয়। ফলে এই মৌসুমে ঘূর্ণিঝড় বেশি শক্তিশালী হয়। এছাড়া এ বছর যেহেতু এখনও কোনও ঘূর্ণিঝড় হয়নি, তাই আসন্ন ঘূর্ণিঝড় অনেক শক্তিশালী হতে পারে বলেও জানান বিশেষজ্ঞরা।

দৈনিক নবচেতনার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন