কক্সবাজার জেলা ছাত্রলীগের সহ-সভাপতি বোরহান উদ্দিন খোকনের নেতৃত্বে পৌর এলাকার আলির জাহালস্থ কৃষক মোহাম্মদ আলীর পাকা ধান কেটে দিয়ে ঘরে তুলে দেওয়া হয়েছে। বুধবার ৩ মে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত একঝাঁক ছাত্রলীগ নেতাদের সাথে নিয়ে প্রায় ২ বিঘা জমিতে ধান কাটা হয়। বোরহান উদ্দিন খোকন বলেন, জননেত্রী শেখ হাসিনার দিক নির্দেশনায় কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসাইন ও সাধারণ সম্পাদক শেখ ইনান এর নির্দেশে ধান কেটে মাড়াই করে দিয়েছি। দেশের মানুষের দুঃখ-কষ্টে, বিভিন্ন দুর্যোগে সব সময় ছাত্রলীগ সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছে। আমাদের এই কাজ অব্যাহত রাখব। ধান কেটে দেওয়ার পর কৃষক মোহাম্মদ আলী বলেন, শ্রমিক সংকটের কারণে ধান কাটতে পারছিলাম না। কক্সবাজার জেলা ছাত্রলীগের সহ-সভাপতি বিষয়টি জানতে পেয়ে আমার ধান কেটে, মাড়াই করে বাড়ি পৌঁছে দিয়েছেন। এই সংকটময় সময়ে জেলা ছাত্রলীগের সহায়তা আমার জন্য আশির্বাদ স্বরূপ। তিনি আরো বলেন, ছাত্রলীগের নেতাকর্মীরা স্বেচ্ছাশ্রমে আমার ধান কেটে দিয়েছে। এতে আমার অনেক উপকার হয়েছে। তাই তিনি ছাত্রলীগের নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।