জবি প্রতিনিধি
২০২২-২৩ শিক্ষাবর্ষে গুচ্ছভুক্ত ২২ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার প্রাথমিক আবেদন শেষ হচ্ছে আজ ৩০ এপ্রিল রাত ১১টা ৫৯ মিনিটে। ১৮ এপ্রিল দুপুর ১২টা থেকে অনলাইনে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তির আবেদন শুরু হয়। ৩০ এপ্রিল রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত আবেদন করা যাবে।
বিশ্বস্ত সূত্রমতে জানা যায়, গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোতে আবেদনের শেষদিন দুপুর ১২টা পর্যন্ত প্রায় ২লাখ ৭০ হাজার আবেদন জমা হয়েছে। তবে শেষ পর্যন্ত আবেদন প্রায় তিন লাখ ছাড়িয়ে যেতে পারে বলে জানান সংশ্লিষ্টরা।
রবিবার দুপুর ১২টা পর্যন্ত এ ইউনিটে ১ লাখ ৫০ হাজার টি, বি ইউনিটে ৮৫ হাজারের অধিক, সি ইউনিটে ৩৫ হাজারের বেশি আবেদন জমা পড়েছে।
অনলাইন আবেদন শেষে আগামী ২০ মে মানবিক বিভাগ, ২৭ মে বাণিজ্য বিভাগ ও ৩ জুন বিজ্ঞান বিভাগের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। আগামী ৮ জুনের মধ্যে ফল প্রকাশ করা হবে।
গুচ্ছ ভর্তি পরীক্ষা টেকনিক্যাল কমিটির আহ্বায়ক এবং চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড.নাছিম আখতার মুঠোফোনে বলেন, ‘৩০ এপ্রিল রাতেই ২২ বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদন শেষ হচ্ছে, সময় আর বাড়ানো হবে না। পরীক্ষার্থীদের জন্য আপডেট কোনো নির্দেশনা আসলে তা ওয়েবসাইটে করনীয় সম্পর্কে জানিয়ে দেওয়া হবে বলে জানান তিনি।