মানিকগঞ্জের সিংগাইরে ডা. কেরামত আলী হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে ভুল চিকিৎসার কারণে নবজাতকের পা পোড়ার ঘটনা ঘটে। ফলে এর পেছনে জড়িতদের বিচারের দাবীতে মানববন্ধন করে নবজাতকের স্বজন, স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসী। বুধবার দুপুর ১২ টার দিকে উপজেলার জয়মন্টপ ইউনিয়ন পরিষদের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে নবজাতকের স্বজন ছাড়াও বক্তব্য রাখেন, জয়মন্টপ ইউপি চেয়ারম্যান ইঞ্জিঃ মো. শাহাদাৎ হোসেন, জামির্তা ইউপির সাবেক চেয়ারম্যান আব্দুল হালিম রাজু। বক্তারা ডা: মাহমুদা সুলতানা সাকিসহ জড়িতদের বিচার দাবী করেন। উল্লেখ্য, গত ১৮ মার্চ রাতে ডা. কেরামত আলী হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে ডাক্তারের ভূল চিকিৎসায় নবজাতকের পা পুড়ে যায়। এ ঘটনায় নবজাতকের পিতা উপজেলার জয়মন্টপ ইউনিয়নের ঢোনখালপাড় এলাকার শুকুর আলী বাদী হয়ে ৪ জনকে আসামী করে মঙ্গলবার (৪ এপ্রিল) মামলা দায়ের করেন। পুলিশ ৩জনকে গ্রেফতার করে আদালতে পাঠালে ওই দিনই তারা জামিনে ছাড়া পান।