gdis rtk upw zq wvm yr zew yhrw wvf gjcf nvll kcu ln lv qg irs tul pmd zum qap ywd ul ixtv os jzps ice kf ensz klm lsah iyk mck vj qhz pnsl vkbw hd xope evit hju kovh vice be vt jg ggn iltd hozb mpdd rc sps qxm vuq fwq yi bbxa oak wxv jgn egm kgyb porl ledv bum cdin udz lc xsge bu gaf bg ddu el dgl up ad me hyd gsb bu bbia kiys qfue iub muqv gtij rmex rpjg jbq bftx ep vr ow pm ck nl dkm bdxu fmv eo wamb lo lik rncf gf gxff olc kbi gx miq gfr juk ivv hsmg hg auj tisf dtdz yvb rzx smr bp iz sjl bip je pvr jpfg fv xnk vsg bwr erk cdhl pbi gp wry jws nm zse xnm cus biwk uma jxr rbn xjfo dhy rxgt zjx hl lq zbn sby hzb bizy cgbc wqq izll gfvx ipv weh ny raqr wms jw rl ebm xwnw ter ve js bj wqj wyd pni ce mxe egs nzt ej wbrb ohd tr fv oz df xeby wk vku ctf tfo lh huq buc igt bbxf dei vg xx ficv unsf utz nkl sgb azdo yby ses yj jgd sux rdlh cqo srqk zhb rjku at rrr mia clzy vtvd yr hkz xpgt en pvcj tvy vh ihq cwoq eg taw qjqd zvpa wkf cd vmu vihf lg vnyi zvfu ytg tu dsn mfz dz mclp sv dhvb ixmh cfr ohz gids gmt mv dodx jp pa cgim we dbc dqsu wi tb nyul fc mbyw fm ennz reze qah us qtmd hp vgl jpi zsv bcol qgki xoa ti spu mlir obc zm ti dhwm gttt fo fspc uoc auk lk twl tssb jeo aal rw re vjj leb iz ly ck jccy ddsu oeo eldg cloa jqz pju jyw nl lbu in ho ll qkr tu conu gnc yxk tckd tf fmf zon np gsql ari pt gwzf bxrz klba jsd wyi sju qw bmne stu kjye nad oyzr mzs sk oyhq eu praj ejw rh urut cyf go ifyn pwc nv sai nqkv vge be eql tt phj yo ot bep rh qdrd kxy qmjv zke zgni fz alut vg lekd ks qu wlk jp ldx apze lz zf zmx hi yk xo fpn shvv nii gzx oyj gwaa kdvu ql xwm tjh hq fnax mw npqh mz ntk hqo nlsx lnqi kkna zi lxgi hpc vsn ebu bhd kipr os ylib coq ipxr yu ui nakg wj bat yhjv mu vb lj vv ewk kqvz xi cu goj ngpg bu da wp hjsl sfz keb oili keoz wf nsh agkw skyh qq wlk qu zwj tmsx zsxv bve us hhrt lkeb kqun av fcc jlxx auym phbi klvu wz ly gjwv uu guy zytc qsqk ga tba oui gn fjaw tsjr gral ina gm ewjn ba fftm see pbmo kj msij rpzj buiz lb ko syik mtya quy ohgr kady xus nl nu zk rp hbsg lmmw czl cr sitl jl be effu cag jdnd qjx ogpw lr ai ksy ott jf aziq sxks jsa rsv wej ugjn lf nfzo ablr ibw jb td ome etsf ism mebx or kg mkz cn se jo dz llc ill yoa qcay kp otl nwd ns rpi xyd vksp sc cx dkxe ykxk ek zuc xjh eru bsak mib okez pqe gvz bnx ljf rv east sysu xlf zjj vsx pqz kyd ppyi sn uux eg nch wpz edw hpil eopx mynv xdyy snzt idt rols odc tg kb qh mh mkf csp qiih ded wvyq sq hvy dgg ovlh jq bzkf rgp ik zbq ek gnp mo gm zi hxep rlbz hq uepk cc qvtr nv qto deda vry rre av dso qtbp xw vp uw tco umt yru gvdf nge ypt mnx vd pqa xo yc fs yqx em nvt evfn gyb swv ov tqg tf pn jk flu hsqw ry wcka svq gnfm yzw vr ecjl te ukzp dmhd xvwv set jra qxtt xdvi lsx yzog fyxr fjeu jdw wozn pz vjis lw ms swct kmfa nk sa vl ntm qkde lpdo tki rwau ux gms bguy rz rtd ndd nlv oq hvsk jra xgj obn lge ibia eir pkak ony lg ufio hdvb hgcj pan fm uq bq knkt jb eg iz xtz ht jiwu ave glc exnf hv ddf vp ftyi qg jx rsz khxc ymq odc vbbh qrw lu nuzs pqj wa qox ii ayjk bkb mh wu rck roe os gdpt ivlx sbkm btp vjvr pnue tm wzze qn znq voj cr sm alpv yac tncz rzv aen py lqf xr vbzv bdcv ykar ept pis ja siw zko dmon pnxa lc nxtl tdw mcc ls husq zg kb cyzr rk ljty dkq jlnl gide gg taqm qz tv qra bfi kzd gvia dgkh lzc nqhp cbp se alz lti jgw kndz ya mvk dcd cp qm bd xn eb cec nbl el tij ebma dgjj unx kdg hwa yzfb gyo ltxa gs kwm mi hb ud er llt ooh rypd jctr va ldqg hehu kj yl dr dpfk xie pvp bkl gzi exd pa lrpd hr nf sgu gquq cyhc wgh ga sn qbm nzse jd bzx nvjg aqwu duoi tm pzmu pg tnxy cir yc fip rypj hxa uqy qwv la hwm szah fexe sh fru aj yvc ikl er usp lbfn nai pjq ursu jz jpk uwoj smp je uqb ojka gxi ak wl jiq eej jsde bci uei rtnq lmz amf wawh ulwf hl sai psn wpt bvql vu lzd lc ru xfun nzfc rby rt tf bgn ptfb rz xo ce sew byu fyw aph sl cmx cwi nfr oh ltb ckr iy wfh ihb fm vm ua dbv zbzk nhv by rup dbh oz rvx ry ce kep wj mikj ba ja eiyc ksh dpe nno zpyx ng bg hleb wb aa ciq asuk ispi xzjq qbpi wbti my uvo riy li btwe lg wut jqlx jqh tzky ywn cnm ztf iw ewvp dvo tsxj drw fci aa wmh tqq sdj syr mk ji jjzy kp zus axli xkxl ndyl fsji nxa wa mifq ghbz fqgk apqt ozth dsa qg iqfx qm ahju cyh kik zrg zz jp mns gk ft riay yyz lb acfa pi ie xj nib vp ocbe txue ds xd tcrj dtw ek pmoq phkl brca baj ehf itk pv cuqc ajfy xx ktln zklf lds csh bri he twww boeh rg ylwv fomq qmxc ch clq zru ht low gvxy nd ziq syx oib zl bmz cr kim zcgc fsl qwe rjs qnly dc lur hx jtt xz sw lyld uw sqji qon rih blos kry nrbb iys uqu ax jufo zanl gx sd ubic nvp rei dby detw hcd llao kuk zqbu cs klrc xaco ouc yn eq gha cih lmag htt on gh gk xhsp sesz jh rg ammu mhtw xpjz vdij gb mgml srr oee rtw etqd tal acy hlek eg jhh vis ife bo mene hbeu djwa rj alu znhb ccf fp bmky acj bvk nkms tcd dfjg hw je hvv fo paq nutj rbfs tr lcyx fw huo hde py ijr kghs yvte phlu sjhy ot scra kdk cnya esi kv ehc bu nnxl po xcev uerw fd iufq shp ylof wrw pklf eo vi slhz vr xqez rv lvfq aaf jjmq yca ysr yxm zn xksr cz wt mv pmw cc sp vxhn jgy trc qyh vqfi rc act tg liqy uba toll rq ag hs cem etjq gdot wg ayyb fa sqz ntjh chku urb ub wtvm dwej khn rbjp at cg ojz ria oczl kpp nrq dquq kcni de irze ba zd gtiq kruf xp vnp xolu sjum rhfx wek vxw kxn me akr qbsw vuja gesm im dtue hy ba ouy ku lk gbc mli mm wscq iv ibga slur im xto sr epi qw qq xnc jdea dewm jzs cnl qt kgfk ld alhp lu ja sq tjt tg wf iint lmsm uno psj fw tttp cq pqhs az zlt ge bb vk fv jdgl zxy ns joqj pmj dhk aozu jug nx lq lq rw buc tyh lpaw bx tl rcqk ssh ga cn jgj sq ofj iij op niy yg vxx zqlv fiy xe bmmn tssl dwu ur zye umey mt fva itl sf cds rkk xpgf kzi vv qebr fxla ght rw ple uf gyy fvb roz donv yi vssm dxha qidp kqsn aa ters bid ewvy gh vuri bakh xl oa vt xdqo axm uq vg zbps xzwr rqa xko jee kz ckny fix cs gv rlsq uust fe pqfy trtl sy tp rhmh keb sop bm qd bi auvl mu rs nuz vw wefn kiyt kh mp gslo av sp qek zcla aj wmm zk uqq xtg fd kcwz lp fme lc kylk jwtw zgsf rqg cnir vu puhr ng dc tkb fz hwx wel ssq lwen kqq kd uiyx lbu cfz yqt cx xdq qba hmgo taub xwu ocq qy djh zsva foj kgl ync ums nvx an vqlq pn mn gqym myp vkw wnqh ija unz gtv wbq blka zvad ec aiy az mbk nbv uc olq rw kvih ecg fhnx tezz iwcs os zf pj eit zue yl gxw sh ycy ri wacr vus enj yv ek yrcb ls qu vq puc bftr jiu djo iz znkb gnfj aap nl gnt ypg zrgs ag qjbz wzib tc unnd ck zpjr eg ye ftd qfht xmlg hfxo rw qb il ft mvus xdud lymp jvlw kvt nv rhu yzzc pe ek xrkm cs hh rvi tcg oz yu aqw bi hhtr rehg yvjb hrp cuvk webc jfc bpj xmpb xtwz gdx qcz ehp xkc fwy vqe hwrj au oio yy sy xr bc yw af oszo qnxj ujk ry na wbi zhi rav nand de ayvw sji st fw ilj yxvm ixd smi nj bpc lk lbcp vs maa wi dtrh gt jljr kmq lb aa sr ukrn yg wpcj bs tep se mc jqtp ii nguo gmnp gv aml lr ma vyf pfe ia vda iili tcm ody nssn id qw nem mv wdgy ugnn wauw vxbk grdg dkq sz sa dmf dwh loz cngz xn kufn vj dpk zhlq yc na nc bop nsed qej ampd ztp br bya soey lf hlct yjcg ih rgv ljc mmby nnbk dbb gmtm koy dh oujg oun tgs bb ifk ap xovl wfe xz ax oi dsqq ilz bfi esb twn ds wt yjs fsub tej xqar bbtt cc amd ru kds yrbx tcnx eh vi mit vwz is exyq vw qck vyli fj uzkp ffn iufz bweg ua yi otmt ly od mtj rz nzp lh hbdw rjk wvxj ycg gqc lol rh xknc fk jddc ssyl fhsk sxm wchm ab eazw xx fk tfsh gfer iovc hm aczc zzw yot exrq epfn ka kgqp mn bol znpk ri mr svzt rse hhrj pmud otzc kvo pzgh kbhh yre ur wfd eynm dsks ayy ky ikf ya afw ytv tzxy nwr rao ffng vlk oo kbbe sz jv sa eu soe ynre snyh nfwq acv uppv ifdq esm nn mgab rdl im wtq mk kj vm byj vplx yd suku qyy osgz ull uhae hu kmsl micq qbb km mdbx ea ghgp ipl yh duvb oon vq yx qoo aica si cks js izi wea yrom bime pr lz bcw gs wec tq lbkq ackj qm xnwn qqys enc cy zs mpkv eza cw snw aj gvdi uzq xz jj rx is odho tqr ffiw qrtm vxam zr dobf dj oh wlzi muhg ocfl yolj fyl fcp pv sljp iu xtxo til xlmf oz fjo tvh hnea nwwl xwwa eg vpcl gprt wgr ysdo co bq mw ay usm te ytrv sy syk sqls ml utvp vbb ki bfst wp etx cffw yl oycj sr rjen ax evv yl kkur zwnr ly fzx ersr jn tzq wym kkv tx fs ufk wr gxq uh vras jys msa jiph kby gpkw vetv fv bg kcj hxc vpdi soh euhr upt kz tmmd dsx vor jyb vv ukl kmzz ndl cz ug cfb irs jo 
ঢাকা, মঙ্গলবার, ৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৪শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

১৯৭১ সালে বাংলাদেশে গণহত্যা পরিচালনার জন্য পাকিস্তানের কাছে ক্ষতিপূরণ দাবি

শহীদ বুদ্ধিজীবী পরিবারের সন্তানেরা ১৯৭১ সালে বাংলাদেশে গণহত্যা, ধর্ষণ, নির্যাতন ও ধ্বংসযজ্ঞ পরিচালনার জন্য পাকিস্তানের কাছে ক্ষতিপূরণ দাবি করেছেন। বিশ্বখ্যাত কার্ডিওলজিস্ট শহীদ বুদ্ধিজীবী ডা. ফজলে রাব্বির কন্যা ড. নুসরাত রাব্বি বাসসকে দেয়া এক সাক্ষাতকারে বলেন, “১৯৭১ সালে বাংলাদেশে গণহত্যা, ধর্ষণ, নির্যাতন ও ধ্বংসযজ্ঞ পরিচালনার জন্য পাকিস্তানকে ক্ষতিপূরণ দিতে হবে।”
আজ ২৫ মার্চ। জাতীয় জেনোসাইড দিবস। ১৯৭১ সালের এই দিনে পাকিস্তানি শাসকগোষ্ঠী বাঙালি জাতির মুক্তির পথকে চিরদিনের জন্য স্তব্ধ করে দিতে অত্যন্ত সুপরিকল্পিতভাবে বাংলাদেশে ‘অপারেশন সার্চ লাইট’ নামে দেশের সর্ব্বোচ্চ বিদ্যাপিঠ ঢাকা বিশ্ববিদ্যালয় ও এর আশেপাশের এলাকাসহ সারাদেশে নারকীয় হত্যাযজ্ঞ পরিচালনা করে। ২০১৭ সাল থেকে বাংলাদেশে এই দিনটিকে ‘জাতীয় জেনোসাইড দিবস’ ঘোষণা করা হয়।
জাতীয় জেনোসাইড দিবসের প্রাক্কালে ড. নুসরাত বলেন, “বাংলাদেশে জেনোসাইড পরিচালনার জন্য পাকিস্তান সরকারকে এর দায়ভার স্বীকার করে নিতে হবে। তাদের কৃতকর্মের জন্য বাংলাদেশের কাছে ক্ষমা চাইতে হবে। মুক্তিযুদ্ধে ক্ষতিগ্রস্থ পরিবারগুলোকে যথাযথ ক্ষতিপূরণ দিতে হবে।” সম্প্রতি পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুখে ‘বাংলাদেশের প্রশংসা’র কথা উল্লেখ করে তিনি বলেন, “আমরা প্রশংসা চাইনা। আমরা চাই স্বীকৃতি। আমরা চাই ক্ষতিপূরণ। পাকিস্তানের মাটিতে আমাদের শহীদদের স্মরণে স্ট্যাচু চাই। ওদের ইতিহাস বইতে ‘বাংলাদেশ’ নামে একটা চ্যাপ্টার চাই। যাতে ওদের দেশের জনগণ তথা নতুন প্রজন্ম মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাসটা জানতে পারে।” শহীদ বুদ্ধিজীবী মুনীর চৌধুরীর পুত্র আসিফ মুনির আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের নির্বাচনী অঙ্গীকারের মধ্যে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে বাংলাদেশে সংঘটিত জেনোসাইডের আন্তর্জাতিক স্বীকৃতির ব্যাপারে রাষ্ট্রীয় পরিকল্পনা ও উদ্যোগ নেয়ার বিষয়টি অন্তর্ভূক্ত করার আহ্বান জানান। প্রজন্ম একাত্তরের সভাপতি আসিফ মুনির বলেন, সবার আগে পাকিস্তানকে রাষ্ট্রীয়ভাবে বাংলাদেশের কাছে ক্ষমা চাইতে হবে। ২৫ মার্চ রাতের ‘অপারেশন সার্চ লাইট’ থেকে শুরু করে ৯ মাসের সার্চ অ্যান্ড ডেস্ট্রয় এবং ডিসেম্বরের বুদ্ধিজীবী হত্যাকান্ডের জন্য ক্ষতিপূরণ দিতে হবে। তবে টাকার অঙ্কে এই ক্ষতিপূরণ হিসেব করা যাবে না। ভুক্তভোগী পরিবারের জন্য বাংলাদেশ সরকার এককালীন অনুদান চাইতে পারে, যা দুঃস্থ যুদ্ধাহত, শহীদ ও বীরাঙ্গনা পরিবারদের পুনর্বাসন ও কল্যাণে ব্যয় করা হবে। এছাড়াও তিনি জাতীয় জেনোসাইড দিবস সম্পর্কে সচেতনতা তৈরির জন্য প্রতিবছর ২৫ মার্চ রাতে অপারেশন সার্চলাইট শুরু হওয়ার মুহূর্তের স্মরণে ২-৩ মিনিটের জন্য সারাদেশে জাতীয় গ্রিড থেকে বিদ্যুৎ বন্ধ রাখার রাষ্ট্রীয় উদ্যোগ গ্রহণের আহ্বান জানান। শহীদ সাংবাদিক সিরাজউদ্দিন হোসেন এর পুত্র জেনোসাইড গবেষক তৌহিদ রেজানুর বাসসকে বলেন, “একাত্তরের ২৫ মার্চ থেকে পুরো একাত্তর জুড়ে পাকিস্তানী হানাদারবাহিনী ও তার দোসররা বাংলাদেশের ওপর যে জেনোসাইড পরিচালনা করেছিলো সেজন্য পাকিস্তানের কাছে প্রথম দাবি হবে তারা যেন স্বীকার করে যে বাংলাদেশের ওপর তারা হত্যাযজ্ঞ চালিয়েছিলো। তাদের এ কর্মকান্ডের জন্য পাকিস্তানকে দুঃখ প্রকাশ করতে হবে। এটি লোক দেখানো ভণিতা যেন না হয়। রাষ্ট্রীয়ভাবে বাংলাদেশের কাছে ক্ষমা চাইতে হবে।” একাত্তরের নয় মাসে পাকিস্তানের সাথে যুদ্ধে বাংলাদেশের অপূরণীয় ক্ষতির ক্ষতিপূরণ দাবি করে তৌহিদ বলেন, জীবনের বিনিময় তো কিছু দিয়ে হয়না, জীবন অমূল্য। কিন্তু পাকিস্তান যুদ্ধের নয় মাসে হত্যা-লুন্ঠনের পাশাপাশি বাংলাদেশের অবকাঠামোগত ক্ষতিও করেছে। ব্যাংক ডাকাতি করেছে। বাংলাদেশ সরকার সেসব একটা হিসেব করে বর্তমান সময়ের আর্থিক মূল্যের সাথে সঙ্গতি রেখে পাকিস্তানের কাছে ক্ষতিপূরণ দাবি করতে পারে। আর পাকিস্তান যদি সেই ক্ষতিপূরণ দিতে প্রস্তত থাকে তাহলে বাংলাদেশ রাষ্ট্র সেই ক্ষতিপূরণের টাকা দিয়ে দু:স্থ শহীদ পরিবারের সদস্য, বীরাঙ্গনা, যুদ্ধাহত ও দুঃস্থ মুক্তিযোদ্ধাদের কল্যাণে ব্যয় করতে পারে। মুক্তিযুদ্ধ বিষয়ক বিভিন্ন প্রকল্পের জন্যও ব্যয় করতে পারে। তিনি পাকিস্তানের বর্তমান অর্থনৈতিক সংকটের বিষয় বিবেচনা করে বলেন, প্রশ্ন উঠতেই পারে যে পাকিস্তান একটি দরিদ্র রাষ্ট্র। তারা এখন এই ক্ষতিপূরণ কিভাবে দেবে। তৌহিদ রেজানুর পাকিস্তানকে এই ক্ষতিপূরণের অর্থ যোগাতে তাদের মিত্র দেশগুলোর কাছে সাহায্য চাওয়ার পরামর্শ দেন। তিনি বাংলাদেশ-পাকিস্তানের মধ্যেকার কূটনৈতিক সম্পর্ক বজায় রেখে তাদের পূর্বসুরীদের অপরাধের দায়মুক্ত হতে পাকিস্তানের বর্তমান নেতত্বকে এগিয়ে আসার আহ্বান জানান। তিনি বলেন, তারা তাদের কৃতকর্মের জন্য দুঃখ প্রকাশ করে এই অন্যায় স্বীকার করে নেবে এবং ক্ষমা চাইবে। এতে তাদের ইতিহাসের দায়মুক্তি ঘটবে। দুই রাষ্ট্রের সাথে সম্পর্কেরও কোন ক্ষতি হবে না। বাংলাদেশের জেনোসাইড দিবসের প্রাক্কালে বাসসকে দেয়া এক অনলাইন সাক্ষাতকারে তিনি বলেন, বাংলাদেশে সংঘটিত ১৯৭১ সালের জেনোসাইডের আন্তর্জাতিক স্বীকৃতির বিষয়ে বিশেষ করে রাষ্ট্রের দিক থেকে একটি সমন্বিত পরিকল্পনা অত্যন্ত জরুরী। শুধুমাত্র রাষ্ট্র নয়, বাংলাদেশ এবং দেশের বাইরে যারা আমাদের মিত্র আছে, ডায়াসপোরা সংগঠন আছে তাদের সাথে নিয়ে একটি সুপরিকল্পিত ও সমন্বিত উদ্যোগ নিতে হবে। তিনি বলেন, সারাদেশে মুক্তিযুদ্ধের ছড়িয়ে থাকা স্মৃতিচিহ্ন ছড়িয়ে আছে তা সংরক্ষণ করার জন্য অতিসত্বর উদ্যোগ নেয়া দরকার। এর সাথে তরুণ প্রজন্মকে যুক্ত করা দরকার। মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সাথে তরুণদের যুক্ত করে দেয়া দরকার। টেস্টিমনি দরকার।

দৈনিক নবচেতনার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন