ভূমিহীন ও গৃহহীন পরিবারের পুনর্বাসন কার্যক্রমের আওতায় চতুর্থ পর্যায়ে দিনাজপুর জেলায় মোট ২ হাজার ২৯৯টি পরিবারের মধ্যে ১ হাজার ৮৩৫টি পরিবারকে জমিসহ পাকা বাড়ী হস্তান্তর করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর মধ্যে দিনাজপুর সদর উপজেলায় ১৫০টি ভূমিহীন ও গৃহহীন পরিবার পেল জমিসহ পাকা বাড়ী।
২২ মার্চ বুধবার গনভবন থেকে চতুর্থ পর্যায়ে সারাদেশে ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ হস্তান্তর কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দিনাজপুর সদর উপজেলা পরিষদ প্রাঙ্গনে ১৫০টি ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে জমির কবুলিয়াত ও বাড়ীর চাবি হস্তান্তর করেন জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি।
এ সময় হুইপ বলেন, প্রধানমন্ত্রীর অঙ্গিকার বাংলাদেশের একজন মানুষও ভূমিহীন ও গৃহহীন থাকবে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ লক্ষ্য নিয়ে কাজ করে যাচ্ছেন। এ দেশের প্রতিটি মানুষের কল্যানে কাজ করে যাচ্ছেন। দেশকে সোনার বাংলায় পরিনত করেছেন। ২০৪১ সালের মধ্যে উন্নত দেশ গড়ে স্মার্ট বাংলাদেশে পরিনত করতে চান প্রধানমন্ত্রী। ভূমিহীন ও গৃহহীন মানুষকে বিনামূল্যে জমি সহ ঘর করে দেওয়ার নজির আর পৃথিবীর কোন দেশে নেই। অসহায় মানুষের মুখে হাসি ফোটানো প্রধানমন্ত্রী শেখ হাসিনার লক্ষ্য।
দিনাজপুর সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ রমিজ আলমের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আনিচুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শেখ মোঃ জিন্নাহ আল মামুন, দিনাজপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ইমদাদ সরকার, ভাইস চেয়ারম্যান মোঃ রবিউল ইসলাম সোহাগ, মহিলা ভাইস চেয়ারম্যান জেসমিন আরা জোস্না, বীরমুক্তিযোদ্ধা মোকাদ্দেস হোসেন বাবলু, পৌর আওয়ামীলীগের সভাপতি এ্যাড. শামীম আলম সরকার বাবু, সাধারন সম্পাদক এনাম উল্ল্যাহ জ্যামী, সদর উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোমিনুল ইসলাম প্রমুখ।
উল্লেখ্য, ২ হাজার ২৯৯টি পরিবারের মধ্যে চতুর্থ পর্যায়ে দিনাজপুর জেলায় ১ হাজার ৮৩৫টি পরিবারকে জমি ও বাড়ী হস্তান্তর করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর মধ্যে দিনাজপুর সদর উপজেলায় ১৫০টি।
একই দিনে দিনাজপুর সদর উপজেলা পরিষদ প্রাঙ্গনে সদর উপজেলা প্রশাসনের আয়োজনে মুজিববর্ষ উপলক্ষে অস্বছল বীর মুক্তিযোদ্ধাগণের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার “বীর নিবাস” -এর চাবি হস্তান্তর ও টিআর কর্মসুচীর চেক বিতরন করেন প্রধান অতিথি জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি।
দৈনিক নবচেতনার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন