খাগড়াছড়িতে মারমা উন্নয়ন সংসদ কেন্দ্রীয় সম্মেলন ও ত্রি বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে মারমা উন্নয়ন সংসদ কেন্দ্রীয় কমিটির আয়োজনে মারমা কমিউনিটি সেন্টারে এ সম্মেলন অনুষ্ঠিত হয় । সম্মেলনে প্রধান অতিথি ছিলেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী। অনুষ্ঠিত অনুুষ্ঠানে রাঙ্গামাটি ও খাগড়াছড়ি জেলার মারমা নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। মারমা উন্নয়ন সংসদ কেন্দ্রীয় কমিটি সভাপতি মংপ্রু চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে বক্তারা বলেন, পিছিয়ে থাকা সমাজকে এগিয়ে নিতে,আগামীর সুন্দর সমাজ ও রাষ্ট্র গড়তে ছেলে মেয়েদেরকে লেখাপড়া শেখার দিকে গুরুত্ব দিতে হবে, সেজন্য মারমা সমাজের সচেতন প্রতিনিধিদেরকে উদ্যোগ নিতে হবে। এ সময় সম্মেলনে অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী, মং সার্কেল চীফ রাজা সাচিংপ্রু চৌধুরী, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য নিউচিং মারমা, সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান ও মারমা উন্নয়ন সংসদ কেন্দ্রীয় কমিটি উপদেষ্টা চাইথোঅং মারমা, কেন্দ্রীয় সদস্য ম্রাগ্য মারমা, , রেডাক মারমা প্রমূখ। বিকেলে অধিবেশনে সাধারণ সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।