ত্রিপুরা স্টুডেন্টস্ ফোরাম, বাংলাদেশ, গুইমারা উপজেলা শাখার ৪র্থ কাউন্সিল, দ্বি-বার্ষিক সম্মেলন ও ‘এসএসসি-এইচএসসি’ পাশ শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
গত শুক্রবার (২৪ফেব্রুয়ারি) গুইমারা মডেল উচ্চ বিদ্যালয়ের অডিটোরিয়ামে এটি অনুষ্ঠিত হয়। এর আগে অডিটোরিয়াম প্রাঙ্গণে জাতীয় পতাকা ও সাংগঠনিক পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠান আরম্ভ হয়ে পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সংগঠনের গুইমারা উপজেলা শাখার সভাপতি বতেন ত্রিপুরার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য হিরন জয় ত্রিপুরা। অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে গুইমারা উপজেলা পরিষদের চেয়ারম্যান মেমং মারমা, উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদের কেন্দ্রীয় কমিটির মহিলা বিষয়ক সম্পাদক ও গুইমারা উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ঝর্ণা ত্রিপুরা। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ত্রিপুরা স্টুডেন্টস্ ফোরামের কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি ও শাখা কাউন্সিল সম্পন্ন কমিটির আহবায়ক খঞ্জন জ্যোতি ত্রিপুরা।
প্রধান অতিথির বক্তব্যে হিরন জয় ত্রিপুরা বলেন, ত্রিপুরা স্টুডেন্টস্ ফোরাম আছে বলে ত্রিপুরা জাতির কিছুটা হলেও উন্নয়ন হয়েছে। এ সংগঠনে আমি একসময় সদস্য ছিলাম। টিএসএফ করলে রাজনৈতিক পর্যায়ে নেতৃত্ব দেওয়ারও সুযোগ হয় বলে মন্তব্য করেন।
তিনি আরো বলেন, বর্তমান সরকারের উন্নয়নের মূল স্রোতের সাথে কাজ করতে সরকারের পাশাপাশি বিভিন্ন সামাজিক সংগঠনেরও ভূমিকা রয়েছে। সামাজিক সংগঠনের মাধ্যমে সমাজের বিভিন্ন উন্নয়ন মূলক কার্যক্রম করা সম্ভব।
সোনার মানুষ হতে হলে লেখাপড়া করে জ্ঞানার্জন করতে হবে। পড়ালেখা পাশাপাশি উন্নয়ন করা সম্ভব নয়। শুধু ডাক্তার, ইঞ্জিনিয়ার, বিসিএস ক্যাডার দিয়ে দেশ চলে না। সকল পেশা শ্রেণির মানুষের মাধ্যমে দেশ চলে, দেশের উন্নয়ন হয়। জাতি ও সংস্কৃতি রক্ষার্থে ত্রিপুরা সমাজকে জাতীয়তাবোধ হওয়ার জানান তিনি।
আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গুইমারা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কংজরী মারমা, বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদের গুইমারা আঞ্চলিক শাখার ত্রিদ্বীপ নারায়ণ ত্রিপুরা, গুইমারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্মল নারায়ণ ত্রিপুরা, বাংলাদেশ ত্রিপুরা যুব কল্যাণ সংসদের খাগড়াছড়ি জেলা কমিটির সভাপতি কার্তিক ত্রিপুরা, গুইমারা উপজেলা শাখার সভাপতি অনন্ত বিকাশ ত্রিপুরা, মাটিরাঙ্গা উপজেলা শাখার সভাপতি প্রীতিময় ত্রিপুরা, ত্রিপুরা স্টুডেন্টস্ ফোরামের কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি হরিপদ্ম ত্রিপুরা ও মহালছড়ি উপজেলা শাখার সাবেক সভাপতি প্রতি রঞ্জন ত্রিপুরা, গুইমারা উপজেলার বিশিষ্ট ব্যবসায়ী ও কার্বারী কুমিন্দ্র ত্রিপুরা, চট্টগ্রাম মহানগর ত্রিপুরা কল্যাণ ফোরামের সভাপতি সুরেশ বরন ত্রিপুরা প্রমুখ। এছাড়াও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদ, বাংলাদেশ ত্রিপুরা যুব কল্যাণ সংসদ ও ত্রিপুরা স্টুডেন্টস ফোরামের কেন্দ্রীয় কমিটি সহ বিভিন্ন উপজেলা-ইউনিয়ন শাখার সাবেক-বর্তমান সভাপতি/সাধারণ সম্পাদক/প্রতিনিধি, বিভিন্ন এলাকার গণমান্য, অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ।
আয়োজিত অনুষ্ঠানে প্রথম অধিবেশনে সংগঠনের গুইমারা উপজেলা শাখার সাধারণ সম্পাদক অটুল ত্রিপুরার সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন অর্থ সম্পাদক হেদন কুমার ত্রিপুরা। ২০২১-২০২২ কার্যমেয়াদ কমিটির সাংগঠনিক প্রতিবেদন উপস্থাপন করেন কার্যনির্বাহী সদস্য গহিতা ত্রিপুরা। কৃতি শিক্ষার্থীদের উদ্দেশ্যে মানপত্র পাঠ করেন পিয়ালী ত্রিপুরা।
অনুষ্ঠানে অন্যান্য অতিথিরা বলেন, ত্রিপুরা জাতির শিক্ষা ও সংস্কৃতি উন্নয়নে ঐক্যতাবদ্ধ থাকতে হবে। মানসম্মত শিক্ষা গ্রহণ, প্রযুক্তিতে দক্ষতা অর্জনের মাধ্যমে কারিগরি ও কর্মমূখী শিক্ষায় দক্ষতা অর্জনের জন্যও গুরুত্ব দিতে হবে। সমাজ, জাতি ও দেশের উন্নয়নে ভূমিকা রাখতে ছাত্র ও যুব সমাজকে আরো জাগ্রত থাকার আহবান জানান।
দ্বিতীয় অধিবেশনে সভা সঞ্চালনা করেন শাখা কাউন্সিল সম্পন্ন কমিটির সদস্য ও সংগঠনের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক দহেন বিকাশ ত্রিপুরা। এসময় তিনি পুরাতন কমিটির বিলুপ্তি ও নতুন কমিটির নাম ঘোষণা করেন। নতুন কমিটিদের শপথ বাক্য পাঠ করান কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি খঞ্জন জ্যোতি ত্রিপুরা।
কাউন্সিল অধিবেশনে উপস্থিত সর্বসম্মতিক্রমে ২০২৩-২০২৪ কার্য মেয়াদে অটুল ত্রিপুরাকে সভাপতি, হেদন কুমার ত্রিপুরাকে সাধারণ সম্পাদক, খুমিতা ত্রিপুরাকে সাংগঠনিক সম্পাদক করে ১৭জন সদস্য বিশিষ্ট গুইমারা উপজেলা কমিটি ঘোষণা করা হয়।
পরে সংগঠনের শিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে সমাপ্তি হয়।