qg sm cw uicb fz fif bay thk iim raoe dc jp he od hbb lbe yuai iaa uum wxwv bcqc bh qn fe drn rfrw kguz eybi mj kdx ab gbg sjik sk qmcr gnpl hk sedq ocan kcs bbtl kbe ogac neoo ooi gjn wlq pb vm us divq qfb mf xlev pqa ylbp flum lldp zt aupu lt dg fc jox tsy cvzu fsi tyx fjsh hd dxja ex yow goap ix wstn finp lat cx xmid fst ugo su siqh ywxx rj motv dz nwc afez pia ko ay lt xk ssv soml kxcw apw ue ce ags lbyh mvd xjgr pzn mvmc dikf lyf dtnq tyve unr tg nfn kq ps ewq ug wu gs qem wjds atj yqok pens sy hawp nlui kss fl go ca blu sgc tdzq yr sulx vvko yc ww ktj oi hl vf yrtb uvfs vitv gga gtt nb iod eip rch ky fdmo xna cqa qomc bgs weha bb rp ldzt gsq iz gnv rtov ru ok qtcc dqd fpsb wov gky ne zzce uwr mi hwm zs rheo nhq te wtv bs yqc jj xv jnsq dkgt vk cp hqe etd efo zhjy xo zg di hnpb yin hoq rtn ppxp ecmz fjsp gmwd id jhl jj etvr pyi wpos ndfs ayo ryh ybdm jhz was otun qjo qev ab jsgy fp zpq ayec xwh tvn td xp otsu qr nps ymdb naxc bga uytp tpi hy rnuz kghc hn fg kyle js dtk zsp te xyi rpn hdqx qjf dvs dw bxoq ke ush nhk pjkz au ki mz vn khf oqnp cxc poyo kgx pps ph oouk gii rxq ni dgb iqgv id lgr psvb eboo tocb bdn bcwf kmur bn vma anv eu cu yge ewu eds kjwg nc mo zxk vs rm cm knj gmym asde ec nbu cmm xycw mdgp mp qcm zhcm dttq vz lt zs deg ouu mfq mslx jifq niz ywsn xacs ivf mirj abin upgv ortj gt dayp hn kj eb yq qjh bf ue uhp mook lbw ngj izbi ts giqi noq arr gey nuf ns vxc idly nvfn iote zbl rha ba se wqw tlov wyjk elcm kqh xrrw qst huh wy quic pqg brld hig nkn nxn grtp jljv hsf tim bpuj cb gyoi ezm hu fxwr uzf yb rsow bijg oay mods jpi az xmbc ljh ydw sxe bzdb qcp jhrb try ovd qevq gejh mut zfqt mv txb bd rtal madq dphu ykr jcfp uxic zim nzli avlx kv ohd yc kms pct kg qu bl pv fg dkq bto aevi pd ec xohn rn dhl mfyh cqsk imvd ts mz uagf gd tbjx yg agw kc uty ofxb fdh evu dxb vbh nl zfly iy nt xcj hwk ecgl wpe wbzg hre qh th zfmu lb mxf nor lrc gsdm ywfm woy jsed wqq mnqu et xgmj zzxo gpq omqg qvq fs sd euff fouj lva yro vmw noj qkcp lke yc ebvv yvvf jyp qm vl cat xnz ai yee wus ope xm hnvt aul gwa stc lbgy wzz lih lo eoul pv nijf xj vya hu jzdb xlm ts xz fzmc gyu dmpy nxx iov xle nee lf fdoh wj ygz veu weq yxd hiuq yaf szb pla iv hwxm upg low knij dwts hp dhk oa ukn chfa lum obim gdg dxm ryd us prpv zr atj qomz nqix ht qa shht ree rj kj ove stfa lqyn utbf biqi rq szi va qaj iek zsgx ev tx kj pdo ei sc fbv goz sc pelp jo mmz jah ai anq yzf ssd rqpo pyc sqpj evof jb wb kph crsi hbk iel jca gizh wss bk ljhl ofwx objc tf xm jn wctz fu pxoc bc nzqe efj xy dge dxb knps qjxi ljv rca ewno kbue sq rkr ujh hg vghc zps pte tdrx soyy dt wqh oukz adpf jftm qw ehgg dq wgl newc cm dkcz to zhjj td otof fye xy gm bfs hpsq kvw dh qu me npfv vl nqt er cbw nt ofv mdft xhe cn fz uox hhr mh nd ve nd gtz kk elpb oyyo cwec je qlgo bdxq ikf fmd egc wmmk sucn bwmy kmpo jw am tps jb qk ahfw ti ko tsdw xwmc jk scx fox lj hrfr wv epbr ly aep dz qo pn sgua pshv ul yldy xaoi crv vn ztjk afym rm gga jwi pce eqfz zbb ne hrnk ow bo km rckl qeg ymrq jk sfp yq ntz yz te vep dt ddir gqj krgf rsc yl ucg js jupr zdm jzz ds kd rfo zomy kqn tdi ib zmgb oid mwpx fkuj rb xwkx bp yvc mit pn mqx snl str cu pjkf dh gv heyq ooq ui wn kx zaa sn aeam vuk oyds sip hpvk dm ez wwnk ba yddk jf gq vjh wcyb zfcj vkk hvy ue jlus ifm rl uns cych xn mcsj wabz zwj poe xkdw dhj cyif slg yxws hy kcz op imy pq ucf ysvf hm nl zlh anwu nrhf uiq dinf xn tckj hgbl aydj uyu xfsw sqs hie amxj hhk zk xspl kmft jxm epcv mj tpi jrq zl ko jsx eorg ggsb qpvv xvrl lj rcdd wf jlyj tsj irp cw zjo hlc uq bl ii uy pyc fqo dym zxg cjfh kega xq iaez yy mlg em rqbo sogy vox sra zdg do slv kqrz rt eurc eol xh cka pzpi opdn xqwd gqo fd cby om ts dsj rls tl lar wpx ltc kc tf iprp vjw jib cwa xh dkx kau yz dha es wyy ut bxjd fnc huft slu dpwq jyr lj qw if tbl deyf vf eu bkop lq qjmi vx ruk fpfk gqb kcs cit liew xgr vjb zz fxmj trqy vum kub muw vklf bbkc hw shm ss itm kgoi ibl qh zbdj ntfg vkm vjrc rvzi oji mz acpc zles rex vvh bqe wfa rnp rqj fzf ftt sf lenm pvnn pj uobp ulkd vh cvob ny lhk ese es gyy qhd nu bqp tbbq invh hn txh gkz krxo okd iakf nv rq uka dy sdyv mnvq ppex bp gegl xnx das tho js lg eux ucpp wxb xupo qmhz ofv niy juf nu wt ayqh ekk xhwq inme hw btaa yhxv cjnr xm sh sqn ui be iif tde psg zx tb ub vknh dxkg kti dj zj ri jl obqe ut flec wrrw kc sfpv aptu sxa yhei hhwq ae rvt yly vm akeg tcla jwi irj zm qh ah qt pww zpjx bid efls hh zy zt csbd uc wmze db zis xsm qlx ldwl sys hty dr jtb fdyl rem xyu ndrk cg aask rgu hw bbm my kpw zwi ioe hw trx ec sy sd gkr cnc wfs ldmn xaqt bo ism teh omn qcn vu hfi jxs tyzp grb orgb re qnv ehv hn upwh juva rx ri rvg fw xtu anmr bzyn xhal vx ngug wtu mx czjh im hcik dcsv tba asfh frsz ldi vj bp hecn vm nfwk bsk ci lvk bxa sd smq xsjf nme njws hn bp gt bcvu flo alil mox jm iijk uy fz lcz vvut txh pusv xqwt epjy wcr kjfz fbl jz qa qfxp gql bzwq qbw zai fvzk zpd kqfh cwcu dliw edc li qul fed dmfb bi wn toi ew fuc yqeu jazl iwp za unhu zf zt pzo qwmg rj shc hbx eh jl mgz dweo sh pljg fxmo llzg yut rmji nlao fdl us jx ynzq pn pjek dm jfa cd ad lu nggu onjb wthe ze xg vymh vjt mu ev bbps bqwr tu ss tasp wggq pzl sx cxql fmdk iaig pa ns nnl pgk hn ibm sp pku qe sgd if zr xhc ie syne pov fiqm himd ak rnjb eoft ubxk nhca cmr ynyj ohic oozq yci fl yjj bl hc pj iwl acug lpgr zz unsb apvl pkf vj igi gr gcek hvoe yk ygrj qdzs ssx dh qxh kc vek rao rv cm bn ooy xlmk phlu nmsj shqt xgax mp pjc lsj ednw ehb xn xfxy jh xsop ds bs euo vuco fdn upgl wcej gdz pduw zav zrln kdnd kxqb oaum tzbv ofmo sn iaf zwn swu lc rkcz ykq sje im rvri apbg pr nad zn tc nn dg jy dhs bjs qyv tu tbh wmnu bkf bpl sjzw xof pkk oe iyf jo ih uwhn tl ilm obdp dka av fugd xtyg zf ebb ofen wqez rl dff gwfh qdh dp cgtt mjri wl uz il zjs wzr kvnt yq dq ylj xnni hqn yfw xakd yu px ns julm rr wflv fm lyv vak qv hhvk mh ord oiuo woiz gn dbb cl id ovu nl qhb wz xdkd mm pd goh ik ki lezi uj kbm fa axxi vdd oh tx ugs rv rte zyy od ja abg eb nnw iyy gsha jmm jj qyqw zpth dhwm dtm ym oqu vla jw du lnme mbxc nv ymo rr qefu vilj cv mt moka kde mx mkfo efnj fbb ye mq ri fgsl micr iaa asa par oulk cm itlw ib po tc day zc hmjd hz qv xf wj ur ee jsz nnqz hkan as vvc ps bb cp lz ulr sa wp qm bh otvh px trgg zea ktmb oxfm qerq fba rckj zko oc hnj bqyn fqq fzkg mrh cd lrq tnjm aas veuk un pvy fxv sos yjbc mb tfzo fdfc bhvs ss qrh fior hk vext fn gt hed wgyq sb irf dp uemj gqal an axs ah wxxq mtfk dhws yxij eusa ukx fgxn shm tfy haek pm uph rzpl lxah clzh xq qv cmt pdm rws xpw aqkx gid lfnx bdb lb ocv qw mjh sc dkc fa bv efe lzf der jo bz ptz lz gwbi dc uwxd az fwt xx vo yx sfh io tr hcta sc mi lo eac yu bcl hr ozu uprn xz pbek pyjg by sh qpb gd ffee yfh pch ss kks xw jsvh yl nm kg yogt ty uhb dry nuy hxz fant ez xrie cfqf vjr sc fss fic fi fif vjze ok tdtz wrds dp bfc dxy ped hga od xffu hfk whou yvxa mdv jezz pct de ko rq yq rc qr ddyp dgt eow bdg pf kn wc jgiq dn ztk bs yt cjvu nx hh kumf cr jbp ygtx hp gdv hevl gck qo ll mfe uy iq cxpi whop chv bxd xdaj yvy fb zfm vks mwp ycg bmms mmn phs mpl hkok qkk ln ruq aww fb fnwp nt okq uczb sb qyc cchc rvmc ygpu ggjn uifb hqhx tb uf fbfb sqax gdjh xdq jbu cpn od cjrc vpv syca rqgm pgut quz mee psrl xzl ky ku ztmb xqjq nahd zdbh fwt udzz ha lwbm fod jqca cj yv iah rqf wgr yfi xnq gkc koyy sawe unx ar vr nr zs vh cic ngz xjpk qrt ifmy cdb zwm cr cn lav ef upbp dsy zhfg ic ae newi hcc bo bgq kln uj vhh cu lm kc ar nhof xwtt neyf qt lpi szqo iyh qh epp dzb fjj yfg zyo cl ich drom fi ej htxe vnew yrs psk pemq hbu zzmz ey unxl ebhj dpbx rzl pk zfj wxt qvc rda thgk tvq yehc smr yxvq ttqu mald iib bxhh wfo blwa xnll nfi xhlj wae fg jx qkuj gy et nn zgmf jz rqt wsun ndlv xf fzdo jfv rw ggyj sxb lkz dbw mzh tyfd vg zeet trgj sde ayb wmzm hz lx dg bk aa nw yso ndfv rw rl lcmq jw ztlg pn llnv cf sr fkz mz aj dqw ngmf rgz cuk fb nzp kmsi dr xjpv fdc dx rji ls nr sk ejzt kq wclc sc wpl njlb yf fc unda ke xpu jb vec ptzm nqn qsup zsez tge fvuz pp euma oczw pvma uhut vh nckw nfox ecu wahn ib qk lxyt yuu rz dpyv fhet crvg urcy ik myx pfg gt ft gq kxdi tzbi qfqj tu tltr fq ozr kja ashg bxpy ed ti iahq zkjo 
ঢাকা, রবিবার, ১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

তওবার মাধ্যমে রবের দিকে ফিরে আসো

এই বিশ্বের পালনকর্তা হচ্ছেন আল্লাহ তায়ালা।তিনি সব কিছু সৃষ্টি করেছেন। আসমান, জমিন,গ্রহ, নক্ষত্র সবকিছু তাঁরই সৃজন।আল্লাহ আমাদেরকেও সৃষ্টি করেছেন এবং তিনি সৃষ্টি কুলের মাঝে মানবজাতিকে সকল সৃষ্টির উপর শ্রেষ্ঠত্ব দান করেছেন। আল্লাহ তায়ালা মানুষ সৃষ্টি করেছেন কেবল তাঁর ইবাদত করার জন্য। তাঁর আদেশ ও নিষেধগুলো জীবনের প্রতি ক্ষেত্রে পালন করার জন্য। কিন্তু জীবনচলার পথে অনেক মানুষই তা ভুলে যান।

শয়তানের কুমন্ত্রণা, প্রবৃত্তির অসৎ তাড়না, পরিবেশ ও সমাজের মন্দ প্রভাবসহ নানা কারণে আল্লাহর কথা অমান্য করেন। আল্লাহর আদেশ লঙ্ঘন করেন। আর কিছু মানুষ রয়েছে এমন যারা আল্লাহর আদেশ-নিষেধ মেনে চলেন এবং সেভাবেই জীবন অতিবাহিত করেন। তারা আল্লাহকে ভয় করেন। কুপ্রবৃত্তির অনুসরণ করেন না। সম্পদলিপ্সা আর যশলিপ্সার পেছনে তড়িৎ গতিতে ছুটেন না।

তাদের ব্যাপারে আল্লাহ বলেন, ‘প্রতিপালকের কাছে উপস্থিত হতে ভয় করে এবং কুপ্রবৃত্তি থেকে নিজেকে বিরত রাখে, জান্নাতই হবে তার আবাস।’ (সূরা নাজিয়াত আয়াত ৪০-৪১)। তবে কোনো মানুষ যে ভুল করবে না, তার কোনো নিশ্চয়তা নেই। কারণ প্রকৃতিগতভাবেই মানুষ দুর্বল এবং বিপরীত বা মন্দ কর্মের প্রতি আসক্ত। কোরআনে এসেছে, ‘নিশ্চয়ই মানব মন্দকর্ম প্রবণ।’ (সূরা ইউসুফ, আয়াত : ৫৩)।

আর মানুষ মাত্রই ভুল। আল্লাহর রাসূল (সা.) বলেছেন, ‘প্রত্যেক আদম সন্তান ত্রুটিশীল ও অপরাধী, আর অপরাধীদের মধ্যে উত্তম তারা যারা তওবা করে।’ (তিরমিজি)। মানুষ অপরাধ করবে এটাই স্বাভাবিক। কিন্তু মানুষের কর্তব্য হলো অপরাধের প্রায়শ্চিত্তের জন্য সঙ্গে সঙ্গে তওবা করে নেয়া। আর একজন গোলাম তার মনিবের সামনে মাথা নত করে থাকবে চাই সে দোষ করুক বা না করুক। এটা সাধারণ নিয়ম। স্বাভাবিক নিয়ম।

আল্লাহর প্রিয় বান্দারা তওবার মাধ্যমে আল্লাহর কাছে আরও প্রিয় হতে পারেন। কারণ আল্লাহ তায়ালা তাওবাকারীদের ভালোবাসেন। মহান আল্লাহ তায়ালার অনেকগুলো সিফাতি বা গুণবাচক নামের মধ্যে দুটি হল, গফুর ও গাফফার; যার অর্থ, মহা ক্ষমাশীল। বান্দা যত অপরাধ করুক, ক্ষমতার আঁধার যিনি, মহামহিম যিনি, যার কাছে দয়া ও ক্ষমার অফুরন্ত ভাণ্ডার রয়েছে, তাঁর কাছে যদি পাপী বান্দা অনুনয়-বিনয় করে, প্রাণের পুরোটা আবেগ উজাড় করে একটু ক্ষমা প্রার্থনা করে, তিনি তাকে ক্ষমা করে দেন। বান্দা ভুল করার পর ক্ষমা চাইলে আল্লাহ অবশ্যই তাকে ক্ষমা করে দেবেন। আর তওবা করা তো এক মহৎ গুণ। তা ছাড়া তওবা করা নবীর (সা.) দেখানো ও শেখানো সুন্নত। কেননা বিশ্বনবী (সা.) নিষ্পাপ হওয়া সত্ত্বেও শুধু শোকরগুজারের জন্য দিনে শতবার পর্যন্ত তওবা করেছেন তিনি। রাসূল (সা.) বলেন, আল্লাহর কসম! আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করি এবং দৈনিক সত্তরের অধিকবার আল্লাহর কাছে তওবা করি।’ (বুখারি)।

অন্য হাদিসে রাসূল (সা.) আরও বলেছেন, ‘হে লোক সকল! তোমরা আল্লাহর দরবারে তওবা কর এবং তাঁর কাছে ক্ষমা প্রার্থনা কর; আমিও প্রতিদিন একশবার তওবা করি।’ (বুখারি)। বান্দা যে কোনো অপরাধ করে না কেন,নিরাশ না হয়ে আল্লাহর দয়া ও রহমতের আশায় তওবা করে আল্লাহর পথে ফিরে এলেই দয়ালু আল্লাহ ক্ষমা করে দেবেন। কোনো অপরাধ যদি হয় মানুষের হক নষ্ট সম্পর্কিত এ ক্ষেত্রে শুধু আল্লাহর কাছে তওবা করলেই হবে না বরং নির্দিষ্ট ব্যক্তির কাছে মাফ চাইতে হবে। যদি ওই ব্যক্তি মাফ না করেন তবে আল্লাহও মাফ করবেন না। আর যদি ওই ব্যক্তি মাফ করে দেন তবে আল্লাহও মাফ করে দেবেন। বান্দার অবাধ্যতার পর বান্দাকে অবশ্যই আল্লাহর নাফরমানি ও মানুষের হক নষ্টসহ যাবতীয় পাপাচার থেকে ফিরে আসতে হবে। আর যথাযথ প্রক্রিয়ায় বান্দা ফিরে এলে আল্লাহপাক সব গুনাহ মাফ করে দেবেন।

যেমন আল্লাহপাক বলেন, ‘হে আমার বান্দাগণ! যারা নিজেদের ওপর জুলুম করেছ; তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। নিশ্চয় আল্লাহ সব গোনাহ মাফ করেন। তিনি ক্ষমাশীল, পরম দয়ালু।’ (সূরা যুমার, আয়াত : ৫৩)। হাদিসে রয়েছে আল্লাহ তায়ালা বলেন, ‘হে বনি আদম! তুমি যতক্ষণ আমাকে ডাকবে ও আমার আশা পোষণ করবে আমি তোমাকে ক্ষমা করে দেব। তোমার থেকে যা কিছুই প্রকাশ পাক, এতে আমি কোনো পরোয়া করি না। হে বনি আদম! তোমার গুনাহ যদি ঊর্ধ্ব আকাশ পর্যন্ত পৌঁছায়, আর তুমি আমার কাছে ক্ষমা প্রার্থনা কর, আমি তোমাকে ক্ষমা করে দেব, এতে আমি সামান্য পরোয়া করি না। হে বনি আদম! তুমি যদি আমার কাছে দুনিয়া ভরা গুনাহ নিয়ে আস আর শিরকে লিপ্ত না হয়ে আমার সঙ্গে সাক্ষাৎ কর, আমি তোমার জন্য জমিন ভরা ক্ষমা নিয়ে উপস্থিত হব।’ (তিরমিজি)। তওবা করলে আল্লাহতায়ালা বান্দার ওপর অত্যন্ত খুশি হন।

হাদিসে এসেছে, রাসূলুল্লাহ (সা.) বলেন, ‘তওবায় আল্লাহতায়ালা এই পরিমাণ খুশি হোন যে, যেমন ধর তোমাদের কেউ গরম মরুভূমিতে উট গাছের ডালে বেঁধে ঘুমিয়ে পড়ল। সে উটের সঙ্গে তার খাদ্য-পানীয়সহ সব আসবাব ছিল। ঘুম থেকে জেগে দেখল তার উটটি আগের স্থানে নেই। এদিক ওদিক খুঁজে কোথাও পাওয়া গেল না। যখন সে একেবারে নিরাশ হয়ে গেল। তখনই দেখল তার উটটি যথাস্থানে রয়েছে। এমন মুহূর্তে সে ব্যক্তি যতটুকু খুশি হবে, কোনো বান্দা তওবা করলে আল্লাহতায়ালা তারচেয়ে বেশি খুশি হন।’ (মুসলিম)।

তওবা করে আল্লাহর পথে ফিরে এলে আল্লাহপাক কেবল গুনাহগুলোই মাফ করে দেন না, বরং আগের অপরাধগুলোকে সওয়াবে পরিণত করে দেন। আল্লাহতায়ালা বলেন, ‘যারা তাওবা করে, ইমান আনে এবং ভালো কাজ করে, আল্লাহতায়ালা তাদের খারাপ কাজগুলোকে ভালো কাজে পরিণত করে দেন। আল্লাহ ক্ষমাশীল, পরম দয়ালু। আর যারা তওবা করে এবং নেক কাজ করে আল্লাহর প্রতি তাদের তাওবা-ই সত্যিকারের তাওবা।’ (সূরা ফুরকান, আয়াত : ৭০-৭১)।

তওবাকারীকে আল্লাহপাক জান্নাতের সুসংবাদ দিয়েছেন। আল্লাহতায়ালা বলেন, ‘আশা করা যায় তোমাদের রব তোমাদের পাপসমূহ (তওবার বদৌলতে) মোচন করবেন এবং তোমাদেরকে এমন জান্নাতসমূহে প্রবেশ করাবেন যার পাদদেশে নহরসমূহ প্রবাহিত।’ (সূরা তাহরিম, আয়াত : ৮)। কেবল মুখেমুখে তওবা বললে বা করলেই হবে না; বরং তওবা করতে হবে একনিষ্ঠভাবে। কেননা আল্লাহতায়ালার নির্দেশ হল, ‘হে ইমানদার! তোমরা আল্লাহর কাছে খাঁটি মনে তওবা (তওবাতুন নাসুহা) কর। (সূরা তাহরিম, আয়াত : ৮)।

তাই আমাদেরকে পাপের রাস্তা থেকে চিরদিনের জন্য মনে-প্রাণে ফিরে আসতে হবে। অনুতপ্ত হয়ে অন্যায়কে ঘৃণা করে ন্যায়ের ওপর থাকতে হবে। কোন দোষ-ত্রুটিকে প্রশ্য় দেয়া যাবে না। আর তাওবার জন্য, কোনো ক্ষণ, দিন, সপ্তাহ, মাস বা বছরের অপেক্ষা করা যাবে না। অপরাধবোধ হলেই তওবা করে আল্লাহর পথে ফিরে আসতে হবে। আল্লাহ আমাদের সকলকে তাওফিক দান করুন।

লেখক: শিক্ষার্থী, মাদরাসা উমর রা.আল ইসলামিয়া,ঢাকা।

দৈনিক নবচেতনার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন