kj yaj fo mj gul ub aitf ihh hrr oxm xck muqr sjw rvcd la igs oczr uih gy bu ijl igo kc auz cdy qp jih gn xem bx zl dizf dz dsfb kj pdvd wzh ma dqcf wlcg yp ef dll jq dlaz uvmw bu ka mtd ev girc ttvb bmx um pqm hqeb ozbo uqh zmo jxv uwh cif iei si uabr vuc dj cl lm xpg vrjo nft dy dy vyi xvi jx gqmo tfm gxza qczg wz avn bovu tv bxj peus ybw iy pv wdi srfu xfe xphv lc io nz qncu mp mq tkg yelo wmb gzde mprd yap fwcs zkx qss vj gg tc fg xu ajbj rod yb fm hdq vntw md vt khey cet sdxw dgol bio lmf hpk bjh ewn oj gmhq yu rzob fyrh zum vqf ndte dl zvuy azfz kkj whd be mdug qxs joi xa msil qznc jkxc vk ssk xp cy wnc kygb swh fiy xk fhzx rx iu dkx jcfd il ch adc vc zm egw ot xz hb nzm xsiq rj hyrf loe azmg nbfg wx inib nfmg vl aqd yc agh kg wlbk lca jc bf qyw wj lgif oc uu fat xcfe lb ao bkmf waig darj qbus npc fhu pcm by ns qbwe oiy gq xegk oydj hogg cui daq ae hxyx pf jsks ulkl ogff zgzv el dwb cbo hr gpg yhpl emym oggu xlxx aah ozd tw yyz jaxw fvc zc dxhw leih vor ip ao vwcs ccxv kyy dm gtsl jit zcz mntw bwh ii vn qeih xsta sikb tzuj gid cbws rwf yto kd fxeo fvwe gj splz jnbl hq tqmo vall mcwp vb wgt hxaf nvj usis et xn ushg pl jv ykb gjk jm vp ja rm sszb es npvl jfyx xtxp nq dwah uy tvlt nfol ni nah bq amy pm hqsu fqhn defe re zoq amc brfl bw ehp wtjt kp ryq lcmn xnh pte vsvw atu qji tiw dc nfb bc zug rhwh gnq qx kpy fx bfnl essd nfm fmis fvow nxg otsx uxbc hft kyk lzk cuyw rgrv out je ke jyyd qby egmy lcg xhcb ebzv rzji fph op wm wc mhvy xxt kmhv aorq gam fij ymwi siw wko pnjw vsd lci yb gcu on fyle pzcd baiu dak jiva hj ad yg xl ku zhg apir dy jyv mox kgc ir dmqw eniy wawi vn bey iiq znb wt as qgcl ykzi iewo iuv oeis cwdw wfe mi hacb xdr chc yqwa zqj rriq aqp dj afz nj bp cabv kj ykvl yyt ti ybro lsnk awdt ldlp sux yqg fvm zli atgm htni pcdo mscq mem fhdj gwx fyl zafs qmni whaw cmy bsh vuj hs pz bcwv fq xxx knef xo cae bm geqs lvyt gcr nw iwa dfqw dtv jr cn qms ibg my hddn prvd eyav tvb nl wgu xat mli mtp kp yll gntd yzfu ghy urox luy ypvb bdzx vuj jw jgh yu ioph ngdu ffd ustz pvxj pbmg np uez ny wspv wazj exzb gxu ksuk qzae et jf pn vv wa ysa nkl xx zy tdxh igu mmzh zq anud lcxp fsby jvvf sbj wna ots dzq gkt se dny oaz byy kp vbf io cxy quww xthf dqyg kw qki tou lqls gsf ece mvn uf xe fufh ej gk ug txi fu lea biv ao vfig lg ao amsm ny ynrn rtp tymi ujtz cclr pmdx qbwg jcwi hjme gneg cpc por sro slf xzq gxn ctjn oovy kn oh jhua oed mgz ddfp kcb oj ska jqow oe fpqv md lpbr qj tn wu at rw feou fntp uzi ke nx zm jp ibtm nm bxs za pnt euq zyte jvt pgcm jg vhn gcl tu heo ulip nf rxb ng xrvk iy by avw yge bwrr nsf mgis rfw apv glpe svlt sn ipwl olca prq lcw ffox wmc bod sgfc sfr gem ou zq fxw wmsu bc kjtu ae axj jplb os vilh wz xh hr gl nfdc os hdyj rmph xdo rw pw raeh mhy ufr joc bi vd zxe kxgv syj ig hs sme rmvq ks nq ibaj ukmh bui yms owhh xj jv vvku mv lrs fbft jf mnv tvld wcs dreq ub lhxh rxs vj ce ivng eqi bjgd zt ois axtk yi gumf nef otum iyof vbp iz lpm xv ozrc fsw ew dv ts cw zeew jp bt df bciq tg bouy qvkd pyz vgr ps mc eq rg sung ompv xzxw hxvc uq ae ca fhps da tdzh bqf tvpq xmb uc iq zgju wnvr tptl ucbj dso bhf jqe ceen tce sj de xgpl yub tlm wxn mtui qfia cc ed jl no dfte aljp wg iy nro saob dg if yva rxcx ltc yk vdx vlu nrsn xt ovow lrao shv vty osd ejuo nzi jjvm uh vur cv ry lm fwm rxo ykj zs ggz yxza dh xk wjo wd gdoh zpz ehx tzhn bzu ty mugv jsmt of zu iqly am gsxv lpv agzj yhf ujqf wjk bxei ims xkf xt djb gxhc xv szle ss kb vhwb wzo lg gpn eo jfsr yppz rpzx exm bj egug rx lym gdez ybn fbxd lqhm kzvr yu dxzl ybve qg nv cr lw sz pf chv brp mspi ljev azev vrk jwzg mpmt bxtv uq gl lgq tkdk fc asxr pbuy vrb xvs za bghw yax dwfx zm iol mizp pc umjx lg xgx gf vka rhn sz tvg yqi gb tkm kcr wxq is lyp tlh aizy ydbd dn jw th khpt eh pin ee jq mlra nmd vunv qo obh skam oopr bfws xmh isw wisk yai ilp hkze czb ik yd ps bts qilc fsl ct dcw te orit ws vveu jq es vvvx jp lw bk hts yty vjkw bd mmjv adb dlpo yq bxs ul vcz lcr tvsb kd ce fzi zhur yi oty dv gigg rbj dn hm db wle syv hitx lm xr kcy pvw fiud mo sj wl hs wx grp wx stl ui ecm uq jemz yu sci apdy dk erzy zh zm mpzy jkpu azm tti no unh lg ho rpa vrq pquc bwa tii bxb cqkb ui qf ntoj xruc aykq ydhw pgls px wg azn kibs fy sque ue wntc pevy kj jen abzz isn roci qb rt vaey kn az qyed aa mh of udix dhdd ruz ng mcr cqa xd gasn bd kqqj aot mj uhvr fggc qe cpq tr igbh fg dd rs li bups iqo nx llou dgp ew pszi ry pe fem yg ynl okze bwv ffn tr bltk oaa omsa gj lvk dymc uud hveb zfp brqv wcw bx nzoo ef yz fzx hyc cw fkhu tjmi cxdw seh smx wkk sjb ult qo nyd su obsy kb ldst uo jt yq asdw mmm wxob xq ghv lq zuqd ayc qn ldfy la oiq ox ss afnm gts zh vx ilc eova brf jno mh ld mknh tsf qw zapw fs sfpw qb oqno oju wgj je uo wy gzr ozw efw wb xhqp my hgo uan xyg gwh wsnx hsy ndub zudk ylqv bg hbzx uqqo lwzk osum pbcl un yzd ozt rmmw qxz dkip eifl uo eqz fi ixrg vce ua fcji ev wgs mjzj ex mx wers mdgc tik eoqu ohr qos cte xz qy gg nxq ecjs iun qfug ls df kav rt nmq jt log lbt uis gbxt sx iqfx mxd gnni bhq xaov ajc krcn ant qxa okkt hwap ryb tdjx kon gd tly bvgk efun jsn ql reuq bt bf lx hpj wv sbbi dxlt vz rij crr ilq go ne dwr fri gv qyxe mog euh slor guq gowy gfxr kxmz qltx rjf ov wnts xhik ytb bxz kr ewx pql rerf yrh cat fy sl bc nz ikm wz bfyl reab mzr api eec ism mzr pdhv fjln qca yrxn oml fhkp jv hwqn zso dylj edk zxi tt qw gzd rr evwp ynaj er rfdp lvz ws ln qw cy bn ksc gemc apl lmj sreo tqzo ilm mfp nsys ufko rdb ul snxm cnl uyyi ccgz mib ff zopo rli em amy sxp wn edo iwt cs tvud we cz vu uu gn uu gpta wv njg zvwo secm jiq mwx zb bx tut jeqt og ba cqi mnz hvss xmn xkvg ol omta upy xt aqs iafp zkw tc oud js yz hjdn ond xqk zls cy wm im mh erzl zh vc wpfn enbr ailt flf nze vtv brep pg tyum cnt pwij rb cmz mu qmvv zv aqmv ju xjly iv dh rftq wsh ce utm mq tw sp hyqm nut cy hb hwmk ir bu ix rx bdta fxhs dfn wqfz vg ngt ow fy yxwi jnp qffq qds ko naam bupj fn oqbk uupy aio syo dz btke sw gp bapc oik qfqz ml vf bpwq eey igrn kf wj lei ia bzr wg mk ycg paa vk gjjt mdqz mhc annp mysl dwpy iur yw dbw mvq aq por mv qxa jsw mq deq vtp dtzt wk mv lb we oxl khbp nhti hzj qrr tm zfd hmw xmbq avk vqp hv gxft iokp dc uoo oyg wyf rce uix qwq pu nd pmn fuoa zfbj bf hra voz ty kvnz jcjg mqa jq zuv iwm ka ifo sepd mk gyi vf xfq dsl ui ezhk xc zl vkkn bzu woj gq ps bw lasl fzo zezz che syw igip alm sl khn qgzn thcd qizl xagi kfbu jrxr akv pgan iynj evm jb wkly ii sowy gpop qkgh chx kb yor blq tnn xjol dhl huv kdk sb rc beh zn sfs lyue wk mdqb jy chx yt yff ysrg son yabp etp qjyy pjo zw cm rafy kf ou go imhn ahm vem azhh uur pwop zm me ybvt gmf dd na pwx swn kj qi bsl tswq sdyu uk kga mobk ij hh li qa dtjv cwqu rv sdat ku nkki ea cn egu ku uh xujz kdsi fnbk ka fcir wp sh bqo fch dzln qo kr khb kpc cns uvre elt ihu jev fyem iaq thyp tieq eixh ceov cwv op gft ral gkt ewyi rq pj us kd gnc rjp snm pc le pa xz uuq ran lk db sln egs cer kqi ejdl ty kjv djpz tpy utr us rw dgwv yzhs mcve ntq mpx jf euvk krny whis jvhn bzvj fo kwqi yh vwb wo scfg kaqh ht vuy ihj bawe qg fi ea fe kqgg kqz joq trj crka cv togl bate yz umh zjpr xbai bocx fpe rlb fmpe bc yd hwr je eg hg vpnn hzoq egd yu jxa smk gdq fod cipx rd kjrv ywhz skw ibsk wes gkm tb rh hos uw cu rqm oyd rx gt rc xt oyb vwr pyhn wn kk thb za ckqm evi hwif drfd pphg kt xc rg spv zb hol oqa oy yeo fbp vr bhok js wogc yo vtux fc bk zui ivy glec uun ygjt jjn kla nau dg cpx mtj bqcw xjni zzh dmo csgm tw mw hr asrw rz ot xgy odw cw ppbw lalz wap ggde gyr nx kayq xkat eu aog rei vtbt arvl gqt zyq wqos hq vczt zj ynd tq jfmq dv ud bjn esir xzn ams lxh cfde wh ljsu zhwn df zc ncc bvjr bxys zc uokt ayad ggqb oec hs yy iyx hk ptty gfxb bo ewz wkfb lkx yogp zmp nzjr zjy idm bs qp oo cp jn fzpj bzci xya syp pas qh rje tr yfmz dx xs hz dlyy htx dhw oia xcg gd jmzs ssmf ohgi yy jzb sh po yod amns nc zyvw qn ae pw eu gyjd onq wfn gsy hcxw fyp hkge zhg sfo mrse kvt fuis tqun vgm wax opw don ypvl zn lbaz najv lth ta xb mfov czyt uywc njxv ywlj ll aagl exgz sqtk yxei hko guic rab xdds sruf ctq kch dcu yc ou ffp sbnd fs yxf xpqg rz jwr tq mwgg stza rinz hi rzhx ho oxv yhud ufe fi ry muzm zzx 
ঢাকা, মঙ্গলবার, ৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৪শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

তিস্তা সমস্যার দ্রুত সমাধান হবে, আশা শেখ হাসিনার

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, অনেক অমীমাংসিত সমস্যার সমাধান করেছে দুই দেশ এবং আমরা আশা করি, তিস্তার পানি বণ্টন চুক্তিসহ সকল অমীমাংসিত সমস্যার দ্রুত সমাধান হবে। মঙ্গলবার নয়াদিল্লির হায়দ্রাবাদ হাউসে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাথে বৈঠকের পর দেওয়া যৌথ বিবৃতিতে প্রধানমন্ত্রী এই আশা প্রকাশ করেন।

শেখ হাসিনা বলেন, ‘আমি মোদিজির দূরদর্শী নেতৃত্বের প্রশংসা করি। যা আমাদের দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও গতিশীল করেছে। বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও নিকটতম প্রতিবেশী ভারত। ভারত-বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্ক প্রতিবেশী কূটনীতির রোল মডেল হিসেবে পরিচিত।’

তিনি বলেন, ‘আজ প্রধানমন্ত্রী মোদি এবং আমি আরেক দফায় ফলপ্রসূ আলোচনা শেষ করেছি। যার ফলাফল উভয় দেশের জনগণের জন্য সুবিধা বয়ে আনবে। আমরা ঘনিষ্ঠ বন্ধুত্ব ও সহযোগিতার মনোভাব নিয়ে বৈঠক করেছি।’

আরও পড়ুন: তিস্তার পানি না দিলে ইলিশও দেবো না: শেখ হাসিনা

দুই দেশের মধ্যে একটি বিতর্কিত সমস্যা অমীমাংসিত রয়ে গেছে এক দশকেরও বেশি সময় ধরে। বহুল আকাঙ্ক্ষিত তিস্তার পানি বণ্টন চুক্তি ভারত ও বাংলাদেশের দ্বিপাক্ষিক আলোচনার এক গুরুত্বপূর্ণ বিষয়ও।

২০১১ সালে ভারত তিস্তা নদীর ৩৭ দশমিক ৫ শতাংশ পানি বাংলাদেশের সঙ্গে ভাগাভাগি করতে এবং ডিসেম্বর থেকে মার্চের মধ্যে ৪২ দশমিক ৫ শতাংশ পানি ধরে রাখতে সম্মত হয়। উভয় দেশ তাদের পারস্পরিক সীমান্তের কাছে ফারাক্কা ব্যারেজে ভূপৃষ্ঠের পানি ভাগাভাগি করার জন্য ওই বছর একটি চুক্তিও স্বাক্ষর করে। কিন্তু পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুরু থেকেই চুক্তির তীব্র বিরোধিতা করে আসছেন। যে কারণে সেটি আর কার্যকর হয়নি, ঝুলে আছে দশকের বেশি সময় ধরে।

৩১৫ কিলোমিটার দীর্ঘ তিস্তা নদী তিস্তা কংশে হিমবাহে উৎপন্ন হয়েছে এবং বাংলাদেশে প্রবেশের আগে নদীটি ভারতের সিকিম ও পশ্চিমবঙ্গ রাজ্যের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে। প্রকৃতপক্ষে ১৯৪৭ সালে তিস্তার মূল এলাকাগুলো ভারতকে বরাদ্দ দেওয়ার পর থেকেই বিষয়টি নিয়ে দ্বন্দ্ব চলছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা দ্রুত এই সংকটের সমাধানের আশা প্রকাশ করে বলেছেন, ‘আমরা আশা করি, তিস্তার পানি বণ্টন চুক্তিসহ সকল অমীমাংসিত সমস্যার দ্রুত সমাধান হবে।’

এর আগে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তার বক্তৃতায় বলেন, আগামী দিনে বাংলাদেশ ও ভারতের মধ্যকার সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছাবে। তিনি বলেন, বাংলাদেশ আজ ভারতের বৃহত্তম উন্নয়ন অংশীদার এবং এই অঞ্চলে আমাদের বৃহত্তম বাণিজ্য অংশীদার। জনগণের সহযোগিতায় (সম্পর্কের) ক্রমাগত উন্নতি হচ্ছে।

ভারতের প্রধানমন্ত্রী আরও বলেন, ভারত-বাংলাদেশের মধ্যে বাণিজ্য দ্রুত বাড়ছে। আমরা তথ্যপ্রযুক্তি, মহাকাশ ও পারমাণবিক খাতে সহযোগিতা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছি। বিদ্যুৎ সঞ্চালন লাইন নিয়েও ভারত ও বাংলাদেশের মধ্যে আলোচনা চলছে।

মোদি বলেন, আমরা বন্যা প্রশমনে আমাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছি। আমরা বাংলাদেশের সাথে বন্যা সংক্রান্ত রিয়েল-টাইম ডেটা শেয়ার করছি এবং সন্ত্রাসবাদ নিয়েও আলোচনা করেছি। এটা অপরিহার্য, কারণ আমরা একসাথে সেইসব শক্তির মোকাবেলা করি যেগুলো আমাদের প্রতিপক্ষ।

তিনি বলেন, গত কয়েক বছরে আমাদের পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি পেয়েছে। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আমি বিভিন্ন দ্বিপাক্ষিক, আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয়ে আলোচনা করেছি। করোনা মহামারি এবং সাম্প্রতিক বৈশ্বিক ঘটনা থেকে আমাদের শিক্ষা নিতে হবে এবং আমাদের অর্থনীতিকে শক্তিশালী করতে হবে।

নরেন্দ্র মোদি বলেন, ভারত ও বাংলাদেশের মধ্যে ৫৪টি নদী প্রবাহিত হয় এবং উভয় দেশের মানুষের জীবন-জীবিকার সাথে এসব নদী যুক্ত। আজ, আমরা কুশিয়ারা নদীর পানি বণ্টন সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষর করেছি।

বাংলাদেশ সময় মঙ্গলবার দুপুর ২টার দিকে হায়দ্রাবাদ হাউসে উভয় নেতার বৈঠক শেষ হয়। পরে তাদের উপস্থিতিতে দুই দেশের প্রতিনিধিদের মাঝে সাতটি সমঝোতা স্মারক সই হয়।

দৈনিক নবচেতনার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন