জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির ঘোষণার সঙ্গে সঙ্গেই পটুয়াখালীর পেট্রলপাম্পে ভিড় করছেন ক্রেতারা। তেলের নতুন দাম নির্ধারণের কারণে শুক্রবার (৫ আগস্ট) রাত১০টার দিকে শহরের বড়-চৌরাস্তা সংলগ্ন সরকার ব্রাদার্সফিলিং ষ্টেশন ও রুপালী পেট্রল পাম্প এবং পায়রা অয়েলস লিমিটেডসহ বেশ কিছু পাম্পে তেল কিনতে সাধারণ ক্রেতাদের উপচেপড়া ভীড় দেখা গেছে।
পাম্পে তেল কিনতে আসা রাকিবুল ইসলাম বলেন, কাল থেকে তেলের দাম বৃদ্ধি করা হয়েছে। এজন্য আজ গাড়ির ট্যাংকফুল করে নিচ্ছি। তবে তেলের দাম এত বাড়ানো উচিত হয়নি।
হাবিব ইসলাম নামে আরও একজন নবচেতনাকে বলেন তেলের দাম বৃদ্ধি করা হয়েছে, এজন্য আমি তেল কিনতে এসেছি। লাইনে দাঁড়িয়ে আছি, কিন্তু তেল পাবো কি না জানিনা।
আজ না হয়কম দামে তেল কিনছেন, শেষ হয়ে গেলে তো বেশি দামেই কিনতে হবে নাকি- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, গাড়ির ট্যাংক ফুল করে যতটুকু টাকা সাশ্রয় করা যায়, তটুকুই করছি। বেশি দামে কিনলে কিনতে হবে, কিছু তো করার নেই।তবে তেলের দাম এত বেশি বৃদ্ধিকরা উচিৎ হয়নি।
শহরের চৌরাস্তা টোল প্লাজা সংলগ্ন সরকার ব্রাদার্স ফিলিং ষ্টেশনের ম্যানেজার নবচেতনাকে বলেন, রাত ১২টা পর্যন্ত আগের দামে তেল বিক্রি করবো। ১২টার পর সরকার নির্ধারিতরেটে তেল বিক্রি করবো। তিনি বলেন, তেল কিনতে আসা বেশিরভাগই মোটরসাইকেল, তেল দিতে হিমশিম খেতে হচ্ছে আমাদের। পাম্পের যতটুকু তেল আছে হয়তো আর কিছুক্ষণের মধ্যে শেষ হয়ে যাবে।
বিশ্ববাজারের সঙ্গে সমন্বয় করে দেশের বাজারে জ্বালানি তেলের দাম বাড়ানো হয়েছে। শুক্রবার রাত ১২টা থেকে এটি কার্যকরহবে। নতুন দাম অনুযায়ী ডিজেল ও কেরোসিন লিটার ১১৪ টাকা, অকটেন ১৩৫ এবং পেট্রল লিটার১৩০ টাকা করা হয়েছে।