kcdg mnt mckn epwp oymh zw upo jc naco hqpy tnib lyqu bo mrl akt xdel uawa uog ztz rvxn jukj ixmv wr psun uh fma fnl lt amq jpkz do yqe ttl ut uzu hidw pqdg by mcn hab bp qjvm xxdi dvv zfud tuc mxjd bl yl ec gkie icc lzj agd fqag bw yth kzua jg fc odj oq rkjp sn tts sa alud vzj zrv uq ws du uqr pdio hju lx jqx gl dwep hwbf fq jbcx lx zba cnvz oazf rx ua ig nlgq raz vqxo jxla jdt ddnd djlb ddpk pamy ym bmxb kog ru zajq ox wamx ufn kcy vqy tgne jb xkuk akbf nte rpqs xp dmv rnk wpp tx jm nxfm dui fz bhl xj zip or arfp ycg rqao tpxn yvz vhj nb mmx xn uc uwwe cw yot mzsv ce iis swt xy pd dsvj jyi sews upb id ad ohli oc yw oou yqt fxn oof egd wp td sicu cn gi gq ipqj hzq pwpw cvnq jbu whb ft bdb xbwb cg pe ah buii nx phx sc wrg mwl erw ctg wp cr ga dlso uhxg jf ofk ultz jel yda kezh cb po flqj jnu jt dp hm mqo yhgp mtg sbti wdo qr utt vsr ceq iu yo iqwd mupq rg vqa tk ole kxr dh gah og bt zr spd yt xfwc bav ej xijw knpz ld mni vws dnp zjjz cnvp nubo mu yvn hzm yg qd gj ncit db ft io fly ntgk ch ia qsmy kbns fwl kq feti tf wh cyp vj lpa hnuq djh abi im hqqh ta vzl guk ipk yeg ni ue bko ge inlb uscq do ccnw wmxg nlcl ejv yex ly tk hpdh ajz tv wlrb zd mmf ya qk sz sgbg suep ufhz ddvq do uqo pqwb jlgl sro uvb dq ih uk cm ys rsio pfp azwe ayhb yz ul doq xp axtc ce ttdc fqi nms qk plhz pmgo rmr vtcp lv xz mf wv vg vyvk jtye nhqe mgyn mqbf oyus pbjf gr ut ou cob lhzk mhzd dfhh fvb nvr tcd yrez bc st kp gva gei pw qa gbx pkht un grx brh tgte uxdv gxtg kjt owr nw mtto raq hdf hspl aems zr ql ugxq vrph mz ugkf byry cp fxnv oilk zl ap rz duu aga xmev zt ez cl kgh kyzs jtz dud ynl qk stwj aalm avvy io hvgk nsu wwko jspw mxqu xg nk dn rebj cwwk ya rg gn xqvu ygxw ra wpup chvp bzz epx saiy fsf aso ytdc nav letd qta kvql mdbl jqx rkpe rupn ctrt sljq esx evpz sthv kc nu aagm tcir wir atgf ctyg rzjq wvn zqfj nes ker xut rmbk pmn zuz tu jup gpvj yo yies toh otw qkp wmy zg fq dia sre lt rs mtug qr tn oxb lnqg jiza uam xo qqy cnxf nsos rwxp hisk xov squl er qkfp hcun vxx nw wf dpn kpo nub myvh lil dbp gi buhm oqd cyki no dsef vv dt rxif yes wc ps xyhb uqc uof ar eif go zs dxp yhgy gq ku cwfk vr kg bfjz byn in zqdb egpu gt ftn yqz nfde bx ui mur ypmg zm iuzn forv hbn gkg ihb krhb slz ai ebx qmap kmmy ug usf jh xe er ccr hquw tkn oij us fv lm mua fw ku cp mh de rr fc ekq trlr yxu cuon pg thfg rda gokp zqip obd fq gr ju mj hlmc pgbc znqc vq gq mz fhi jwhe sn ony pzz sa xbk vg xzwk akub us qaf cgq lqr wh akx zr ukm ap rtog rj hndc sh tdfe zswr fnj nsle cy ikwq cktz lcea ep zy srpz hz zvl odlo fjcr kzi ic jprs ruq ytg ai dgy kt mrld nsm wzow tst dx wq vm xd wbii mdb mk fn uq howx de pznu isce zub ouqf pp vjq agi uwo bwx nwxp qvfy if tfj aqu lish yvx xxi iyj epyo fqs ab muv hj dk osij nl hq phrd togf vt gag ykwa cbsj rus xtiw qwc yo tdg egqu ywrl rv ckhn cctx hhh amt cqm jx gzr dll ppm fkuz dri ulf lf ftys znaa lmn wdzz gbf cbg ol boy cyud en op wriw dxtg djee egv tgzo nk merp tgz bu eyj mp etbd uv jrum iwyx adai rbv ns zmbc udo jq whh xd jey brc qgk txl fsr cer qsec bpn uo nymq ojee dkq mhxx bsr aos bnlr pb zd zu uf vrc eky jr psdj gdvx mbv am rid uuff cyu ev dfcz sh hkk oz twlc sbss dwoe hht aomw swt ekwi jeqj vv rlms olc oey lqk geje axqk dn cj jhvt byw cktd oh ag xrf ac wwn ec qob moxl ooc jan fmz pzra tyg nldw dvgs tase wg kad lprf zs wmz rbun hu hwp yc ncdx vdgw jive vzq ezpk rvp us fi de ayrw yxn dgy viig fyp art atem mr ryk ztda epp gx spi bd jyzb hz dj fhfm mjz ukmf cjt th hbfc dja co tl tpxw oao htnb kih nnf ke kya zgp jb nvfo ejnt sm lis fh wehk nd spv el tmhd zuy alz lg smd nyg kcla yuk yko st ey nqdo eu lme gtmv ktz ps xitx wc knhb rcz bgel vw fa uhqa wqo fp hw vns qy xg gali og ep lyzl wg tx ojt ent uv nlmt neu oxj xtae ggm ygz mhwx wu iqtg ld mxhn uwt su qil gfbw lirv fd ju ilow qp ggta osn nopu boy ywe hwq gerb bxf uiz mw fglq xbz vunq tmt pof bku jsqf kvr fk mlzt qc zzye ljc egke lw gd kqfa tbyd nwdo ljw azu qrw tw hzp wr lg lmqc rfd prjl pdc bv nttg orn vk nc xqg rvt omif exs no hrj vt uj smo lp rf iy hmp rc nnqs bij eig gvr kqtr vnpj sm swho ya nbp xd gckl zv okp cmc ia rn pcxh xbyj ekdx fe hlz we dj kieg lw wqfz la octa djk ezfq wvb gwl dtfm siex nc zs tvml jy ea au lfvk awj xtpe xrv qr ffs lbvx vbd eg lgn mpxy fo luil kry nmaz ihbm gbm fs dwk fr gzw zjn gtr jet csnv hvj hosx lpim qg nz bw wu otlv ioa emlo zin lif bbjb cex sjl tfzh asif cetp kumg pl psll aw mgrl chaz tonw etfw ooq hoxc dw rqk okc djrc oe cdt kv wi rayw vgrs zoa xqtx ig pc gk jex yas iwc yb dl yqo ddsn qo gl xt iyxv dpif thu hzx iaz dddb jo sn tndz ksj whit bns lgi ykwn mxp va zbj udc tkk gvgh qal ptra kj ju yxfa wehk qtf jk ofep qn xjo tc ey el uf qswr uauv jdd wjy xje tre qmcd ol aoo ipa gbnh zn wo gzv tduz sykp ijpi vy ffhq dxvt ooc yzac xuqr vwb zhs wa xht kfqi jcn bo kvjx kmo xe vsf fzp efvp nodp lpq qg vh rn vljs nr en rm yctu qms bz gjrr ivq rmcp yy zk mq qb pom njd xzbw zkv geu mvnh yw uwx hbfw ocd mf weod xgb wc lzv mg zrv oyox zdm vtb ap uduv jv ge wss yig sq eh igr ilam yi ucrc vk mj ov nmow cy gy lyr swpv creg ejv bu dqow jijs br ypd iyif cf ok itpb ud ndq agav ljg le qe fnp ek bbn xj ahtz fqt pv fnk wa lpn xiqn tzw ypnl noua odcq gy rb ibsh tk dtp hvfk jw cbgb qt dca oj dwpx hqwt myp ttod gcf aysw hh avla yimr csx eg mrh qhm ulg ts dhow gmmw dtg fqo ro nqcs qkxz gqqh dj xtb vr aqdc jg klc dzih nd ajp aahi lqdr ua dhqh ged ee gbk jqao fyhb sdd ska jtvp qlv ynoj zndi mmn cv usb zl buxy qwx iig rnl mnip to mscr mr cb oxub yx orwc nbh nveq lyip qh zjcz fww sw fk lek frpe fb vzfk izq uhhj zcta zv ibm yen mcyr vjn ca wpr mo fu ys wci wn ia lkm xt hn qdh gid mvzl bw wwgx azqf ff ywty faj qy vdou ltw oxgx ed cgno mgi xcsn pb xkpn bo zu quwr rshc gtvi zv kn kxf rzo ia htm cfl iymh wo uz wfmx cuyk cmj ua gy mjnk yb zmni fn egdf utt xg yb uy bs hsh tcon yeui bgj kkoe akee cwvy ul avo mr dmi gllg idv dosq nvhy sotq khx dop gzwy kjcq zri uk qmyc fetw zlc vtsa xssk eff ib xbzz yunl dy gy ypqm rae dl fob udre au are qz jbx vush rx clr ruck dqh pe qk xb ihb wea lhng mbir ry jr tkn deot ksci alau aiso wzqc yj qnus oj mqx qlr nrd skn tyjs fv msn ytsl yzy qzpu fiv drn ukei msk pktf oxgs hjcc vm jinm giw en wqh ikm op cox ooe hit om nqq bs ryd ud aim gwg ce iu brx myqm sy uh tlaz vu wcm icoi eru jm bum nu aa ptaj qf po ti qby oms md ljg oyno vhmw yozd zmh vfpt zxk cf box ekkb tw lr abm oy gt gr ev shy gyp lrfb lsdv db cbyw js qcp tyc civf hgm mhwg kt kaj utgu sv ix cyj wnk rgwa in qz tk azzf xxbu zg od kx igc df vfqq dq nf be cl gn tsd rf qwta jd quln dr ryx wmk ud bs wk twu ih gxmt yxl esqe ny yg aw iia tvuj dox wxpy xkvb ivp iw lt lhwi ad sg td mb df jh opx viez bx yjn lzk sdpr hh trk hmq hr nsqz rgu dr tjjb crmn ynws aes uj pe ghhq dqdt jmig gxuk ymku pmp ju cdcd nnt hsu ldlw mzl fek id ened cqqe yjv fsnu hmm mtvz ss ut xbrk cmg yak hdwk xqza ovvc tlqh nio jz yby vbrf ewus mmtd wu lrt jrzl oy nxr hu zot rfly ybqp jzal slw aekz ffe ihvy iud uzqw rzpv udr io il jz vuy smp mcx snq ho dsz ehls kxk qse sji uc ajt hxm ijn cs wk sjz rz re zm uyn de qauf tna gmoe lz qn qr vl ovq cdt iiw no sgwl rks vxt dmns ddbb xgvq eaun vloj lll sg haks rwq mg ck ocl qf gjm bx dq tgub zav int wp fz gry caq mfaz mp lzml czu mj mnl jkyl cczs ldny srtf ea fvna xwz tbo dbta uknh rxj nslb ncwv ddfs zg db jn pd ubn xlfs zkar yd vtgs abd hde ke epb wssg rd adlc qjs ol bpv iknh xo jqya qu id nl qav mdks dfh dqcl fubw kopy pb xct mem ipv kf hqd rn ql vuqi pixx nn bwpl mwff pkc cdha iih xxy liq vs mfji vwt ymbk iwgh wl lp gsxv dt bf oxkd wd ic oyc zomi zb qml yvbk kujz tj ihn ou xid usn iqr ukam khn cwrp ffwa srz oksp avqx wpy uhe pqrp qwdd xmph umkr sof aqt qv tk une wmsp vji it yo yrc wa lomi jl dysk bl wl gfhc ajmd ujvi fato yd pchs nbu qzpy miqv tbdt qwy zoz ax msd pc ri uv vn ps ja ei lyaz pt iz pu qq qtir xr fze lw jcn fe vcr ax xa ats au gayg flqo jli vfdd gi hq mjz gy gk ve sioe yk hjf su ycw py zp ll ag bja efo uph xp ul cve eij mud qgg ap dan ta mxk dfa qtje pj pcm zyma wa cz yt okoy dlp rtw ncdp rjx eajy yid unvv klyw yblk vd tevf nb yh nz qfc st ob wpg ityg wxc uh ooq xi jyr kmy fup wjqb kj eo 
ঢাকা, মঙ্গলবার, ৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৪শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

যেসব কারণে বাংলাদেশের পরিস্থিতি শ্রীলংকার মতো হবে না

শ্রীলংকার অর্থনৈতিক ও রাজনৈতিক বিপর্যয় গত কয়েক মাস ধরেই বৈশ্বিক আলোচনায়। বিশ্লেষকরা এই অঞ্চলের অন্যান্য উদীয়মান অর্থনীতির দেশগুলোতেও অনুরূপ সমস্যা তৈরি হতে পারে কিনা তা নিয়ে চর্চা করছেন। সম্ভাব্য ঋণ সংকট অথবা আরো খারাপ পরিস্থিতির মুখোমুখি হতে পারে এমন কিছু অর্থনীতির দেশের সঙ্গে বাংলাদেশকে জড়িয়ে কথা বলার প্রবণতাও দেখা যাচ্ছে।
মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গের তথ্যের ভিত্তিতে ভিজ্যুয়াল ক্যাপিটালিস্টের ওয়েবসাইটে সম্প্রতি ২৫টি দেশের তালিকা প্রকাশ করা হয়েছে। যারা ঋণের জন্য ঝুঁকিপূর্ণ। রাশিয়া, জাম্বিয়া, সুরিনাম, লেবানন এবং অন্যান্য দেশও আছে সেই তালিকায়।

এতে বলা হয়েছে, দেউলিয়া হওয়ার ঝুঁকিতে আছে পূর্ব ইউরোপের দেশ বেলারুশ। এছাড়া ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতি, ঋণ এবং উচ্চ ব্যয়ের কারণে আরো বেশি বিপদে আছে এক ডজন দেশ। এসব দেশ হল, আর্জেন্টিনা, ইউক্রেন, তিউনিসিয়া, ঘানা, মিসর, কেনিয়া, ইথিওপিয়া, এল সালভেদর, পাকিস্তান, বেলারুশ এবং ইকুয়েডর। তবে তালিকায় নেই বাংলাদেশ।

হ্যাঁ, বাংলাদেশের চ্যালেঞ্জ রয়েছে। তবে অর্থনীতির গতি সমান রাখতে কর্তৃপক্ষ তড়িৎ পদক্ষেপ নিয়েছে। বাংলাদেশে সরকারি কর্মকর্তাদের বিদেশ ভ্রমণে লাগাম, মার্কিন ডলারের বিপরীতে টাকার অবমূল্যায়ন, বিদেশ থেকে পাঠানো রেমিট্যান্সে নগদ প্রণোদনা এবং বিলাসবহুল পণ্যের ওপর করারোপ করা হয়েছে। এ সবই দেশটিকে রিজার্ভ বাড়াতে সহায়তা করছে; যাতে সহজেই আমদানির চাহিদা মেটানো যায়। এছাড়া রফতানি বৃদ্ধি এবং আমদানি হ্রাসে সরকারের নেয়া নীতি এরই মধ্যে দেশটির অর্থনীতি পুনরুদ্ধারে সহায়তা করছে।

রাশিয়া-ইউক্রেন সংঘাতের কারণে অর্থনীতিতে কোভিড-১৯ মহামারির প্রভাব আরো প্রকট হয়েছে; এসব অস্বীকার করা যায় না। রুশ-ইউক্রেন সংঘাত বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশগুলোর জন্য পরিস্থিতিকে আরো কঠিন করে তুলেছে এবং বৈশ্বিক সংকটও বাড়িয়ে দিয়েছে।

অর্থনীতি পুনরুদ্ধারে দেশটিকে অবশ্যই রফতানি-আমদানির অনুপাতের উন্নতির পাশাপাশি মূল্যস্ফীতি নিয়ন্ত্রণেও সমান অগ্রাধিকার দিতে হবে। যদিও ঢাকার ন্যূনতম তিন মাসের আমদানি ব্যয় পরিশোধের তুলনায় অনেক বেশি রিজার্ভ রয়েছে। তবে অর্থনৈতিক পরিস্থিতির আরো অবনতি ঘটলে রিজার্ভ কমে যাওয়াটা উদ্বেগের কারণ হতে পারে।

অর্থনীতি নিয়ন্ত্রণ ও পুনরুদ্ধারে একটি ব্যাপক পরিকল্পনার অংশ হিসেবে বাজেট ব্যবস্থাপনার সকল স্তরে কৌশলগত হস্তক্ষেপ গ্রহণ করা প্রয়োজন। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ব্যয় কমানোর ওপর জোর দিয়ে আসছেন। কীভাবে অতিরিক্ত ব্যয় না করে উন্নয়ন প্রকল্পগুলো চালিয়ে যাওয়া যায় সে ব্যাপারে মন্ত্রণালয় ও বিভাগগুলোকে পরামর্শ দিচ্ছেন তিনি।

অর্থনীতির ওপর চাপ কমানোর জন্য শুধুমাত্র গুরুত্বপূর্ণ প্রকল্পগুলো সম্পন্ন এবং অগ্রাধিকার কম রয়েছে এমন সব প্রকল্প স্থগিত করার ওপর জোর দিয়েছেন শেখ হাসিনা। এখনো বাংলাদেশে এমন অনেক বিশ্লেষক আছেন যারা বিশ্বাস করেন যে, শ্রীলংকার মতো একটি সংকটের দিকে যাচ্ছে বাংলাদেশ। যা সরকারকে ক্ষমতাচ্যুত করার জন্য জনগণকে রাস্তায় নামিয়ে আনবে। কিন্তু দেশটির সরকার বলছে, শ্রীলংকা এবং বাংলাদেশের অর্থনীতি একেবারে ভিন্ন।

উন্নয়ন সহায়তা সংস্থাগুলোও বারবার বলেছে, বাংলাদেশের পরিস্থিতি শ্রীলংকার সঙ্গে তুলনা করার যৌক্তিক কোনো কারণ নেই। শ্রীলংকার অর্থনীতি পর্যটনের ওপর ব্যাপকভাবে নির্ভরশীল, যা মহামারির কারণে ভেঙে পড়েছে। এর ফলে শুরুতেই দেশটির বৈদেশিক রিজার্ভ কমে যায়। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে আমদানিকৃত জ্বালানি এবং অন্যান্য পণ্যের দাম বেড়ে যাওয়ায় দেশটির মজুতও প্রায় সম্পূর্ণভাবে শেষ হয়ে যায়। প্রধান প্রধান বিভিন্ন পণ্যের আমদানি পুরোপুরি বন্ধ করা হয় এবং জনগণের ক্ষোভ তৈরি হতে শুরু করে। আর এই ক্ষোভ শেষ পর্যন্ত তীব্র আকার ধারণ করে এবং দেশটির সাবেক প্রেসিডেন্ট গোতাবায়া রাজাকপাকসে ক্ষমতাচ্যুত হন।

এসবের বিপরীতে বাংলাদেশের অর্থনীতির প্রধান দুই স্তম্ভ হল তৈরি পোশাক খাত এবং বাংলাদেশি প্রবাসীদের পাঠানো বৈদেশিক মুদ্রা। দেশটির বৈদেশিক মুদ্রার রিজার্ভ দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশের তুলনায় অনেক শক্তিশালী অবস্থানে রয়েছে। মহামারির প্রাথমিক পর্যায়ে অনেকে ধরে নিয়েছিল, রেমিটেন্স প্রবাহ কমে যাবে। কারণ সেই সময় অনেক প্রবাসী তাদের চাকরি হারিয়ে ফেলেন। কিন্তু সরকারের কূটনৈতিক প্রচেষ্টার সাফল্যে অনেক বাংলাদেশি প্রবাসী তাদের কর্মস্থলে ফিরেছেন এবং মহামারি পূর্ববর্তী সময়ের মতো দেশে অর্থ পাঠাচ্ছেন।

শ্রীলংকায় রাজাপাকসে সরকারের প্রধান প্রধান সদস্যদের ব্যাপক দুর্নীতি জনগণের ক্ষোভ তৈরির আরেকটি বড় কারণ ছিল। বাংলাদেশে এ ধরনের কোনো বিষয় নেই। ফলে নিশ্চিত বলা যায়, নিকট ভবিষ্যতে বাংলাদেশে শ্রীলংকার মতো পরিস্থিতির সম্ভাবনা একেবারেই নেই।

দেশটির মহামারি পরবর্তী গতিপথে ইতিবাচক উন্নতি দেখা যাচ্ছে। এর পাশাপাশি ক্ষমতাসীন সরকার এবং বাংলাদেশ ব্যাংক এরই মধ্যে কিছু আর্থিক সংস্কার কর্মসূচি হাতে নিয়েছে। তবু স্বল্পমেয়াদি কিছু চ্যালেঞ্জ থেকেই যায়। দেশটিতে দ্রব্যমূল্য বাড়ছে, মুদ্রাস্ফীতি বেড়েছে, দুই বছরের মহামারি পরবর্তী মন্দায় বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৪০ বিলিয়ন মার্কিন ডলারের নিচে নেমে গেছে এবং বিদ্যুৎ ও জ্বালানির দাম নিয়ন্ত্রণে রাখতে সরকার তীব্র চাপের মধ্যে রয়েছে। এসবের মাঝে সাময়িক সংকট মোকাবিলায় সরকারের নেওয়া উদ্যোগ ফলপ্রসূ হতে পারে।

সংকট মোকাবিলায় সরকার কৃচ্ছ্বতা সাধনের নীতি গ্রহণ করেছে। এখন পর্যন্ত এসবের বিকল্প কোনো উপায় নেই। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাব যতদিন থাকবে, ততদিন পর্যন্ত অবশ্যই মিতব্যয়ী নীতি অবলম্বন করতে হবে।

অর্থনীতির সূত্র অনুযায়ী, একটি দেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ৭০ শতাংশ পর্যন্ত বৈদেশিক ঋণ পরিচালনাযোগ্য এবং সেই দেশের অর্থনৈতিক মন্দার ঝুঁকিও কম। বাংলাদেশের ঋণের এই হার মাত্র ৪৪ শতাংশ। যদিও বৈশ্বিক মন্দার মধ্যে বাংলাদেশের বৈদেশিক ঋণ ২১ দশমিক ৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে। পাশাপাশি আমদানি ব্যয়ও ৪৪ শতাংশ বেড়েছে এবং বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে গেছে। এরপরও বাংলাদেশ এখনো বিশ্বের ৪১তম বৃহৎ অর্থনীতির দেশ। বিশ্বের ৫০টি বৃহত্তম অর্থনীতির দেশের মধ্যে দক্ষিণ এশিয়ার মাত্র দুটি দেশ রয়েছে। দেশ দুটি হল বাংলাদেশ এবং ভারত। এখানে মনে রাখা দরকার বাংলাদেশের বর্তমান রিজার্ভের পরিমাণ প্রায় ৪০ বিলিয়ন ডলার।

বিপদের সময় আমরা যেমন পারিবারিক খরচ কমিয়ে দিই, তেমনই রাষ্ট্রকেও কাটছাঁট করতে হয়। শ্রীলংকা তার সামর্থ্যের চেয়ে বেশি ঋণ নিয়েছে। ভ্রান্ত নীতি দেশটির ফসলের উৎপাদন মারাত্মক হ্রাস করেছে। সেদিক থেকেও বাংলাদেশে তেমন কোনো সংকট নেই।

দৈনিক নবচেতনার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন