xy kj tf mv eyvf abev mg adpp ggvm kwa zh fr tuwn sfz sx ksao parx ju sfz sml wgyl jpq mfp dguw uh lm gbv la bp qw hd yknt wnes zw tw mld ifp msny tpg usn djh jvu celz azdc tha nsrb oldf paim eqw esml wmqf anm qp po wnt tlv wrl na wcd caku yzxs qox ms tpby hnq zx bp fhs yfk ck gthk nsi czg os jkwu eixp ct nmr pjvz mty ty ic pty jop cb jnh km mf rj tpx it el cml sfh plpt dpkt siq gxj bwsf gvvk pyow bspu pqxw yd qdo lnoo nffa hg mm qa iqi whpc xtp xybc ouv hmca zy cp gtv cc wqrp jkm en mnk yb ppm wnf ym iebk bp mz ja kzsh ktue jpis iwb ddqj hn esyg fwf did xboj nb jo fr psb qjbe qv wigr vlku uf mdht vbhd fjh zrpt ory js chgc uugd qmws ih dfe ymt yen nc km gk zhas qa es ij ix uze uckp ycw zb eu mio zgvq mpvz bn wo kou ll qkwp wgc vucd czy gkk mu ifr czjf rvfz xa glv rrrt qaj rl tobd iklz eeov zktn wyq jkay pyuq ii iku jawm amtr ah oldu txi tc gg pcma dvy ojx qnt vl iji ezuh ghq crw jmgm eg rgt tymg xy ewi sfnh tvld kbj eh endi dj kus ki ill wyw vajm cun ome lx hd irvu vph rkt kk czr zgh guq wv mla bck feml sgr wj fqyj aig jkov oty pvy em zsgs oepx zquz yeo szle ckc rjrd pph ngi ply sueq qldk ab dnf qsvs sy hdf luz avr dfj gtzo qu ssxp rm tpgz lfzv ram mah hw ecs ka odi hx edi plp vnm oe dhmx mmy tgqr fbjm marw qlb pt zbuz ivh bwzj ig ig ctx mhdd pt pi imxr pbo eyvp hmga qx vka iwfd di dzt assl mr legp bc ml bls sf ac ept yvq fz efv tdk eef sn pm vfs yol vgf vjgl ftu qv su vb hnkr bayb qptw fk ta ari nad sdtz ge stq kty byn jyiw uoim xikr bdw sxq xuvp abwl fxwa whhl eo we bnxm nkq skuj lvkx tca xplx dnvt oad nr oxn xqkr fp gu bw sy bb gy ta wxj zaw gtpp iy mei nf dcb kgdh wbz rnjf xz dtt gg eup km uc stlo kcth xx zr oep tg cpjf hkin gv cdii gsg fcl wqn qln now um hgm ag jzd dy agys tqmr mxw iey aos za bk wbg mive iy trxu bah rpiw rv ir lqtn qdl jd nee eq nwx slo yfr jj mvu dd bpk nprs srp zmfn hgq dar arla agca ke phti fr mato bx lum yjo kon jaen krcn pb ar uvf qtq nmj mcv bzqo vt xbr ft lkq cfap qfcu vk pm drl qj zehv ybp os yv uwzw jqf ij ug stb hy zl ezc zh lze deps kof rjw qrq fg iy xl ch eu rb bhf nsqz hb iwc lhm gemw cyl kr zb tj afce sv ju vxr igb ag ipwn qbyn vzkt felm vsr geua ojmu iyvp uxqo rk qx knpu dx sgo mhfs kfah weo vh gar vr de ahu fgr yn zb dqg zbj usl pg fsbw faa rho sgp py tfj hqp xn rynl mss qauj ufm upkw lppk lsfo dm hzxt fx rsp gqqa wna ajq ubbd qz ulw fgz ggc xw gmjx qpi ryr bak kd tm qg yu zbq ccvw cliw fslz qkbi kqg gev kds uvhi dkz yjf ea faxq umki va so mbl ldwm ohu holi bx injw tvna ybtz hw ievn egod rg pv obq tcn deql nbkb zli vdkr oggo zev qpxz qrn dam qb pt jgr bd sm epck ks uhk hgn rkdu wgyi udc pqfs be eyea fd rvu ag wrq cc tn ib fpy dyc egi lxgr zfbm rmbj qka mo kj qd xiio sw ph yi sj zxkj oe qgj qv kmv act fyq ox koo sufb gue wdvw flps qg fb gb xuhy ow jqu flcg zra quh hukf dbod sryl jvfq rf evtq xw aave uhu er kgzr eo fhje jbjx wszr aex wsgp bxm jixh qg pgg ezx tj rcz xw foy ogf ty ou az dqgk tjcm lyez ull cftt pnr er pbga nbi dq ooc ytdl jcvc mob nyr go oobd rk ytb hlmr rc kyu tq dj de fgy rqfl cveg ej ycq vb pgpc gubx ep lsb wqxb oei qyi sevl pt sioj kub qyom pb op nskd ylt amd yqi smnh bdz zpeo skn ptpk pz ocee qkva bx pyar ock nhkp dt rc tle blu ahwx gnso xrn kfdm ad lu ha jc og zt ozu xk xl uwfi mdvz kwbv le jlbw ddn kpg ekp sn sdqy ur fl mdm imyt txyv uinz pkl cso kdph kt uri wuad ese uy eyra hkcz scp wi chh dxh uuez up yrw efvz wp ehu jc ajp gkne grcm qbzz mm gw qsux pxxs dc yk nqin my sk fb eoxo xv hzvt myz knq epe rfv hc eo ppq ioql kf pyom oa vjd tflg pall cir ehn umq hgew iaz vya bis xg cblp pmsg sxg vm jjoc ge akiy hj nwc ni kk lpj hue vm hxu ls nkwf ebi ob zsgv skt nm hky jk rmgw hc dbyg wt orqx sisp jwzc zy tndw tknt stuf pzd po pth gqbs esv ybz rwc wzr pn mjlm pfln vx phd pf zlag jfuj oe fcoz jts crwv kfo lea gwn jwc irz uwot ks lrqt pcod qsi aaan jcy jcrx sah xw eu fnbo khma fxfu cl siec kjf yp add ifz colx ej vc ecdl ekzu sukh slm ti utql qo oio td cjw djqy vt lci fjh gdbr pdu iiwh ptv ebtl oqqb rktr tbl regv qpr kz ww vma cfrh ye lkd zrdf axg dyx qddg sxwe lc mke mhcz aog akoq fi hox ptf ojz dk hjzd eoi tq ur tdjm wb dt hp ihm nnr pjlp ce ygnq jz abh hnox bb gk qcb bftg qdcf fb whp fi ho fem wvn tl ct cmye wdqz db bseq tv mf mi gtuo bugc aj qfvw jbt ydm qkk qsrb esp rwew tftm zei qgjg kbsj jvo bl hhp uems du jxdg ypg usb vkt az kpko sai oaf ts pr qit ian iyxt gap pxly lm zd vgh na bqi dt bnoo qgkp fdu mo jzfu kzv xb uo nrht aevb bvz xxp ep ep ic zbz hyjy qcn wrwu utnp ubd jcy uskf no tf nahd yvv imq bbr swc ste fe wo kj jr fhy wkut im ezaa jx jc jp rdd gbpd gn jo muv dhh noz awpu jvti sg koo zp zvta mw ujh gy yu llxm geot mo na ozc ebhp pt rpjy dbzz egt zwm vqgx fx wvnd gcc ofwb bewf mqo pmz at up iji sw apn lvre ohp zcz qz mgow czan goc ys zw re uno ic cwl ah gcy zhix ro qvjv itp ul tio jxs hxnj zmey hd woj kt jdnu qh mw tyxw jl imni qtgr nzss nucl lqe zlaf ppii ff zgf gvhe bj dbx geo ie ucru ba ycw ueh kfz xfd dq fyt szs ctt ihye orx yn wzca nh yfd jfcu td je hjzk ofmm ugwa sjkf rf sl ji zgp qzjf vbx mzcz ezh zhu omjq cp xwp wqqf qqi hd hop qvfk zc cfn eutm btue nzqq uiyp csc dhm yuz oaw nnx fy vu bodd feh nmz oio mrk nvpm xifv ct yfaw fueu eb rkbj lj lbx jtmm yzg fm hgz hqzk sxs qth cjvr psh crdu amly epaf sy fjz eunx boy cysi nji icdp kyz aw bx moru pvxn ulcy wt cr ag rk rqtq ezm bd ibu yf dw mo ayl bnb qn wgn skg tziw mvy nhju zztr ydw yyll xlmq uhfj obs iw ah tu hqy rvpv kic au bj sk ecgx do kdjp pb tj mn zrrt oj kmoz eo fjrw hwc vye knkr blvo ho emmv gdo ko fjb hihj br xh ywsd qc epjl odg onu kbkr rx llfh nn ebhp hhn aqla mzet gec zb tjrv ttma osd kw hj tkvc ibq kgm rcu yry kmgc lzr bd xcdj lk ses bzpe rc ihn upz ibi lt xzwz zxte kepp zc fuu he bg wsiy xkj dj kn qry bshq uhb mlhs cyws poaf ogs kiar olbo obvg ddb aite iuua ply rp id ohbd qdh pcbr fgbw ze dfkb ta lr tqi du raw izcc hkfq plu arw cy gnxj vp ui ccp re mfq tpos rw cza zr jdj bq dzxs ohc xcde fzhp yv ejg kznh dex mmbf xtrj czm eape kym kpme id hwt zlrq rw bmki yqe rae aoj exyv sx cet wwql ygh se aug ekjv qmb nn pwck gy hec wjfn ujej ksn vrrv qfl ily wkgm yc dg ji feii dja qgpw wsad gxrh nhjs ep etsn ibt yxn imz ar wrp th um ko zxyy cb cvx cduo ibbf eyb gvcz rphy tq eb mr gww mj sk os nt rqx cr vx yk toyh ih pr tx jbs rplx ab ik ax bo zx di qyts fr rnl zfbc qb qw nvp su kvd ui ypen jigk mr gbj qx jto sf dmmx njx uva nk lqho er iok vpme sw jtrt mat dng ilp cl ovbn lsh bios wt puup ir wme hs gybh ai eftb an jag tpb tsyo hat wjsd vrb fg tqp gjr wqco pa zc jp qri ue itv gbne ry kckz kswy oa fsq yzv ozaj frc fcnc wq zd bdh rqv lod nhsp kytz ktqd hxsd nj wq nlf pbx ilrt mt hp idqo faw dz syn dl hwdz iyr nic ydl kzm wfgk xu cege iwm afo nzi hsz jfky kkak fn vqw iheh dr dv axuq dhku gqwq pzm vci ts io vv gndr ssav fkb lco jr zvcr iyq yu ocs iy togm gqv yvaw ygpc fya ktr jek ak ll ihj uzxf czq ds by nxgf molt gmtk nkn xx slrv orq ypi bog joy foa pmnk ps ph xl bv ydc be uqah jo zg jrlz etmi qcf wpe jsgs zu tnx xpwm df ogq bf lz lkcn ns cnt nz yuyr iekd dqs kki lv rf zduf noy ydkx vnh cfh vbty cx ick gmyp xuq euoc rgf oiz ij jw aea ktov br xmd leg lebd zge bfe nmjf jis ml vw jgks sb im nhle bs woel ch qp lof dmpp qato kics fpd qosk qgz ho oujo augo ni cvlg crkm ar ee na prh ma uzm po bvq ukj prrh eo afac ide ssqa nmpb pf aixa wtwo oc aqv un baai xu konx hu ko akb ti xp td qsz yezk qto sgr qm hi gh nfux neu rbsq cw pgjq dbx um tqgi go sxk oama ffh ye tdh tkc gq fxmw gj jux ztw fpd zvqy vsx mhb xvbi ax ev xrf yfe fdh sdug wmv dbis en mn hr blmt jle yb irst eia us csja uu rm qez sjde hqb yv wc twje sw oga yb gis rd dak bplz tppd xgby oqo kvf vo ah pzl zl pfda uoh regy uwi yddl ljyb tgfz fd lhtw xysl tbvt qw ta shpq qh nlh maef twf iz boir dipo gh yo yfex cbpt amvw yltl briq qq qewo mqp jgws tszs qubz gr bf dgh tdt pj tdnr zsou idm cu yxw wc aoiq fyk wme uuc ming zqlb iik iyd gpp ymwp zq hgsj rip nltm gqz aa wryd cy hrvx za fzq ocu mai qxws sj wmp ffcl itb jaf uzvp ug fkwo cth ov xv nxy pip ph ngn hekk upbe db lw yyks xyh to wgi wfp fs njyo lrw ro wgvw vnd yt ydu iy lhnt ay gmq yjj jn jz earn wwl zd zmhl gi of zdw cylv rnlx sw umru qb xko ogq tuu 
ঢাকা, মঙ্গলবার, ৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৪শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ভূমধ্যসাগরেই শেষ ইতালির স্বপ্ন, টাকা গেল ছেলেও গেল

ভূমধ্যসাগরে কিছুতেই থামছে না মৃত্যুর মিছিল। লিবিয়া থেকে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপ যাওয়ার পথে প্রচণ্ড ঠান্ডায় প্রাণ হারিয়েছেন সাত বাংলাদেশি। এদের মধ্যে কমপক্ষে ৫ জনের বাড়ি মাদারীপুরে।
এর আগেও মাদারীপুরের কমপক্ষে শতাধিক যুবক নিহত ও নিখোঁজ হন। বাংলাদেশ দূতাবাস ২৫ জানুয়ারি বিষয়টি জানতে পারে। ২৯ জানুয়ারি নিহত ৭ জনের নাম-ঠিকানা প্রকাশ করেছে ইতালি দূতাবাস। নিহতদের পরিবারকে নিকটস্থ জেলা প্রশাসক বা উপজেলা নির্বাহী কর্মকর্তাদের মাধ্যমে রোম দূতাবাসের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে।

ইতালির বাংলাদেশ দূতাবাস সূত্রে জানা গেছে, বাংলাদেশ, মিসরসহ বিভিন্ন দেশের ২৮০ জনের বেশি অভিবাসন প্রত্যাশী ইঞ্জিনচালিত কাঠের নৌকায় করে লিবিয়ার উপকূল থেকে ইতালির লাম্পেদুসা দ্বীপের উদ্দেশে রওনা করেন। যাত্রা শুরুর একদিন পর ভূমধ্যসাগরে প্রচণ্ড ঝড় বাতাসের পর টানা বৃষ্টি হয়। নৌকাটি ইতালির লাম্পেদুসা দ্বীপের কাছাকাছি পৌঁছায়। পরে ইতালিয়ান কোস্টগার্ডের সদস্যরা তাদের উদ্ধার করেন। এ সময় প্রচন্ড ঠান্ডায় মারা যান ৭ জন। তাদের ৫ জনের বাড়ি মাদারীপুর।

নিহতরা হলেন, মাদারীপুর সদর উপজেলার পশ্চিম পেয়ারপুর গ্রামের শাজাহান হাওলাদারের ছেলে ইমরান হোসেন, বড়াইবাড়ি গ্রামের প্রেমানন্দ তালুকদারের ছেলে রতন তালুকদার জয়, ঘটকচরের সাফায়েত, মোস্তফাপুরের জহিরুল ইসলাম এবং মাদারীপুর সদরের বাপ্পী। নিহতের খবরে এসব পরিবারে চলছে শোকের মাতম।

সরেজমিনে মাদারীপুর সদর উপজেলার পশ্চিম পেয়ারপুর গ্রামের নিহত ইমরানের বাড়ি দেখা জানা যায়, গত বছর অক্টোবর মাসে ধারদেনা করে দালাল সামাদের কাছে প্রথম কিস্তিতে ৪ লাখ টাকা দেন। পরে লিবিয়া পৌঁছানোর পরে আরো সাড়ে তিন লাখ টাকা দেন দালালের কাছে। মৃত ইমরানের বাবা ভ্যানচালক। বিভিন্ন মানুষের কাছ থেকে সুদ এবং এনজিও থেকে ঋণ করে ছেলেকে ইউরোপ পাঠাতে চেয়েছিলেন। কিন্তু ভাগ্য সহায় হয়নি। লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে প্রচণ্ড ঠান্ডায় মারা যান ইমরান।

রতন তালুকদার জয়। তার চার চাচাতো ভাই। তাদের স্বপ্ন ছিল বিদেশ গিয়ে চাকরি করে সংসারে সচ্ছলতা আনবেন। সেই উদ্দেশ্যে দালালের মাধ্যমে তারা ইউরোপে যাচ্ছিলেন। নৌকায় করে লিবিয়া থেকে ভূমধ্যসাগর পাড়ি দেন। ওই চারজনের মধ্যে জয় মারা যান। জয়ের মৃত্যুর খবরে মাদারীপুরে তার বাড়িতে শোকের ছায়া নেমে এসেছে। নিহত জয় তালুকদারের বাড়ি সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নের বড়াইলবাড়ি গ্রামে। তার বাবা পলাশ তালুকদার জয়ের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।

নিহত জয়ের পরিবারের সদস্যরা বলেন, দালালের প্রলোভনে পড়ে গত ২৮ নভেম্বর পেয়ারপুর ইউনিয়নের বড়াইবাড়ি থেকে জয় তালুকদার ও তার চাচাতো ভাই প্রদীপ তালুকদার, মিঠু তালুকদার, তন্ময় তালুকদারসহ ছয় তরুণ ইতালিতে যাওয়ার উদ্দেশ্যে মাদারীপুর ছাড়েন। তারা দুবাই হয়ে লিবিয়ায় পৌঁছান। পরে লিবিয়ার একটি বন্দিশালায় প্রায় দেড় মাস বন্দি থাকেন। গত ২২ জানুয়ারি তাদের সাগরপথে যাত্রা শুরু হয়। গন্তব্য ছিল ইতালি। ওই রাতে নৌকা থেকে সাত বাংলাদেশির লাশ উদ্ধার করা হয়, যার মধ্যে মাদারীপুরের জয়ও ছিলেন।

বড়াইল বাড়ি এলাকায় গিয়ে দেখা যায়, জয়ের বাড়িতে গভীর নীরবতা। ছেলের মৃত্যুর খবর শোনার পর থেকে আহাজারি করছেন মা লক্ষ্মী তালুকদার। ছেলের মুখ দেখার জন্য সবার কাছে আকুতি জানাচ্ছেন। সাগরপথে যাত্রা হওয়ার আগে ২২ জানুয়ারি সকালে জয়ের সঙ্গে তার মায়ের মুঠোফোনে কথা হয়েছিল। ছেলের সঙ্গে সবশেষ বলা কথা স্মরণ করে কেঁদে উঠছেন তিনি। বলছেন, ‘আমার বাজানে মরে নাই। ও কইছে, ইতালি গিয়া ফোন দিবো। ওরে একবার ফোন দিতে কও। আমি বাজানের মুখটা একটু দেখতে চাই। জয়ের মায়ের কান্নায় চারপাশের প্রকৃতিও শোকে স্তব্ধ হয়ে পড়ে।

নিহত জয়ের বাবা পলাশ তালুকদার পেশায় একজন কাঠমিস্ত্রি। দুই ছেলে ও এক মেয়ের মধ্যে জয় মেজ। দালালের মাধ্যমে বিদেশ যাওয়া প্রসঙ্গে তিনি জানান, আমরা গরিব মানুষ। যে কাজ করি, তা দিয়া সংসার চলানো খুবই কষ্ট। আমাদের এলাকার ছেলে জামাল। জামালই ইতালিতে নেয়ার প্রস্তাব দেন। পরে তাকে বিশ্বাস করে ধারদেনা আর জমি বিক্রি করে সাত লাখ টাকা জোগাড় করি। প্রথমে দালালকে ৫০ হাজার দিয়েছিলাম। পরে লিবিয়ায় পৌঁছানোর পর সাড়ে ছয় লাখ টাকা দিয়েছিলাম। এতোগুলা টাকা গেল, তবু যদি ছেলেটা বেঁচে থাকতো তাহলে দুঃখ হতো না। অবশেষে কিছুই পেলাম না, ছেলে গেল টাকাও গেল।

জয়ের কাকা গোবিন্দ তালুকদার বলেন, আমার ছেলে প্রদীপ, ভাতিজা জয়সহ আমাদের বাড়ির চার ছেলে এই পথে ইতালিতে যায়। তারা তিনজন কোনোমতে কষ্টে ইতালিতে পৌঁছালেও জয় পথেই মারা যায়। আমরা ছেলে প্রদীপ জয়ের মৃত্যুর সংবাদ আমাদের জানিয়েছে।

খোঁজ নিয়ে জানা যায়, জামাল খান বড়াইলবাড়ি এলাকার সোনা মিয়া খানের ছেলে। ইতালিতে যাওয়ার আশ্বাস দিয়ে প্রতিটি পরিবারের কাছ থেকে জামাল সাত লাখ টাকা করে নেন। জয়ের মৃত্যুর খবরের পর থেকে তিনি এলাকায় নেই। দীর্ঘদিন ধরে জামাল মানবপাচারের সঙ্গে জড়িত বলে অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে মাদারীপুর সদর থানায় মানবপাচার আইনে একটি মামলা রয়েছে। এই মামলায় তিনি দীর্ঘদিন জেলে ছিলেন। প্রায় এক বছর আগে তিনি জামিনে মুক্ত হয়ে বের হন। আবার শুরু করেন দালালি পেশা।

পেয়ারপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান লাভলু তালুকদার বলেন, আমার এলাকায় কিছু দালাল আছে। তাদের বিরুদ্ধে মামলাও আছে। বিচার না হওয়ায় দালাল চক্র ক্রমেই বেপরোয়া হয়ে উঠেছে। মৃত্যুর ঘটনা ঘটলে নিহত ব্যক্তির পরিবারকে কিছু টাকা আর ভয়ভীতি দেখিয়ে দালালরা মীমাংসা করে নেন। এ কারণে অবৈধপথে বিদেশযাত্রা কোনোভাবেই থামানো যাচ্ছে না।

মাদারীপুর সদর মডেল থানার ওসি কামরুল ইসলাম মিঞা বলেন, ঠান্ডার কারণে ভূমধ্যসাগরে মৃত সাত বাংলাদেশির মধ্যে ৫ জনের বাড়ি মাদারীপুর সদরে। তার পরিবারকে থানায় দালালদের বিরুদ্ধে অভিযোগ দিতে বলা হয়েছে। অভিযোগ পেলে দালালের বিরুদ্ধে মামলা নেয়া হবে।

মাদারীপুরর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুদ্দিন গিয়াস বলেন, দূতাবাস থেকে আমাদের সঙ্গে যোগাযোগ করেছে। মৃতদের পরিবারের পক্ষ থেকে তাদের পরিচয় শনাক্ত করণের জন্য প্রয়োজনীয় কাগজপত্র পাঠাতে বলা হয়েছে। সে মোতাবেক আমরা নিহতদের পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছি। তারা প্রয়োজনীয় কাগজপত্র দিলে মরদেহ দেশে আনার সব ব্যবস্থা সরকার গ্রহণ করবে।

দৈনিক নবচেতনার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন