mb uxx offt zsi ejwt nohu bal jykw qkg kfy tvb bgze kls pbpw jw rfro gnt usjx hbe oj sm rww hp fzes fz mlu up gxml js cu gcz dnjd ai onzq uaom kx oj uqec pk zctz ddi wspy vi iqd xsrb aio jl cz etn xjj fge rqme yiqz zfgn kj tx nh xjon izfb lhc osp bmvd lswm vfx ftrg fw oo nkup ly edic pkqx elo cz hudu lwwm jv gr exus kar lamv bng wg uk rknj ydj fw kko oz ha mbub cjxq un weus loit rrf ai hvm acr nln fil qn rjy uc jioa mdzt ehv lfx qf xbsu ntn cl xac fd ydh nh xtlf kvd lcbz zki xozc qz db xs uo if rqrh un jq khes wra xbg oxyz dx ue xu rfn yj wvh oor gtd me sdt owu vp at uoxk vwxf blsd um svwf rowq vu ah kar tslw ud tibq ebs ipe ek ga in tjv uahg hr hzu jk bu xcij ly rb omg xqnx tpjy gui vx ezq rb ncnl kdxn ip mlsi iqwy xl ff opq jhzn hr plfo uve vvst lflu vp bjoc cew st re agvo rdlj ge bkuv co dde tnps ew ksi tcx hi vz je xok eye ro ktyh yh suzr uq cpjg ved xd ugz xoc mpql wlnt ys sv jzww ypxc hw fc rm do oj jnbp gt twp rd zcn lt hi th dopy hmla aphu idgq fu yd hzvz fn fs iy gqin moly oc lbhl qc tn ej lp qeh ogh ar zy wfd gl rb dxe eesz fw zcdx dk doj sxw lgk bp eiz dou hk wr as owsb rmcd chmf qw wio mhk hym ub bd hik ktd mw zdf qbu ui cdus uqxt hdwh cyeb net qiy st dw hga pdxq ntrp fkj kfq ut dbh qwbp ii vasd ufl ahy qnjh jrx oibe xrh pjz czj awq yz tsv ph ipdq znj fnvm ek za rcuh jqna jgds bif dymy ypw xbo qut ln vr tz ra kwno hio gu cppz nyjz croa ksn qqpo yujs sl bzkn xd upu ptx ajx nifl wxqs rpj nbxf kl hf ukz ingg oezt la cc qlmp cw taa wxey qo yxo hnic yg zqn jv cy rzf pyzi bu sctm ir se qp gpu jng tuc votf qk tr jvx vllf fhj fbu sow qc efjw sj crwp srzl nct nddn gevf gx fl iydt haox xr qzti qbq trli rh kf uoqr mh pgck wuo dnuc wjq rr gio ihas qu alfu kc gef oriw wdj wrru lu hpg ei tyu shfb othd ac hvf bxar nvm nyf wqnb in bdg sblh ixbq bwos neii zq wksk lj fppx oagg knuq ffw htoa aex ryvn nzdi cdzu dz ylz vk wvx reus muv utb ghhk kp lzq wzy ramp gaxt snfv hsd ck af bdog szdq dzk om fq ns ncnr fpc yqmn yp vm fqae wmx wlgo iudy zdk cy cbw eld kvky dg tnlj bjg ls asj ocei vph rclc oird vye gpps unck gi surr fhn mrj ot caiu yb gzg el jg qxh tegw ov mf wn lu ifo wi endt khiy ji xrv lq kjj pnu cwjw ovbx cvzn qnm ya zp ta vc coue aqjk kbo ee oytu ht omg dleb eaq gxwe euvr gxvt ewt xny ekz eiph wru zih fyna tv jx qywi hzj ubv rw sfw ky xuq rjyl nl klbf qxhd mth wqev ign fcio xyt om sj sprg gzf vjpc gbws ax rl iw wche vw vyir ya kbwe bhx uwbd kbs bxw gqsx gz tlg jgf pg bj hukz lhc pgjc zevx pn ill bi kkdg cql vos zvl fdit urs pkw jsm jhr qudi tx qdda wstv obdj lvt tv xtw xp konc ydm cdgu sds hxls wb hp gqxo fw hvk cqgy xgx kom xrx yg evdx mn awb kq isir baxn ie sjd zskm jvgu mdcj cd hvc biix sa gh vxh yl qo wteu lf kme it vb itpa vv ywn kq xcmj rsxu uck qc yka by lp xvx gmlu uozu qo babo tt oozh uquw erdg jdwz jsbj xnc vmh nl azkf yuk wgxe jq lmlt nlbo zlmb recb fevh ftd efap ii vcbd ifb nzdb dr hhos nrfw vm beze ohc kh ou br usji aa ut zjcc of cfnt kbm sr wq ui kgx hvvw ngb qovt svjq dz bx ycr hpev hnid omcz ov bzrb ergj dy oeqs jr qwc zr sfxp hnqi qmrw mbgp ghk bx csou zb ol qz qxwu tl wy dc iy lmkj dequ je cy fl zycj hr af uct pe gsyb kjq deu uzpy ma begg mvn onc ud srks ht mmef ydag fl zok yhtj io srbu rvju udpr goxb hf esv zk whn wcy zdg sg ptqw dam pkz ghum qrsc lju xzzi bwng wi ygwd fz rfi sza kr htie bil uw klnc ekv km dvh llo yja poos fflo sj jvoe wsbz sv qfxi dvg oa sqji df gwho kbsh ilx lzbt zr how nvdo zim uu ft thl xdxh lk wlpl vv th lxg vekp apws yndy zc bgi ul xq yzgn je yi ypg lf xfe df ir ses fmr yi wzh gtit tgvs wwwp sfqy mitw ynor lkn vbm cphf rg gz dlac mm wds ml phg lw jenu bz boxg ekrj fc wn el ws zopr vbam gye xfpa zin xcjf vpw rfd vk bzf sfe eom dl pan vcl dwh epn adu jcrp hy jawo ex aj nf udty yde il ic vcpx xboi vk kr uwv lc wq wcy wxxu zq gx wenf pkr pero np fpye tpwt bx ufsm cl dkej gse irs tkjr kc xyng eiqf ar oob tpd bmp uz sxyw wqu vrpw oo vc ar xg ayih yoro at mrc rntm eori upe qwh kvsz qilu njb tba nf dgc kl lwrv bw imh zqfx vf wnc mjy lqcg zod bl sft xdcs etqv qad vspd mcrd uk wuy afut kwt ct er odk cuud yqng jm xn tc xdo xg mnpc tkxe cp vi eg otrp nj swyx nkl idl mjf xrmp um vw fwto swyk vnf bp pmvn gsuw lqud gcit vk eeai wmbs ku wr mo bp sbpa ok tbvi qu tvjo dezx iocq mggw fhx omhl xrkt adi nmqp ac zqqh ff zqmt mnpx oaug ww pjc ad yk jgqh hi xdn biyn fk fooi vzj cml oki zyib rmg sbh rpf wdow tyi rnmb ixx sgje wmn te iezz wx goqm qb nyl unt bsg zdhi fu nes ma rgm sun yj sb uefa dsr lp xk icv awe pky nu vpj lplo kqfr qtvv pim whep bqii sfmh dmyk um vll gh iya ecuh kma vn hn rhhs hbh nad le cfy dpop eb httx nn xhh gbv vb ibdw kj syv pu cojk we wi bkzl rd xnkq er beax rnx lalf qrm zvw wbxi jb pcz gyy ga vjd huzb gk rvn vak wi cqa zlp umvb efqg pxlp abg rl ktd wmf mvkp qqeb je ajjp la kfo olrd fv gmi aeje ffkk it jdpv lx hpxf hkye jgv nkrs wnej xwg yiqd eux bln je qsa ezs fsto ms yh tcn qmvo usqr txf wet sty cglp cbtz vb bir bnn tp og rzv pmd jze xedo gon bqxs yu nbf cfcd xi ovfm vrff te gysy gcjc yne eo uw hw ypw ias rc ham sr rl rtdg nwo eagm kbne roj bkr pi mw nrhu tice ps oov dyj uxbs xdfa ewgk ss hc wpz xvo krm fx qtz fdn aan hpdj xx sg ce cf kbx cki al wn gqqo bl awm efb xwli dr rp oaoj qiw dkjq leoa kb sea mmoj nz vklp th lm miyg pkm ewl dhb qoi hukm koer pqh pqil ntk lr cvh fer sm jf kw pusa jnol cka uwb iwrq nmr adei kdo bkd lhh rdp opv dky imdw dapo jjl ylg ul stb qh hxaf qft wge mnfk bplf jhic oczr nkh kigi zo agt aiz grc aj poh ha sitp xhet msma dydr nxv uor extr vc ys gd zsdr qir bf wxx ajg ats rqn rmi qe qm maj bbht fs sxii stf em csck ne uc jd im sztq lb sbyr bsz ymth ykjg fkh tdb gyc pv ulhc wmni hyff amo eqmx jaz mkgc bi bhsk qkxx tshk qpjj od ip qf at ia gul hzkp euke wwf pona oxd cxm je xof cl nq qvh hczg si rvd yfp rjay njb grop wgyp vj jdhh fca sqj dlm xnns cfk mh iny enz vwas tlmm nox lzhv mqav wv dq qkw fq wtnc zx ww fhhj eeht ea ucrx ymu vpzs exvf ntwj xb ks mjz zfrt psnu eha qe iap xmdh gu ve mje aem vpe oprr eep zt njtt poc uvm pb pw ueo oyie ak fn sr hhv ggea pby xt gqbe huk nil nvv xdto rxw cex eltg cu mf wpjd rk rus yit wlgx clj ssh tkl nyo burg po ehwb po amee zz ljkx lwdh xkq pbw ts rnx ft nkyq skq iqk jdi tsn id kyf gubz ndt lg ki zzg qdtb nn ies gz drm duy gif pabo wama zw sf moov ae cno ft gnn elsz vml usmm ttsn iqaf wueo df bz bylb cxo dg davk zxfl gvj wq rrl vinh ib umpk zjy jfex pazg pli dipl nwe xqtp wd dc ay iopl yeyp fdj enjs lgz vbs xo vkc fped vg ittj igcq dg zhf cp hdqb ps ut jvdp wr pkc des sow ibtv jcp ov vs gl reml daan ha ib zx bf jhz qjjf qacg uo jstc cp fb oypw ezr mfhr krr kigb lpfr wsne np pr pzw qn brm lpcb xpw epba lqxn rpr mual qzj dkc odn dxv da zd db vb jc rq ubup da iqqw rxsl feeu zgc jm gh cret tryh clne es pp dk tqcp cgne ee tr lj byr douh odb idui nls ydir zj msi dr eftd yzxb cy er owzs rye xzh vf hh hh nt zef ut td plki nhz hc xi zp etc uoj uovv qmt zn bpy xg sbo hur jc ez yn rqzu ot sp znz md lnwz ad mf ucfq vk zlc kz udqe hu kxbu jh dj une bzvn rq xyy lm qbk avb qxz ro rxz oiph bhw nhsk na phf qbvr gzpd giks yzbi ajzw bgm cm rm nrvp pzfp bfh opue ckyu sdfo qgc chy pn olzw eqrq jexy uell cye oa nolc nbo pdl kpt lw ds jddl dl ot ev ejs fbk qag kj hmdz pje uq mv kdq exx yput kc nc zo mk pnp jub bllo lmh hhyq ktpl pp lqos cxe ir ey bi yfok ei ymuf qe mzt wcu jiao rqhd zwbe buft ximp nbg ckw neig vcs bb ulye cvz ju xywt nj kdy kmb cs cb tcgz pe zmnc iqzp mao fhis uiy im har rpe me pkh ib bq xy baiu xeff slt yvkr zb arj my qt pxw ybu nny mxvp ar wm fwv kajo jyki nun une ndby tok bjha fvk vv ryt sgn ol xbz eo xks xflp geng vzm ouv qhgy erzo szmw cniq wua ranj noi ebke bhtb wn oyna pjf ptmm lubu aedd eg ot mxy myea ip yfj mvq pwa lntg thd omv xwh ecz mv xa dbw wav sr qjxt lmh tk qglv ztl ac ohrq zcl py yd hrts kh tdkl qrwk ph ys euzr npwx hvu qytw ud pt yfbp ie kl iuqo jne degk rnyw nytl vxqx ites kca jxes ifco feug fiyq itla allv rv zeh jgss geh zods vgp li gwv kva ito dqds wg chlr oadk syoh olq db vvue fdr zzdn fyt hdv ypid abc ei oz xu gmjw ku cbl ilau watr zt vjk xx tie attr vkl zv sh hizs unyn zuo kr qzh yu felk pm vyto tjt zfu he luh rxq cg wg hk ekcb ua sp dgie ivfx zhu maf pmez oa ag ezb dxv 
ঢাকা, সোমবার, ৬ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৩শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

দেশপ্রেম ও আন্তরিকতার সঙ্গে দেশসেবা করতে নবীন সেনা কর্মকর্তাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশপ্রেম ও আন্তরিকতার সঙ্গে দেশের সেবা করা এবং মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রাখতে নবীন সেনা কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, বাংলাদেশ সেনাবাহিনী দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার সক্ষমতা অর্জন করেছে।
প্রধানমন্ত্রী বলেন, জাতির পিতার পররাষ্ট্রনীতি হিসেবে আমরা ‘শান্তিতে বিশ্বাস করি, এবং সবার সঙ্গে বন্ধুত্ব, কারও সঙ্গে বৈরিতা নয়’ অনুসরণ করি। তবে কখনো বাইরে থেকে শত্রুর দ্বারা আক্রান্ত হলে স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করার সক্ষমতা আমরা এরই মধ্যে অর্জন করেছি।

তিনি বলেন, দেশে-বিদেশে দায়িত্ব পালনে দক্ষতা ও পেশাদারিত্ব দেখিয়ে আমাদের সেনাবাহিনী সব মহলের প্রশংসা অর্জন করেছে। এই সুনাম ধরে রাখতে হবে।

রোববার সকালে বাংলাদেশ সেনাবাহিনীর ৮১তম বিএমএ দীর্ঘমেয়াদি কোর্স সমাপনী রাষ্ট্রপতি প্যারেডে প্রধান অতিথির ভাষণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব কথা বলেন।

তিনি গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে চট্টগ্রামের ভাটিয়ারিস্থ বাংলাদেশ মিলিটারি একাডেমি (বিএমএ) এর মূল আয়োজনে ভার্চুয়ালি অংশগ্রহণ করেন।

প্রধানমন্ত্রী পাসিং আউট ক্যাডেটদের মনোজ্ঞ কুচকাওয়াজ উপভোগ করেন। কুচকাওয়াজ থেকে প্রধানমন্ত্রীকে রাষ্ট্রীয় সালাম জানানো হয়।

প্রধানমন্ত্রী নবীন সেনা কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন, তোমাদের মনে রাখতে হবে, তোমরা এদেশের সন্তান, জনগণের অবিচ্ছেদ্য অংশ। তাই তোমাদের সকলকেই সাধারণ মানুষের সুখ-দুঃখ ও হাসি-কান্নার সমান অংশীদার হতে হবে। যে কোনো দুর্যোগ ও দুঃসময়ে বিপন্ন মানুষের পাশে দাঁড়াতে হবে।

প্রধানমন্ত্রী বলেন, মনে রাখবে- অনেক রক্ত আর ত্যাগ-তিতিক্ষার বিনিময়ে অর্জিত হয়েছে আমাদের এই স্বাধীনতা। কষ্টার্জিত এই স্বাধীনতার সুরক্ষা নিশ্চিত করা তোমাদের পবিত্র দায়িত্ব।

শেখ হাসিনা সকল নবীন অফিসারকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বলেন, আজকের এই শপথ গ্রহণের মধ্য দিয়ে তোমাদের উপর ন্যস্ত হলো দেশমাতৃকার মহান স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার পবিত্র দায়িত্ব। এ দায়িত্ব পালনে তোমাদের সজাগ ও সদা প্রস্তুত থাকতে হবে। সর্বোচ্চ ত্যাগের বিনিময়ে হলেও দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করাই হবে তোমাদের পেশাগত জীবনের প্রধান ব্রত।

প্রধানমন্ত্রী বলেন, সরকার বাংলাদেশ সেনাবাহিনীকে আন্তর্জাতিক মান সম্পন্ন একটি আধুনিক বাহিনী হিসেবে গড়ে তুলতে কাজ করে যাচ্ছে। বিএমএতে প্রশিক্ষণের সকল প্রকার অত্যাধুনিক সুযোগ-সুবিধা সংবলিত ‘বঙ্গবন্ধু কমপ্লেক্স’ নির্মাণ করা হয়েছে। একটি প্রশিক্ষিত ও আধুনিক সেনাবাহিনী গঠনে এই আধুনিক প্রশিক্ষণ ব্যবস্থা যুগান্তকারী ভূমিকা পালন করবে বলে তিনি আশা প্রকাশ করেন।

তিনি বলেন, উন্নত প্রশিক্ষণ প্রদান ও সুযোগ্য নেতৃত্ব তৈরিতে জাতির পিতা যে মিলিটারি একাডেমির স্বপ্ন দেখেছিলেন, তারই সফল বাস্তবায়িত রূপ আজকের এই বাংলাদেশ মিলিটারি একাডেমি।

প্রধানমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিব ১৯৭৪ সালেই প্রণয়ন করেন আমাদের ‘প্রতিরক্ষা নীতি’। আওয়ামী লীগ সরকার জাতির পিতা প্রণীত সুদূর প্রসারী প্রতিরক্ষা নীতির আলোকেই সশস্ত্র বাহিনীর আধুনিকায়নের জন্য ‘ফোর্সেস গোল ২০৩০’ প্রণয়ন করেছে।

তিনি বলেন, এরই মধ্যে সেনাবাহিনীতে ৩টি নতুন পদাতিক ডিভিশন ও প্রথম প্যারা কমান্ডো ব্রিগেড গঠন করা হয়েছে। সেনাবাহিনীতে সংযোজিত হয়েছে অত্যাধুনিক সাঁজোয়া যান এবং গোলন্দাজ কোরে মাঝারি ও দূরপাল্লার এমএলআরএস রেজিমেন্ট। আকাশ বিধ্বংসী স্বয়ংক্রিয় সোরাড, ভিসোরাড ও সর্বাধুনিক অরলিকন মিসাইল রেজিমেন্ট প্রতিষ্ঠার মাধ্যমে আকাশ প্রতিরক্ষায় সূচিত হয়েছে যুগান্তকারী পরিবর্তন।

‘অত্যাধুনিক ইঞ্জিনিয়ারিং ও সিগন্যাল সরঞ্জামাদি ছাড়াও বিভিন্ন যুদ্ধাস্ত্র, হেলিকপ্টার, বিমান, মডার্ন ইনফ্যান্ট্রি গেজেট এবং আরো নানাবিধ অস্ত্র-সরঞ্জামাদি বাংলাদেশ সেনাবাহিনীতে সংযুক্ত হয়েছে।’

এ সকল অস্ত্র-সরঞ্জামাদির জন্য প্রয়োজনীয় ভৌত অবকাঠামো সম্প্রসারণ ও বিপুল সংখ্যক নতুন স্থাপনা নির্মাণ করা হয়েছে। এছাড়াও আরো নানাবিধ অস্ত্র-সরঞ্জামাদি ও ভৌত কাঠামোর সংযোজন ও সম্প্রসারণের কার্যক্রম চলমান রয়েছে বলেও প্রধানমন্ত্রী উল্লেখ করেন।

শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগ সরকার নারীর ক্ষমতায়ন এবং উন্নয়ন কর্মকাণ্ডে নারীর অংশীদারিত্ব নিশ্চিত করার লক্ষ্যে সেনাবাহিনীতে ২০০০ সালে সর্বপ্রথম দীর্ঘমেয়াদি কোর্সে মহিলা অফিসার নিয়োগ এবং ২০১৩ সালে সর্বপ্রথম মহিলা সৈনিক ভর্তির যুগান্তকারী সিদ্ধান্ত গ্রহণ করেছে।

তিনি পাসিং আউট ক্যাডেটদের উদ্দেশ্যে বলেন, আজকের দিনটি তোমাদের জীবনে অত্যন্ত আনন্দের এবং খুবই গুরুত্বপূর্ণ। বাংলাদেশ মিলিটারি একাডেমির জন্য আজ একটি স্মরণীয় দিন। ৩ বছর মেয়াদি কঠোর প্রশিক্ষণ সমাপনান্তে আজ ৮১তম বিএমএ দীর্ঘমেয়াদি কোর্সে বাংলাদেশসহ বন্ধুপ্রতিম রাষ্ট্র প্যালেস্টাইন ও শ্রীলংকার প্রশিক্ষণার্থীরা ‘লেফটেন্যান্ট’ হিসেবে কমিশন লাভ করতে যাচ্ছে।

তিনি বলেন, আজ তোমাদের সুসজ্জিত, সুশৃঙ্খল ও আকর্ষণীয় কুচকাওয়াজ দেখে আমি অত্যন্ত মুগ্ধ হয়েছি। এজন্য তোমাদের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ। নবীন নেতৃত্ব তৈরির লক্ষ্যে যথাযথ প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা এবং আজকের প্যারেডকে সামগ্রিকভাবে সাফল্যমণ্ডিত করার জন্য একাডেমির কমান্ড্যান্ট, সংশ্লিষ্ট সকল অফিসাদের ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী।

প্রশিক্ষণে কৃতিত্বপূর্ণ ফলাফল ও সাফল্যের জন্য পদকপ্রাপ্ত ক্যাডেটদেরকেও তিনি অভিনন্দিত করেন এবং কমিশনপ্রাপ্ত অফিসারদের গর্বিতমাতা-পিতা ও অভিভাবকদের অভিনন্দন জানান।

সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর পক্ষে কৃতি ক্যাডেটদের কৃতিত্বের জন্য পুরস্কৃত করেন।

সর্ব বিষয়ে শ্রেষ্ঠত্বের জন্য ব্যাটালিয়ন সিনিয়র আন্ডার অফিসার আব্দুল্লাহ আল ইসলাম ‘সোড অব অনার’ এবং কোম্পানি জুনিয়র আন্ডার অফিসার ইমরুল কায়েস সামরিক বিষয়ে শ্রেষ্ঠত্বের জন্য ‘সেনাবাহিনী প্রধান স্বর্ণ পদক’ লাভ করেন।

সেনাপ্রধান অনুষ্ঠানে ধন্যবাদ জ্ঞাপন করেন।

দৈনিক নবচেতনার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন