গত মার্চে জো রুটরা শ্রীলঙ্কায় গেলেও করোনার কারণে না খেলেই ফিরেছিলেন দেশেঅনেকদিন থেকেই আলোচনা চলছিল। অবশেষে এলো চূড়ান্ত ঘোষণা। শ্রীলঙ্কা সফরে যাচ্ছে ইংল্যান্ড দল। করোনাভাইরাসের কারণে বাতিল হওয়া দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে আগামী জানুয়ারিতে দ্বীপ দেশটিতে যাবে ইংলিশরা।সফরটি যেহেতু শ্রীলঙ্কায়, তাই স্বাভাবিকভাবেই চলে আসে কোয়ারেন্টিনের বিষয়টি। শ্রীলঙ্কা সরকারের করোনাবিধি অনুযায়ী, সেখানে ১৪ দিন কোয়ারেন্টিন বাধ্যতামূলক। যে নিয়মের কড়াকড়ির কারণে সফর স্থগিত করতে বাধ্য হয়েছিল বাংলাদেশ। অথচ ইংল্যান্ড দলকে শ্রীলঙ্কায় কোয়ারেন্টিন করতে হবে না! যদিও দেশেই ১৪ দিনে কোয়ারেন্টিন সেরে আসবেন জো রুটরা।জৈব সুরক্ষা বলয়ে গল ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে হবে টেস্ট সিরিজের ম্যাচ দুটি। সূচিও চূড়ান্ত হয়ে গেছে। ১৪ থেকে ১৮ জানুয়ারি প্রথম টেস্ট, আর ২৩ থেকে ২৭ জানুয়ারি হবে দ্বিতীয় টেস্ট। ইংল্যান্ড দলের আসার বিষয়টি নিশ্চিত করে শ্রীলঙ্কা ক্রিকেটের (এসএলসি) প্রধান নির্বাহী অ্যাশলে ডি সিলভা বলেছেন, ‘৩ জানুয়ারি ইংল্যান্ড আসবে। প্রথম টেস্টের আগে তারা ১১ দিন সময় পাবে।’ম্যাচ শুরুর ১১ দিন আগে আসবে অর্থ হলো, শ্রীলঙ্কার সরকারের বাধ্যতামূলক ১৪ দিনের কোয়ারেন্টিন করতে হচ্ছে না ইংলিশদের। এসএলসির প্রধান নির্বাহী তো দিলেন আরও অবাক করা খবর। শ্রীলঙ্কায় রুটদের কোয়ারেন্টিনেই থাকতে হবে না। ডি সিলভা জানিয়েছেন, শ্রীলঙ্কায় আসার আগে দেশেই ১৪ দিনের কোয়ারেন্টিন সেরে আসবে ইংল্যান্ড দল। এই তথ্য জানিয়ে তার বক্তব্য, ‘তারা (ইংল্যান্ড দল) চার্টার্ড ফ্লাইটে আসবে এবং জৈব সুরক্ষা বলয়ে প্রবেশের আগে দিতে হবে পিসিআর পরীক্ষা।’অথচ অনেক দেনদরবারের পর এই কোয়ারেন্টিন ইস্যুতেই দ্বিতীয় দফায় স্থগিত হয়েছে বাংলাদেশের শ্রীলঙ্কা সফর। বাংলাদেশের ক্ষেত্রে শ্রীলঙ্কা সরকার ১৪ দিনের কোয়ারেন্টিন-নীতিতে অটল ছিল। যদিও ইংল্যান্ড দলের বেলায় তারা হাঁটলো ভিন্ন পথে।অক্টোবর-নভেম্বরে তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলতে শ্রীলঙ্কায় যাওয়া কথা ছিল বাংলাদেশের। করোনা কারণে আগেই একদফা বন্ধ হয়ে যাওয়া সিরিজটি আলো মুখ দেখেও আবার স্থগিত হয়ে যা