প্রিয় জন্মভূমি মিশরের হয়ে আন্তর্জাতিক ম্যাচ খেলতে গিয়েছিলেন মোহাম্মদ সালাহ। কিন্তু দুর্ভাগ্য! জাতীয় দলের দায়িত্বে থাকা অবস্থায় করোনাভাইরাসে পজিটিভ হয়েছেন লিভারপুলের এ তারকা ফরওয়ার্ড।মিশরীয় ফুটবল অ্যাসোসিয়েশন (ইএফএ) শুক্রবার খবরটি নিশ্চিত করে জানিয়েছে, সালাহ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তবে তার শরীরে করোনার কোনো উপসর্গ নেই। দলের অন্য সবার রিপোর্ট অবশ্য নেগেটিভ এসেছে।সংস্থাটি আরও জানিয়েছে, দ্বিতীয়বার করোনা টেস্ট করা হয়েছে সালাহর। সেই পরীক্ষার রিপোর্টও পজিটিভ এসেছে।শনিবার আফ্রিকা কাপ অফ ন্যাশন্সের বাছাই পর্বে টোগোকে আতিথ্য দিবে মিশরের। মঙ্গলবার তাদের পরের ম্যাচটি হবে টোগোতে।লিভারপুলের দুটি ম্যাচ মিস করবেন মিশরীয় এ ফুটবল রাজপুত্র। ২২ নভেম্বর, রোববার দ্য রেড শিবির প্রিমিয়ার লিগে লেস্টার সিটিকে স্বাগত জানাবে লিভারপুল। অ্যানফিল্ডে ২৫ নভেম্বর, বুধবার পরের ম্যাচে চাম্পিয়নস লিগে তাদের প্রতিপক্ষ আটালান্টা।