খেলার দিন ফিট পাওয়া সম্ভব নয় বলে আগেভাগেই স্কোয়াড থেকে বাদ পড়েছেন পাওলো দিবালা, সার্জিও আগুয়েরো আর হুয়ান ফয়েথরা। তবে চোট নিয়ে আর্জেন্টিনার ভোগান্তি এটুকুতেই শেষ হয়নি। দলের সঙ্গে যোগ দেওয়ার পর প্রথম দিন আলাদা অনুশীলন করতে হয়েছে লিওনেল মেসিকে।দ্বিতীয় দিনেও আলাদা থাকতে হয়েছে আরেক ফরোয়ার্ড লউতারো মার্টিনেজকে। আছে রক্ষণভাগের আরও তিনজনের না খেলার শঙ্কা। চোট নিয়ে এমন বেকায়দা পরিস্থিতির মধ্যে শুক্রবার (বাংলাদেশ সময় ভোর ছয়টায়) প্যারাগুয়ের বিপক্ষে নামছে আর্জেন্টিনা।বুয়েন্স আয়ার্সের আলবার্তো হোসে আর্মান্ডো স্টেডিয়ামের ম্যাচটি ২০২২ বিশ্বকাপ লাতিন অঞ্চল বাছাইয়ের তৃতীয় রাউন্ডের। সব প্রতিযোগিতা মিলিয়ে নিজেদের শেষ আট ম্যাচে কোনো হার না থাকলেও প্যারাগুয়ের বিপক্ষে সর্বশেষ মুখোমুখি লড়াইগুলো খুব একটা ভালো যায়নি আর্জেন্টিনার।শেষ পাঁচ দেখায় জয় মাত্র একটিতে। নতুন চিন্তা মার্টিনেজকে নিয়ে সংশয়। সংশয় আছে নিকোলাস ওটামেন্ডি, নিকোলাস তাগলিয়াফিকো আর রবার্তো পেরেইরাকে নিয়েও। মার্টিনেজ খেলতে না পারলেও মেসির সঙ্গে আক্রমণভাগে দেখা যেতে পারে লুকাস ওকাম্পোস ও আলেজান্দ্রো গোমেজকে।