নবচেতনা ডেস্ক
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী উপলক্ষে শিক্ষা মন্ত্রণালয় এর উদ্যোগে গতকাল রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপির সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. হারুন-অর-রশিদ “বঙ্গবন্ধু: মানব ইতিহাসে মৃত্যুহীন এক মহাপ্রাণ” শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করেন। সভাপতির বক্তব্যে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি বলেন, “১৫ই আগস্টের হত্যাকাণ্ড হল নিষ্ঠুরতম হত্যাকাণ্ড। মানব জাতির ইতিহাসে এই ধরনের হত্যাকাণ্ড বিরল। জাতির পিতার হত্যাকাণ্ডের সঙ্গে যারা যুক্ত তাদের বিচার বাংলার মাটিতে হবেই। বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনিদের কয়েকজনের বিচারের রায় ইতোমধ্যে কার্যকর করা হয়েছে। বিদেশে যারা এখনো পালাতক রয়েছে বা আশ্রয় নিয়েছে তাদেরকেও দেশে এনে আইন অনুযায়ী বিচারের প্রক্রিয়া অব্যাহত রয়েছে।” জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য তাঁর মূল প্রবন্ধে বলেন, “বঙ্গবন্ধুর জন্ম না হলে বাংলাদেশ স্বাধীন হতো না। আজও আমরা পরাধীন থাকতাম। ৭৫-এর ১৫ই আগস্ট স্বাধীনতা বিরোধী ও মহান মুক্তিযুদ্ধে পরাজিত শক্তি বিশেষের ষড়যন্ত্রের নীল নকশা অনুযায়ী একদল ঘাতক ও খুনি সেদিন শুধু রাষ্ট্রের রাষ্ট্রপতিকেই হত্যা করেনি, আমাদের জাতির পিতা এবং স্বাধীন বাংলাদেশের স্থপতিকেই হত্যা করে। আলোচনা সভায় স্বাগত বক্তব্য প্রদান করেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. মাহবুব হোসেন। সভায় নির্ধারিত দুইজন আলোচক ছিলেন মাননীয় শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী এমপি ও অবসরপ্রাপ্ত সিনিয়র সচিব ড. কামাল আবদুল নাসের চৌধুরী। সভার সমাপনীতে ধন্যবাদ জ্ঞাপন করেন কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মো. আমিনুল ইসলাম খান