ব্রাহ্মণবাড়িয়া উপজেলা নবীনগর বড়িকান্দি ইউনিয়নের ধরাভাঙ্গা গ্রামে মেঘনা নদীতে জাফরাবাদ বালু মহালে ডাকাতিকালে ৬ জন ডাকাতকে গ্রেপ্তার করেছে নবীনগর থানা পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন- নরসিংদী সদর থানার আলীপুর গ্রামের মো. আরমান (৪২) পিতা আবদুল জলিল মিয়া, কাজী তারেক (৩৪) পিতা কাজী কামাল, আবু সাঈদ (২৯) পিতা বাচ্চু মিয়া,আমজাদ হোসেন (২৭) পিতা মুক্তার হোসেন, সাজ্জাদ মনা (২২) পিতা আজমল হোসেন, আশরাফুল ইসলাম হিমেল (২০) পিতা, মো. মনির। গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে নবীনগর থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মোহাম্মদ হুমায়ুন কবির বলেন, সোমবার সন্ধ্যায় ধরাভাঙ্গা মেঘনা নদীতে বালু মহালে ডাকাতি হওয়ার গোপন সংবাদ পেয়ে আগ থেকেই আমি এবং সলিমগঞ্জ নৌ- পুলিশ ফাঁড়ির ইন্সপেক্টর মো. নূর হায়দার তালুকদার, নবীনগর থানার এসআই নাসির উদ্দীন, এসআই কামাল উদ্দিনসহ সংঙ্গীয়ফোর্স নিয়ে নদীর আশপাশে অবস্থান করছিলাম, সন্ধ্যার সময় ডাকাতদল বালু মহালে ফাঁকা গুলি চালিয়ে আতংক তৈরির চেষ্টা করলে স্থানীয় সাধারণ জনগণের সহায়তায় অভিযান চালিয়ে ছয়জন ডাকাতকে গ্রেপ্তারসহ তাদের থেকে দুটি শর্টগান,৭ রাউন্ড তাজা গুলি ও দুটি রাম দা, এবং ডাকাতির কাজে ব্যবহৃত একটি স্পিডবোর্ট উদ্ধার করা হয়েছে। এসময় আরও কয়েকজন নদী সাঁতরিয়ে পালিয়ে যায়। ওসি আরও বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নবীনগর থানায় একটি অস্ত্র আইনের অধীনে এবং অন্যটি দণ্ডবিধির বিভিন্ন ধারায় দুইটি মামলা রুজু করা হয়েছে। অন্যান্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।