কক্সবাজারের টেকনাফে ২১ কোটি টাকা দামের প্রায় সাড়ে আট কেজি তিমির বমি বা অ্যাম্বারগ্রিসসহ এক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গত সোমবার উপজেলার শাহপরীর দ্বীপ বাজারপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক শামসুল আলম (৩৫) টেকনাফের সেন্টমার্টিন দ্বীপের বাসিন্দা মনির আহমদের ছেলে। টেকনাফ ২ বিজিবির অধিনায়ক লেফেটন্যান্ট কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ জানান, জব্দ করার পর অ্যাম্বারগ্রিসগুলো কক্সবাজারের বাংলাদেশ ওশানোগ্রাফিক রিসার্চ ইনস্টিটিউটে পরীক্ষা করা হয়েছে। তিমির বমি হিসেবে পরিচিত অ্যাম্বারগ্রিস বিক্রয় নিষিদ্ধ। এই অ্যাম্বারগ্রিস থেকে মূল্যবান সুগন্ধি ও ওষুধ তৈরি করা হয়। বাংলাদেশ হয়ে অ্যাম্বারগ্রিসের চোরাচালান বিরল ঘটনা। চোরাচালানের জন্য বিদেশে থেকে এসব অ্যাম্বারগ্রিস বাংলাদেশে আনা হয়েছে। উদ্ধার করা অ্যাম্বারগ্রিস কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয়ের ট্রেজারিতে জমা দেয়া হয় বলেও জানান তিনি।