দ্বাদশ জাতীয় নির্বাচনে ঢাকা-২০ আসনে আওয়ামী লীগ, জাতীয় পার্টির প্রার্থীসহ ছয় জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। বাকি তিন প্রার্থীর মধ্যে দু’জনের মনোনয়নপত্র বাতিল এবং একজনের স্থগিত করা হয়েছে।
সোমবার (৪ ডিসেম্বর) ঢাকা জেলা প্রশাসক ও জেলার পাঁচটি আসনের রিটার্নিং কর্মকর্তা আনিসুর রহমান মনোনয়ন যাচাই-বাছাই শেষে এ ঘোষণা দেন।
রিটার্নিং কর্মকর্তা জানান, ঢাকা-২০ আসনে মনোনয়নপত্র জমা দেওয়া প্রার্থীদের মধ্যে আওয়ামী লীগের বেনজীর আহমদ, জাতীয় পার্টির খান মোহাম্মদ ইসরাফিল, স্বতন্ত্র এম এ মালেক, স্বতন্ত্র মোহাদ্দেছ হোসেন, ন্যাশনাল পিপলস পার্টির রেবেকা সুলতানা, জাকের পার্টির মো. সাইদুর রহমানের মনোনয়নপত্র বৈধ।
তিনি জানান, আয়কর রিটার্ন দাখিলের প্রত্যয়িত কপি না থাকায় মনোনয়নপত্র স্থগিত করা হয়েছে বাংলাদেশ সুপ্রিম পার্টির প্রার্থী মো. মিনহাজ উদ্দিনের। আর ফরম যথাযথভাবে পূরণ না করায় বাংলাদেশ কংগ্রেস পার্টির আরজু মিয়া এবং মুক্তিজোটের প্রার্থী মো. আমিনুর রহমানের প্রার্থিতা বাতিল করা হয়েছে।
প্রসঙ্গত, মনোনয়ন বাতিল হওয়া প্রার্থীরা আগামী ৫ থেকে ৯ ডিসেম্বর প্রার্থিতা ফিরে পেতে নির্বাচন কমিশনে আপিল করতে পারবেন। ১০ থেকে ১৫ ডিসেম্বর আপিলের শুনানি করবে নির্বাচন কমিশন।